ETV Bharat / state

দার্জিলিঙে গাড়িতে ধাক্কা টয়ট্রেনের - TOY TRAIN

দার্জিলিঙের ডালি এলাকায় একটি গাড়িতে ধাক্কা মারল টয়ট্রেন ।

টয়ট্রেন ও গাড়ির ধাক্কা
author img

By

Published : May 6, 2019, 7:33 PM IST

দার্জিলিং, 6 মে : গাড়িতে ধাক্কা মারল টয়ট্রেন । দার্জিলিঙের ডালি এলাকার ঘটনা ।

ঘুম থেকে দার্জিলিং যাওয়ার পথে আজ সকালে একটি গাড়িতে ধাক্কা মারে টয়ট্রেন । ফলে 55 নম্বর জাতীয় সড়ক হিলকার্ট রোডে তীব্র যানজট তৈরি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে RPF ও পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ টয়ট্রেনটি ঘুম থেকে দার্জিলিং যাওয়ার সময় লাল রঙের একটি গাড়িতে ধাক্কা মারে । গাড়িটি রেল ট্র্যাকে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে । এর ফলে টয়ট্রেনটি লাইনচ্যুত হয় । অনিতা শর্মা নামে এক পর্যটক বলেন, "আজকের ঘটনায় আমাদের টুরটি বাতিল হয়েছে । তাই আমরা দুঃখিত ।"

উত্তর-পূর্ব সীমান্ত রেলের ADRF পার্থপ্রতিম রায় বলেন, কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে ।

দার্জিলিং, 6 মে : গাড়িতে ধাক্কা মারল টয়ট্রেন । দার্জিলিঙের ডালি এলাকার ঘটনা ।

ঘুম থেকে দার্জিলিং যাওয়ার পথে আজ সকালে একটি গাড়িতে ধাক্কা মারে টয়ট্রেন । ফলে 55 নম্বর জাতীয় সড়ক হিলকার্ট রোডে তীব্র যানজট তৈরি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে RPF ও পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ টয়ট্রেনটি ঘুম থেকে দার্জিলিং যাওয়ার সময় লাল রঙের একটি গাড়িতে ধাক্কা মারে । গাড়িটি রেল ট্র্যাকে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে । এর ফলে টয়ট্রেনটি লাইনচ্যুত হয় । অনিতা শর্মা নামে এক পর্যটক বলেন, "আজকের ঘটনায় আমাদের টুরটি বাতিল হয়েছে । তাই আমরা দুঃখিত ।"

উত্তর-পূর্ব সীমান্ত রেলের ADRF পার্থপ্রতিম রায় বলেন, কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে ।

Intro:দার্জিলিংয়ের গাড়িকে ধাক্কা টয়ট্রেনের, তীব্র যানজট
দার্জিলিং : গাড়িকে ধাক্কা টয়ট্রেনের। সোমবার বিকেলে দার্জিলিংয়ের ডালির কাছে ঘটনা। ঘুম থেকে দার্জিলিং রেলস্টেশনের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে । এরফলে ৫৫ নম্বর জাতীয় সড়ক হিলকার্ট রোডে তীব্র যানজট হয় ।আরপিএফ ও পুলিশের চেষ্টায় প্রায় ঘন্টা খানেক পর ক্ষ্তিগ্রস্ত গাড়িটিকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। Body:প্রতক্ষ্যদর্শিরা জানিয়েছেন, এদিন স্টিম ইঞ্জিনের টয়ট্রেনের জয়রাইড ঘুম থেকে দার্জিলিং যাওয়ার সময় ঘটনা । লাল রংয়ের একটি নতুন গাড়ি রাস্তায় বের করার সময় টয়ট্রেনের ইঞ্জিনা গাড়িটিকে ধাক্কা মারে । এরফলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় । তবে এঘটনায় কেউ জখম হয়নি । Conclusion:পাহাড়ে এরআগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে টয়ট্রেন। লাইনচ্যুত হওয়া থেকে শুরু করে গাড়িকে ধাক্কা -ঘটেছে একাধিকবার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.