ETV Bharat / state

পাহাড়ে অসময়ে তুষারপাত, খুশি পর্যটকরা

author img

By

Published : Feb 26, 2020, 12:10 PM IST

আজ সকাল থেকে শুটাইগার হিল, লোধমা ও সুখিয়াপোখরি এলাকাগুলিতে শুরু হয়েছে তুষারপাত ৷ অসময়ের এই তুষারপাতে খুশি পর্যটকরা ৷

পাহাড়ে অসময়ে তুষারপাত
পাহাড়ে অসময়ে তুষারপাত

দার্জিলিং, 26 ফেব্রুয়ারি : অসময়ে তুষারপাত ৷ আজ সকাল থেকেই ঘুমসহ দার্জিলিঙের পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাত শুরু হয় ৷ এর ফলে ফের ঠান্ডা পড়তে শুরু করল পাহাড়ে ৷

ঘুম-জোড়বাংলো ছাড়াও টাইগার হিল, লোধমা ও সুখিয়াপোখরি থানা এলাকার বিভিন্ন এলাকায় তুষারপাত হয়েছে ৷ সকাল ন'টায় শুরু হয় তুষারপাত ৷ অন্তত 15 মিনিট চলে এই তুষারপাত ৷

দার্জিলিঙে শুরু তুষারপাত

দু'দিন থেকেই পাহাড়ে অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে ৷ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে তাপমাত্রার পারদ নামলে তুষারপাত হয় ৷ কিন্তু, ফেব্রুয়ারি মাসের শেষে এইভাবে তুষারপাত খুব কমই দেখা যায় ৷ এই তুষারপাতকে প্রকৃতির ক্যারিশমা বলেই মনে করছেন পর্যটকরা ৷ অসময়ে হলেও দার্জিলিঙে তুষারপাত দেখে আপ্লুত তারা ৷

দার্জিলিং, 26 ফেব্রুয়ারি : অসময়ে তুষারপাত ৷ আজ সকাল থেকেই ঘুমসহ দার্জিলিঙের পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাত শুরু হয় ৷ এর ফলে ফের ঠান্ডা পড়তে শুরু করল পাহাড়ে ৷

ঘুম-জোড়বাংলো ছাড়াও টাইগার হিল, লোধমা ও সুখিয়াপোখরি থানা এলাকার বিভিন্ন এলাকায় তুষারপাত হয়েছে ৷ সকাল ন'টায় শুরু হয় তুষারপাত ৷ অন্তত 15 মিনিট চলে এই তুষারপাত ৷

দার্জিলিঙে শুরু তুষারপাত

দু'দিন থেকেই পাহাড়ে অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে ৷ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে তাপমাত্রার পারদ নামলে তুষারপাত হয় ৷ কিন্তু, ফেব্রুয়ারি মাসের শেষে এইভাবে তুষারপাত খুব কমই দেখা যায় ৷ এই তুষারপাতকে প্রকৃতির ক্যারিশমা বলেই মনে করছেন পর্যটকরা ৷ অসময়ে হলেও দার্জিলিঙে তুষারপাত দেখে আপ্লুত তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.