ETV Bharat / state

Trinamool Congress: সিপিএম-বিজেপির সৌজন্য সাক্ষাতে সরকার ফেলার চক্রান্ত, মুখপত্রে অভিযোগ তৃণমূলের - তৃণমূল কংগ্রেস

সোমবার সিপিএমের অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) বাড়িতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । ওই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে বিজেপি ৷ কিন্তু তৃণমূলের (Trinamool Congress) দাবি, সরকার ফেলার চক্রান্ত করতেই ওই বৈঠক হয়েছে ৷

trinamool-congress-mouthpiece-alleges-that-cpm-bjp-courtesy-meeting-is-to-bring-the-downfall-of-mamata-banerjee-government
Trinamool Congress: সিপিএম-বিজেপির সৌজন্য সাক্ষাতে সরকার ফেলার চক্রান্ত, মুখপত্রে অভিযোগ তৃণমূলের
author img

By

Published : Oct 25, 2022, 5:53 PM IST

কলকাতা, 25 অক্টোবর: রাজ্যের প্রাক্তন পৌরমন্ত্রী ও শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) বাড়িতে বিজেপির সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista) ও বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Sankar Ghsoh) যাওয়া নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ।

সোমবার অশোক ভট্টাচার্যের বাড়িতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । এই সাক্ষাৎকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতি উত্তাল । এই নিয়ে তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় (Jagobangla) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে । সেখানে রাজ্যের শাসকদলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সৌজন্যের আড়ালে আদতে বাংলার সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি ।

ডিসেম্বরে বাংলার সরকার ফেলে দিয়ে রাজ্যে একাংশকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া নিয়ে কেন্দ্রের চক্রান্তের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল । সোমবারের এই বৈঠককে তারই একটা অংশ হিসাবে মনে করছে ঘাসফুল শিবির ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের দাবি, গতকাল শিলিগুড়িতে বিজেপি এবং সিপিএমের (CPIM) যে বৈঠক হয়েছে, তাতে আরও বেশি করে প্রমাণিত হয়ে গিয়েছে, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি-সিপিএম-কংগ্রেস (Congress) এ রাজ্যে কীভাবে চলছে । ব্যক্তিগত সৌজন্য, দুর্ঘটনায় সমবেদনা, বিজয়া ইত্যাদি । কিন্তু অন্দরমহলের সূত্র বলছে, বিজেপি যে উত্তরবঙ্গকে ভাঙার চক্রান্ত করছে । পাশাপাশি ডিসেম্বর সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে । মানুষ ওদের সঙ্গে নেই । বিজেপি জানে তাদের একার দ্বারা এই সরকার ফেলা সম্ভব হবে না, উত্তরবঙ্গে সেই বিষয়ে সাহায্য চাইতেই অশোকবাবুর কাছে এঁরা গিয়েছিলেন । অন্ধ তৃণমূল বিরোধিতা থেকেই এখন সিপিএম এবং কংগ্রেস বিজেপির বি টিম এবং সি টিমে পরিণত হচ্ছে ।

যদিও রাজ্য বিজেপির তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে । বলা হয়েছে, সৌজন্যকে চক্রান্ত হিসাবে দেখছে তৃণমূল । আসলে বিজেপিকে ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল । রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কথায়, ‘‘তৃণমূলের মুর্খামি ছাড়া কিছু নয় । অশোক ভট্টাচার্য বাড়িতে এর আগে আমি, দিলীপদা গিয়েছিলাম । উনি বর্ষীয়ান নেতা, বিধায়ক, মন্ত্রী ছিলেন । সেখানে বিজেপির নেতারা যদি সৌজন্য সাক্ষাৎ করতে যান, সেখানে বিতর্কের কী আছে ? তৃণমূলের এখন অবস্থা, চুরি রুখতে যেখানে যা দেখছে, সেখানেই বিতর্ক দেখছে ।’’

আরও পড়ুন: অশোক ভট্টাচার্যর সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদ রাজু বিস্তার, রাজনৈতিক মহলে জল্পনা

কলকাতা, 25 অক্টোবর: রাজ্যের প্রাক্তন পৌরমন্ত্রী ও শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) বাড়িতে বিজেপির সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista) ও বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Sankar Ghsoh) যাওয়া নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ।

সোমবার অশোক ভট্টাচার্যের বাড়িতে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । এই সাক্ষাৎকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতি উত্তাল । এই নিয়ে তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় (Jagobangla) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে । সেখানে রাজ্যের শাসকদলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সৌজন্যের আড়ালে আদতে বাংলার সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি ।

ডিসেম্বরে বাংলার সরকার ফেলে দিয়ে রাজ্যে একাংশকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া নিয়ে কেন্দ্রের চক্রান্তের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল । সোমবারের এই বৈঠককে তারই একটা অংশ হিসাবে মনে করছে ঘাসফুল শিবির ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের দাবি, গতকাল শিলিগুড়িতে বিজেপি এবং সিপিএমের (CPIM) যে বৈঠক হয়েছে, তাতে আরও বেশি করে প্রমাণিত হয়ে গিয়েছে, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি-সিপিএম-কংগ্রেস (Congress) এ রাজ্যে কীভাবে চলছে । ব্যক্তিগত সৌজন্য, দুর্ঘটনায় সমবেদনা, বিজয়া ইত্যাদি । কিন্তু অন্দরমহলের সূত্র বলছে, বিজেপি যে উত্তরবঙ্গকে ভাঙার চক্রান্ত করছে । পাশাপাশি ডিসেম্বর সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে । মানুষ ওদের সঙ্গে নেই । বিজেপি জানে তাদের একার দ্বারা এই সরকার ফেলা সম্ভব হবে না, উত্তরবঙ্গে সেই বিষয়ে সাহায্য চাইতেই অশোকবাবুর কাছে এঁরা গিয়েছিলেন । অন্ধ তৃণমূল বিরোধিতা থেকেই এখন সিপিএম এবং কংগ্রেস বিজেপির বি টিম এবং সি টিমে পরিণত হচ্ছে ।

যদিও রাজ্য বিজেপির তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে । বলা হয়েছে, সৌজন্যকে চক্রান্ত হিসাবে দেখছে তৃণমূল । আসলে বিজেপিকে ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল । রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কথায়, ‘‘তৃণমূলের মুর্খামি ছাড়া কিছু নয় । অশোক ভট্টাচার্য বাড়িতে এর আগে আমি, দিলীপদা গিয়েছিলাম । উনি বর্ষীয়ান নেতা, বিধায়ক, মন্ত্রী ছিলেন । সেখানে বিজেপির নেতারা যদি সৌজন্য সাক্ষাৎ করতে যান, সেখানে বিতর্কের কী আছে ? তৃণমূলের এখন অবস্থা, চুরি রুখতে যেখানে যা দেখছে, সেখানেই বিতর্ক দেখছে ।’’

আরও পড়ুন: অশোক ভট্টাচার্যর সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদ রাজু বিস্তার, রাজনৈতিক মহলে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.