শিলিগুড়ি , 22 এপ্রিল : রাজ্যে BJP ত্রাণ বিলি করলে সমস্যা নেই । কিন্তু লকডাউনের কিছু নিয়ম মানতে হয় । পুলিশ-প্রশাসনের অনুমতি নিতে হয় । তাই নিয়ম না মানায় উত্তরবঙ্গে BJP-র দুই সাংসদকে গৃহবন্দী করা হয়েছে । আজ শিলিগুড়িতে একথা বললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
অভিযোগ, রাজ্যের মন্ত্রী ও শাসক দলের নেতারা ত্রাণ বিলি করলেও BJP-র দুই সাংসদ জন বারলা ও জয়ন্ত রায়কে গৃহবন্দী করে রেখেছে পুলিশ । এনিয়ে আজ মন্ত্রী গৌতম দেব বলেন, ওঁরা এই নিয়ে প্রধানমন্ত্রীকেও অভিযোগ করেছেন । কিন্তু আপনারাই দেখুন ত্রাণ বিলির নামে লকডাউনের বিধি উপেক্ষা করা হয়েছে । মন্ত্রী দেবশ্রী চৌধুরি দিল্লি থেকে এসে হোম আইসোলেশনে যেতে চাননি । স্বাস্থ্যকর্মীরা বাড়ি গেলে তাঁদেরও বাধা দিয়েছেন । লকডাউনে ত্রাণ বিলির নামে জয়ন্ত রায় ও জন বারলা বহু লোকজন নিয়ে এলাকায় ঘুরেছেন । অন্যত্র BJP-র অনেক নেতাই ত্রাণ দিচ্ছেন । কিন্তু তাঁদেরকে তো আটকানো হয়নি । BJP সাংসদদের উচিত লকডাউনের নিয়ম মেনে চলা । কিন্তু দুই সাংসদ তা মানেননি ।
তিনি আরও বলেন , "আমরা নিয়ম মেনে ত্রাণ বিলি করছি । এলাকায় যাচ্ছি । বাসিন্দাদের সঙ্গেও কথা বলছি ।"
কয়েকদিন ধরেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের BJP সাংসদকে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । এনিয়ে রাজ্যপালস হ দিল্লিতেও অভিযোগও জানিয়েছেন দুই সাংসদ । BJP-র অভিযোগ, রাজনীতি করতে গিয়েই তাদের সাংসদদের আটকে দিয়ে শাসক দলের নেতা-মন্ত্রীরা নিজেরা ত্রাণ বিলি করছেন । আজ সেই অভিযোগ অস্বীকার করে মন্ত্রী গৌতম দেব বলেন , অন্যত্র সমস্যা নেই। সকলেই ত্রাণ দিচ্ছেন ।