শিলিগুড়ি, 17 সেপ্টেম্বর: তিনধারিয়ার এবং রংটং-এর মধ্যবর্তী এলাকায় গতকাল ধস নামে (Landslide at Tindharia) । ধস নামে 55 নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়কের বাম দিকের একটা বড় অংশ ধস গিয়ে টয়ট্রেনের লাইনের ওপর পড়েছে। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে টয়ট্রেন (Toy Train) লাইন। ক্ষতিগ্রস্ত হয়েছে লাইনের একটা অংশ। স্বাভাবিকভাবেই এনজেপি-দার্জিলিং টয়ট্রেন (NJP-Darjeeling Toy Train) পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway) কর্তৃপক্ষ।
সেক্ষেত্রে পুজোর মুখেই ফের একবার বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আপাতত পরিস্থিতি দেখে 25 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে পরিষেবা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ধস নেমেছিল তিনধারিয়া এবং রংটং-এর মধ্যেবর্তী 17 মাইল এলাকায়। যার জেরে 1 সেপ্টেম্বর থেকে একটানা 12 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। ধস সরিয়ে লাইন মেরামত করে 13 সেপ্টেম্বর থেকে নতুন করে এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের তরফে।
যদিও ফের বাধা পড়ল ধসের জেরে। আরও একবার ধসের জেরে থমকে গেল টয়ট্রেনের চাকা। সম্প্রতি ধসের জেরে 12 দিন এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকায় প্রায় 8 লক্ষ টাকা ক্ষতি হয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের। এবার ফের একবার ক্ষতির মুখে পড়তে চলেছে টয়ট্রেন। কারণ এবার ফের একবার অন্তত নয় দিনের জন্য টয়ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: 12 দিন পর ফের চালু টয়ট্রেন পরিষেবা
এবিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের ডিরেক্টর একে মিশ্রা জানান, "জাতীয় সড়কের একটা অংশ ধসে যাওয়ায় টয়ট্রেন লাইন অবরুদ্ধ হয়েছে। 25 সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা স্থগিত থাকবে। ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আগামী 26 সেপ্টেম্বর থেকে ফের এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করা হবে।"