ETV Bharat / state

Fake Doctor Arrested in Siliguri: মাথার টিউমারের অস্ত্রোপচার বাড়িতে ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো চিকিৎসক - মাথার টিউমারের অস্ত্রোপচার

Brain Tumor Surgery at Home A Fake Doctor Arrested in Siliguri: চিকিৎসক পরিচয় দিয়ে বাড়ি ভাড়া ৷ তার পর এলাকায় একের পর এক লোকজনের ভুল চিকিৎসা ৷ এমনকি বাড়িতেই মাথার টিউমারের অস্ত্রোপচার ! দীর্ঘ কয়েকমাস মানুষের ভুল চিকিৎসার পর অবশেষে গ্রেফতার শিলিগুড়ির ভুয়ো চিকিৎসক রঞ্জন দাস ৷

Fake Doctor Arrested in Siliguri ETV BHARAT
Fake Doctor Arrested in Siliguri
author img

By

Published : Jul 28, 2023, 7:35 PM IST

শিলিগুড়িতে গ্রেফতার এক ভুয়ো চিকিৎসক

শিলিগুড়ি, 28 জুলাই: বাড়িতেই মাথার টিউমারের অস্ত্রোপচার ! এমনই ভয়াবহ ঘটনার সাক্ষীর থাকলেন শিলিগুড়ির সূর্যসেন কলোনীর ই ব্লকের বাসিন্দা ৷ ঘটনায় ভুয়ো চিকিৎসক রঞ্জন দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ কয়েকমাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে আসেন অভিযুক্ত রঞ্জন দাস ৷ এলাকার বেশ কয়েকজনের চিকিৎসাও করেছেন ৷ আর সম্প্রতি বাড়ির মালিক বিপুল দাসের মাথার একটি টিউমারের অস্ত্রোপচার করেন ৷ গতকাল এলাকার এক বৃদ্ধা রঞ্জন দাসের ভুল চিকিৎসায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

বাড়ির মালিক বিপুল দাস বলেন, ‘‘নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন রঞ্জন দাস ৷ তাঁর সঙ্গে একজন মহিলাও ছিলেন ৷ যাঁকে নিজের স্ত্রী পরিচয় দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন নতুন ফ্ল্যাট হচ্ছে তাঁর, সেই কারণে বাড়ি ভাড়া নিয়ে থাকতে এসেছেন ৷’’ বিপুল দাস জানান, তাঁর মাথার পিছনের দিকে একটি টিউমার রয়েছে ৷ সেটিকে অস্ত্রোপচার করে বাদ দেবেন বলে জানিয়েছিলেন রঞ্জন দাস ৷ এমনকি এর জন্য হাসপাতালে ভরতি হওয়ার প্রয়োজন নেই বলে বোঝান বাড়ির মালিককে ৷ অস্ত্রোপচারের নামে তাঁর থেকে 16 হাজার টাকা নিয়েছিলেন অভিযুক্ত ৷

কিন্তু, অস্ত্রোপচারের পরেও টিউমার না কমায় রঞ্জন দাসকে প্রশ্ন করেন বাড়ির মালিক ৷ জবাবে রঞ্জন দাস নাকি তাঁকে বলেছিলেন, অস্ত্রোপচারের জায়গায় মেদ জমেছে ৷ ওষুধ দিলে কমে যাবে ৷ কিন্তু, তাতেও কোনও সুরাহা হয় না ৷ সম্প্রতি ওই এলাকার এক বৃদ্ধা রঞ্জন দাসের দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে যায় ৷ গতকাল অন্য চিকিৎসকের কাছে ওই বৃদ্ধাকে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন ৷ ওই চিকিৎসকের কাছেই রঞ্জন দাসের চিকিৎসা পদ্ধতি এবং প্রেসক্রাইব করা ওষুধগুলি দেখান বিপুল দাস ৷ তখন তিনি জানান রঞ্জন দাস কোনও চিকিৎসক হতে পারেন না ৷

আরও পড়ুন: ভুয়ো চিকিৎসক ! টু-পাশ ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ

