ETV Bharat / state

Gold Smugglers Arrested : জুতোয় সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার 2

author img

By

Published : Apr 28, 2022, 7:04 PM IST

জুতোর মধ্যে সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা করা হয় (Gold Smugglers Arrested) । শিলিগুড়ি ডিআরআইয়ের অভিযানে উদ্ধার দেড় কোটি টাকার সোনা । ঘটনায় গ্রেফতার হয়েছে দুই মহিলা (DRI Recovered Gold)। ধৃতদের নাম মৌসুমী অধিকারী ও লিনা গোস্বামী ।

two-gold-smugglers-arrested-from-njp-station
Gold Smugglers Arrested : জুতোয় সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা, শিলিগুড়িতে গ্রেফতার 2

শিলিগুড়ি, 28 এপ্রিল : জুতোর মধ্যে সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা করা হয় । আর সেই পরিকল্পনায় অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ । পুলিশ ও গোয়েন্দাদের ফাঁকি দিয়ে সোনা পাচারের জন্য নিত্যনতুন ফন্দি এঁটে চলে পাচারকারীরা । কখনও জামা প্যান্টে গোপন পকেট বানিয়ে, আবার কখনও কোমরের বেল্টে লুকিয়ে পাচার করা হয় সোনা ।

আর এবার জুতোর ভিতরে সোনা পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । তার আগেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগে অভিযান চালিয়ে উদ্ধার করল দেড় কোটি টাকার সোনার বিস্কুট । সোনা পাচারের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)(Two Gold Smugglers Arrested from NJP Station) । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই সোনাগুলি উদ্ধার করে তাঁরা ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মৌসুমী অধিকারী ও লিনা গোস্বামী । মৌসুমী উত্তর 24 পরগনার বারাসত এবং অপরজন বাগদার বাসিন্দা । বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা শাখার (ডিআরআই) যৌথ অভিযানটি চালায় ৷ গোপন সূত্রে মেলা খবর অনুযায়ী ডাউন গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের বাতানুকূল কামরা থেকে প্রথমে সন্দেহভাজন ওই দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় (Gold Smugglers Arrested) ।

দু'জনের কাছে থাকা একটি কালো রংঙের ক্যারিব্যাগে জুতো রেখে তার মধ্যে সোনার বিস্কুটগুলো লুকিয়ে রাখা ছিল । এদিন 16টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে । এক একটি সোনার বিস্কুটের ওজন 166 গ্রাম করে । বিস্কুটগুলির মোট ওজন আড়াই কিলোগ্রাম । বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা । ডিআরআইয়ের প্রাথমিক অনুমান, সোনার বিস্কুটগুলি পাচারের উদ্দেশ্যে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল । বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন (DRI Recovered Gold)।

আরও পড়ুন : Drug Traffickers Arrested : শিলিগুড়িতে মাদক-সহ গ্রেফতার 4

শিলিগুড়ি, 28 এপ্রিল : জুতোর মধ্যে সোনার বিস্কুট লুকিয়ে পাচারের চেষ্টা করা হয় । আর সেই পরিকল্পনায় অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ । পুলিশ ও গোয়েন্দাদের ফাঁকি দিয়ে সোনা পাচারের জন্য নিত্যনতুন ফন্দি এঁটে চলে পাচারকারীরা । কখনও জামা প্যান্টে গোপন পকেট বানিয়ে, আবার কখনও কোমরের বেল্টে লুকিয়ে পাচার করা হয় সোনা ।

আর এবার জুতোর ভিতরে সোনা পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । তার আগেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগে অভিযান চালিয়ে উদ্ধার করল দেড় কোটি টাকার সোনার বিস্কুট । সোনা পাচারের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)(Two Gold Smugglers Arrested from NJP Station) । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই সোনাগুলি উদ্ধার করে তাঁরা ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মৌসুমী অধিকারী ও লিনা গোস্বামী । মৌসুমী উত্তর 24 পরগনার বারাসত এবং অপরজন বাগদার বাসিন্দা । বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা শাখার (ডিআরআই) যৌথ অভিযানটি চালায় ৷ গোপন সূত্রে মেলা খবর অনুযায়ী ডাউন গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের বাতানুকূল কামরা থেকে প্রথমে সন্দেহভাজন ওই দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় (Gold Smugglers Arrested) ।

দু'জনের কাছে থাকা একটি কালো রংঙের ক্যারিব্যাগে জুতো রেখে তার মধ্যে সোনার বিস্কুটগুলো লুকিয়ে রাখা ছিল । এদিন 16টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে । এক একটি সোনার বিস্কুটের ওজন 166 গ্রাম করে । বিস্কুটগুলির মোট ওজন আড়াই কিলোগ্রাম । বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা । ডিআরআইয়ের প্রাথমিক অনুমান, সোনার বিস্কুটগুলি পাচারের উদ্দেশ্যে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল । বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন (DRI Recovered Gold)।

আরও পড়ুন : Drug Traffickers Arrested : শিলিগুড়িতে মাদক-সহ গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.