দার্জিলিং, 24 জুলাই: ফের রাজ্য়ে মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠল ৷ সালিশি সভায় এক আদিবাসী গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ শিলিগুড়ি বাগডোগরা থানা এলাকায়। পঞ্চায়েত সদস্যার সামনেই ওই নির্যাতিতার সঙ্গে এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে ৷ সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মালদার রেশ কাটতে না-কাটতেই ফের বিবস্ত্র করে মহিলা নির্যাতনের ঘটনা সামনে এল ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। মালদার পাকুয়াহাট, হাওড়ার পাঁচলার পর এবার বাগডোগরায় ওই মহিলাকে সালিশি সভায় ডেকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা মহিলা। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
নির্যাতিতা ওই আদিবাসী মহিলার স্বামী বিশেষভাবে সক্ষম। তিন শিশু ও স্বামীকে নিয়ে দিনমজুরি করে সংসার চালান ওই মহিলা। ঘটনার সূত্রপাত, 19 জুলাই বুধবার। এলাকার বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে এলাকার এক মহিলার পরকীয়া সম্পর্ক রয়েছে এই অভিযোগে এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ে সালিশি সভা বসে। সেই সময় প্রদীপ সরকারের স্ত্রী গৌরী সরকারের সঙ্গে হাতাহাতি হয়। দু'পক্ষকে ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই নির্যাযিতা মহিলাও। নির্যাততা মহিলা গৌরী সরকারের ঘনিষ্ঠ বান্ধবী। ঘটনার পরদিন ওই ঘটনা নিয়ে ফের সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সেই সালিশি সভায় নির্যাতিতা মহিলা উপস্থিত হতেই তাঁর উপর চড়াও হয় লোকজন।
সভায় সমস্ত মানুষের সামনেই তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় তাঁর পরনের কাপড়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা বুলবুলি সিং। কিন্তু তারাও কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। কোনও মতে নির্যাতিতা মহিলা সেখান থেকে বাড়ি ফেরেন বলে দাবি। চিকিৎসার পর রবিবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে পালটা অভিযোগও দায়ের হয়েছে ৷ নির্যাতিতা মহিলা বলেন, "আমাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়েছে। সালিশি সভায় উপস্থিত বেশ কিছু পুরুষ মানুষও মারধর করেছে। এখন অভিযোগ করার পর আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: মণিপুর আর এরাজ্যে নারী নির্যাতনের ঘটনা এক নয়, মন্তব্য বিমানের
পঞ্চায়েত সদস্যা বুলবুলি সিং বলেন, "মারধর বা হাতাহাতি হয়েছে ঠিকই। তবে বিবস্ত্র করে মারধর করা হয়নি। বাকিটা পুলিশ তদন্ত করে দেখুক।" শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্র কুমার বলেন, "লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।"