কার্সিয়াং, 1 জুন: সম্প্রতি কার্সিয়াংয়ে কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ আর এতেই আতঙ্কে পাহাড়ের ব্যবসায়ীরা ৷ যে কারণে কার্সিয়াংয়ে এক সপ্তাহের জন্য অত্যাবশ্যকীয় পণ্যও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা । 3 থেকে 9 জুন পর্যন্ত কার্সিয়াংয়ে কোনও অত্যাবশ্যকীয় পণ্যও পাওয়া যাবে না ৷
কার্সিয়াংয়ে কোরোনা আক্রান্তের খোঁজ মিলতেই রবিবার গোর্খা জনমুক্তি মোর্চার ব্যবসায়ী সংগঠনের তরফে একটি বৈঠক হয় । তাতে সবজি, ফল, মাছ, মাংসের মতো অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে । আতঙ্কিত কার্সিয়াংয়ের বাসিন্দারা দোকান খোলা থাকলে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কাই করছেন । যদিও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান সব বন্ধ থাকলে মানুষের সমস্যা আরও বাড়বে । এ বিষয়ে প্রশাসনের অনুমতি রয়েছে কি না জানতে চাওয়া হলে ব্যবসায়ী সংগঠনের সভাপতি অজয় প্রধান বলেন, "এটা ধর্মঘট নয় । এটা কোভিড -19 রোগ । দোকান খোলা থাকলে সংক্রমণের আশঙ্কা রয়েছে ৷ মাঝে দুটো দিন সময় রয়েছে ৷ এই সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাখলে সমস্য়া হওয়ার কথা নয় ৷"
লকডাউন চললেও 28 মে-র আগে কার্সিয়াংয়ে কোরোনা আক্রান্তের হদিস মেলেনি । কিন্তু এরপরই ছবিটা বদলে যায় । কার্সিয়াংয়ে দু'জন এবং সোনাদায় দু'জনের কোভিড-19 পজ়িটিভের খোঁজ মেলে । কোরোনা সতর্কতার অঙ্গ হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।