শিলিগুড়ি, 16 মার্চ : বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার দুই চিনের নাগরিক । ভুয়ো ভারতীয় পরিচয় পত্র-সহ তাদের আটক করে বাগডোগরা বিমানবন্দরের সিআইএসএফ আধিকারিকরা । পরে বাগডোগরা থানার পুলিশের হাতে তাদের তুলে দেয় আধিকারিকরা । তাদের কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক চিনের নথিপত্র উদ্ধার হয়েছে । এমনকি আধার কার্ডের বৈধতা নিয়েও যথেষ্ট সন্দিহান আধিকারিকরা ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের নাম ঝাং জুন ও কাই লেন । ওই দুই ব্যক্তি 3 মার্চ নেপাল থেকে করাচি যায় । তারপর সেখান থেকে ফিরে ফের নেপালে যায় । সোমবার তারা নেপাল সীমান্ত হয়ে বাগডোগরা এসে পৌঁছায় এবং রাতে বাগডোগরা এলাকার একটি হোটেলে থাকে । মঙ্গলবার তারা বিমানে করে হায়দরাবাদ রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে আসে । সেই সময় তাদের দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় এবং তাদের আটক করে ।
আরও পড়ুন : চিনের হাত থেকে তিব্বতের প্রাকৃতিক সম্পদ বাঁচাতে ভারতের দ্বারস্থ বৌদ্ধ সন্ন্যাসীরা
বাগডোগরা থানায় নিয়ে গেলে পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশের ভিসা এবং ভারতের আধার কার্ড এবং একজনের কাছ থেকে চিনের পাসপোর্ট উদ্ধার করে । তবে নির্বাচনের আগে সন্দেহজনক দুইজন আটক হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে । তার ওপর এরা দুইজনেই আবার পাকিস্তানে গিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ । তাই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তারা কি উদ্দ্যেশ্যে করাচি গিয়েছিল তা জানার চেষ্টা করছে ।