এর পরেই স্থানীয়রা রঞ্জন দাসের উপর চড়াও হন ৷ তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, রঞ্জন দাসে যে মহিলাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন, তিনি আদতে তাঁর স্ত্রী নন ৷ বহু বছর আগে শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরের বাসিন্দা নিয়তি দাসের সঙ্গে বিয়ে হয়েছিল রঞ্জনের ৷ কিন্তু, বর্তমানে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷

শিলিগুড়িতে গ্রেফতার এক ভুয়ো চিকিৎসক

শিলিগুড়ি, 28 জুলাই: বাড়িতেই মাথার টিউমারের অস্ত্রোপচার ! এমনই ভয়াবহ ঘটনার সাক্ষীর থাকলেন শিলিগুড়ির সূর্যসেন কলোনীর ই ব্লকের বাসিন্দা ৷ ঘটনায় ভুয়ো চিকিৎসক রঞ্জন দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ কয়েকমাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে আসেন অভিযুক্ত রঞ্জন দাস ৷ এলাকার বেশ কয়েকজনের চিকিৎসাও করেছেন ৷ আর সম্প্রতি বাড়ির মালিক বিপুল দাসের মাথার একটি টিউমারের অস্ত্রোপচার করেন ৷ গতকাল এলাকার এক বৃদ্ধা রঞ্জন দাসের ভুল চিকিৎসায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

বাড়ির মালিক বিপুল দাস বলেন, ‘‘নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন রঞ্জন দাস ৷ তাঁর সঙ্গে একজন মহিলাও ছিলেন ৷ যাঁকে নিজের স্ত্রী পরিচয় দিয়েছিলেন ৷ জানিয়েছিলেন নতুন ফ্ল্যাট হচ্ছে তাঁর, সেই কারণে বাড়ি ভাড়া নিয়ে থাকতে এসেছেন ৷’’ বিপুল দাস জানান, তাঁর মাথার পিছনের দিকে একটি টিউমার রয়েছে ৷ সেটিকে অস্ত্রোপচার করে বাদ দেবেন বলে জানিয়েছিলেন রঞ্জন দাস ৷ এমনকি এর জন্য হাসপাতালে ভরতি হওয়ার প্রয়োজন নেই বলে বোঝান বাড়ির মালিককে ৷ অস্ত্রোপচারের নামে তাঁর থেকে 16 হাজার টাকা নিয়েছিলেন অভিযুক্ত ৷

কিন্তু, অস্ত্রোপচারের পরেও টিউমার না কমায় রঞ্জন দাসকে প্রশ্ন করেন বাড়ির মালিক ৷ জবাবে রঞ্জন দাস নাকি তাঁকে বলেছিলেন, অস্ত্রোপচারের জায়গায় মেদ জমেছে ৷ ওষুধ দিলে কমে যাবে ৷ কিন্তু, তাতেও কোনও সুরাহা হয় না ৷ সম্প্রতি ওই এলাকার এক বৃদ্ধা রঞ্জন দাসের দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে যায় ৷ গতকাল অন্য চিকিৎসকের কাছে ওই বৃদ্ধাকে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন ৷ ওই চিকিৎসকের কাছেই রঞ্জন দাসের চিকিৎসা পদ্ধতি এবং প্রেসক্রাইব করা ওষুধগুলি দেখান বিপুল দাস ৷ তখন তিনি জানান রঞ্জন দাস কোনও চিকিৎসক হতে পারেন না ৷

আরও পড়ুন: ভুয়ো চিকিৎসক ! টু-পাশ ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ

এর পরেই স্থানীয়রা রঞ্জন দাসের উপর চড়াও হন ৷ তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, রঞ্জন দাসে যে মহিলাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন, তিনি আদতে তাঁর স্ত্রী নন ৷ বহু বছর আগে শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরের বাসিন্দা নিয়তি দাসের সঙ্গে বিয়ে হয়েছিল রঞ্জনের ৷ কিন্তু, বর্তমানে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.