ETV Bharat / state

পাহাড়ে ফের 'পর্যটক কর'! দার্জিলিং ঘুরতে গেলে এবার লাগবে মাথাপিছু 20 টাকা

Tourist Tax in Darjeeling: দার্জিলিং ভ্রমণে এবার আপনার পকেট থেকে খসবে বাড়তি 20 টাকা ৷ মাথাপিছু এই টাকা নেওয়া হবে ট্যুরিস্ট ট্যাক্স হিসেবে ৷ এই বিষয়ে কী বলছে দার্জিলিং পৌরসভা ?

Etv Bharat
দার্জিলিং ঘুরতে গেলে পর্যটকদের এবার দিতে হবে মাথাপিছু 20 টাকা ট্যুরিস্ট ট্যাক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 7:36 AM IST

Updated : Nov 28, 2023, 8:23 AM IST

দার্জিলিং, 28 নভেম্বর: সাত বছর বাদে পাহাড়ে ফের লাগু হতে চলেছে 'ট্যুরিস্ট ট্যাক্স'। এবার থেকে দার্জিলিংয়ে ঘুরতে গেলে পর্যটকদের মাথাপিছু 20 টাকা গুনতে হবে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা । ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার তরফে । সেই কর বা ট্যাক্স আদায়ের জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাহাড়ের হোটেলগুলিকে । আর পৌরসভার এই সিদ্ধান্তে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন হোটেল মালিক থেকে ট্যুর অপারেটররা । হতাশ পর্যটকমহলও ।

যদিও পৌরসভার দাবি, এই কর নতুন কিছু নয় । আগেও এই কর আদায় করা হত পর্যটকদের থেকে । মূলত পাহাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই ওই কর আদায় করা হবে বলে ।

Tourist Tax in Darjeeling
ট্যুরিস্ট ট্যাক্সের চালান ও পৌরসভার নোটিশ

এই বিষয়ে দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন, "জিএনএলএফের সময় থেকে এই কর আদায় করা হত । বিমল গুরুং ক্ষমতায় থাকাকালীনও এই কর লাগু ছিল ৷ মাঝে কয়েকটা বছর এই কর আদায় বন্ধ ছিল ৷ এখন তা আবার চালু করা হল । মূলত ন্যূনতম পরিষেবা ও সাফাইয়ের জন্য এই কর আদায় করা হবে । কারণ সাফাই ও জঞ্জাল অপসারণের জন্য বিপুল অর্থ খরচ হয় পৌরসভার ।"

দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ খান্নার কথায়, "আমাদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই করেনি পৌরসভা । কীভাবে এই কর আদায় হবে সেই বিষয়ে আমরা কিছু জানি না । আর এই করের জন্য আমরা পর্যটকদের চাপও দিতে চাইছি না ৷"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের বক্তব্য, "এই কর নতুন নয় ঠিকই । কিন্তু এই ট্যাক্স আদায়ের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি । আমাদের সঙ্গে আলোচনা করলে ভালো হত ।"

Tourist Tax in Darjeeling
হোটেলগুলি থেকে ট্যুরিস্ট ট্যাক্স আদায় করার বিজ্ঞপ্তি

জানা গিয়েছে, 25 লক্ষ টাকায় ওই কর আদায়ের জন্য টেন্ডার ডেকেছিল দার্জিলিং পৌরসভা । এরপর 28 লক্ষ 25 হাজার টাকায় ওই টেন্ডারের বরাত পান লামাহাটার বাসিন্দা কমল মোক্তান ৷ মূলত হোটেলগুলি থেকে ওই কর আদায়ের জন্য জানানো হয়েছে । পাঁচ বছরের নীচে শিশুদের জন্য কর লাগবে না । কর আদায়কারীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র পরতে হবে । আগে ওই কর ছিল মাথাপিছু 10 টাকা । এবার তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে ।

আরও পড়ুন :

1 শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা

2 বিপর্যয়ের মাঝে স্বস্তি! মরশুমের শুরুতেই তুষারপাত সিকিমে

3 সিকিমের বানে উদ্বেগে শৈলরানি, ফের ধাক্কা দার্জিলেঙের পর্যটন ব্যবসায় !

দার্জিলিং, 28 নভেম্বর: সাত বছর বাদে পাহাড়ে ফের লাগু হতে চলেছে 'ট্যুরিস্ট ট্যাক্স'। এবার থেকে দার্জিলিংয়ে ঘুরতে গেলে পর্যটকদের মাথাপিছু 20 টাকা গুনতে হবে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা । ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার তরফে । সেই কর বা ট্যাক্স আদায়ের জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পাহাড়ের হোটেলগুলিকে । আর পৌরসভার এই সিদ্ধান্তে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন হোটেল মালিক থেকে ট্যুর অপারেটররা । হতাশ পর্যটকমহলও ।

যদিও পৌরসভার দাবি, এই কর নতুন কিছু নয় । আগেও এই কর আদায় করা হত পর্যটকদের থেকে । মূলত পাহাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই ওই কর আদায় করা হবে বলে ।

Tourist Tax in Darjeeling
ট্যুরিস্ট ট্যাক্সের চালান ও পৌরসভার নোটিশ

এই বিষয়ে দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন, "জিএনএলএফের সময় থেকে এই কর আদায় করা হত । বিমল গুরুং ক্ষমতায় থাকাকালীনও এই কর লাগু ছিল ৷ মাঝে কয়েকটা বছর এই কর আদায় বন্ধ ছিল ৷ এখন তা আবার চালু করা হল । মূলত ন্যূনতম পরিষেবা ও সাফাইয়ের জন্য এই কর আদায় করা হবে । কারণ সাফাই ও জঞ্জাল অপসারণের জন্য বিপুল অর্থ খরচ হয় পৌরসভার ।"

দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিনোদ খান্নার কথায়, "আমাদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই করেনি পৌরসভা । কীভাবে এই কর আদায় হবে সেই বিষয়ে আমরা কিছু জানি না । আর এই করের জন্য আমরা পর্যটকদের চাপও দিতে চাইছি না ৷"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের বক্তব্য, "এই কর নতুন নয় ঠিকই । কিন্তু এই ট্যাক্স আদায়ের বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি । আমাদের সঙ্গে আলোচনা করলে ভালো হত ।"

Tourist Tax in Darjeeling
হোটেলগুলি থেকে ট্যুরিস্ট ট্যাক্স আদায় করার বিজ্ঞপ্তি

জানা গিয়েছে, 25 লক্ষ টাকায় ওই কর আদায়ের জন্য টেন্ডার ডেকেছিল দার্জিলিং পৌরসভা । এরপর 28 লক্ষ 25 হাজার টাকায় ওই টেন্ডারের বরাত পান লামাহাটার বাসিন্দা কমল মোক্তান ৷ মূলত হোটেলগুলি থেকে ওই কর আদায়ের জন্য জানানো হয়েছে । পাঁচ বছরের নীচে শিশুদের জন্য কর লাগবে না । কর আদায়কারীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র পরতে হবে । আগে ওই কর ছিল মাথাপিছু 10 টাকা । এবার তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে ।

আরও পড়ুন :

1 শীত পড়তেই এলাকায় আসছে ভিনদেশি পাখি, পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা

2 বিপর্যয়ের মাঝে স্বস্তি! মরশুমের শুরুতেই তুষারপাত সিকিমে

3 সিকিমের বানে উদ্বেগে শৈলরানি, ফের ধাক্কা দার্জিলেঙের পর্যটন ব্যবসায় !

Last Updated : Nov 28, 2023, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.