দার্জিলিং, 18 মার্চ : সিকিমকে অনুকরণ করল দার্জিলিং-ও । কোরোনা আতঙ্কের জেরে বৃহস্পতিবার থেকে দার্জিলিয়ে ঢুকতে পারবে না পর্যটকরা । 15 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ।
সিকিম অবশ্য কয়েকদিন আগেই পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । এখনও পর্যন্ত যেসব পর্যটক রয়ে গিয়েছেন তাঁরা যাতে অবিলম্বে পাহাড় ছেড়ে চলে যান সেদিকে নজর রাখতে বলা হয়েছে হোটেল, হোমস্টে এবং পর্যটনের সঙ্গে যুক্ত মানুষদের । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আজ দার্জিলিঙে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসন ও টুরিজ়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে বৈঠক করে GTA ।
বৈঠকের পর GTA চেয়ারম্যান অনিত থাপা জানিয়েছেন, এই মুহূর্তে আয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য । তাই নতুন করে বুকিং না নিতে হোটেল, রিসর্ট, হোমস্টেগুলির কাছে আবেদন জানানো হয়েছে । যাঁরা ইতিমধ্যে বুকিং করে ফেলেছেন তাঁদের বুকিং বাতিলের জন্য কোনও চার্জ কাটা হবে না । ট্যাক্সি সহ ভাড়াগাড়ির চালকদের GTA এলাকায় পর্যটকদের নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে । এছাড়া কোরোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
একই সঙ্গে সুকনা, শিমূলবাড়ি সহ যেসব জায়গায় পাহাড়ে ঢোকার এন্ট্রি পয়েন্ট রয়েছে সেগুলিতে নজরদারি বাড়ানোর প্রতি জোর দেওয়ার কথা বলেন তিনি । চা বাগান এবং সিনকোনা প্ল্যান্টেশন এলাকায় কোরোনা প্রতিরোধমূলক সচেতনতা কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে । রাজনৈতিক কর্মসূচি, হাটবাজার বন্ধ থাকবে । 10 জনের বেশি জমায়েত হয় এমন কোনও কর্মসূচি না করার জন্য আবেদন জানান তিনি ।