ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক : নেপাল সীমান্ত পরিদর্শনে পর্যটন মন্ত্রী - corona

জ্বর নিয়ে ভারতে আসার সময় নেপাল সীমান্ত থেকে ফেরত পাঠানো হল বিদেশি নাগরিকদের ।

গৌতম দেব
গৌতম দেব
author img

By

Published : Mar 21, 2020, 5:44 PM IST

Updated : Mar 21, 2020, 6:41 PM IST

শিলিগুড়ি, 21 মার্চ : জ্বর নিয়ে ভারতে আসার সময় নেপাল সীমান্ত থেকে ফেরত পাঠানো হল বিদেশি নাগরিকদের । আজ ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান, এই মুহুর্তে স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলতেই হবে ।

গৌতম দেব বলেন, "নেপাল সীমান্ত পরিদর্শন করেছি । যাঁরা স্ক্রিনিং করছেন, তাঁদের হাতে গ্লাভ্স ছিল না । তাঁদের গ্লাভস পরে স্ক্রিনিং করতে বলা হয়েছে । আমরা সব দিক খতিয়ে দেখছি । যাঁদের জনবিচ্ছিন্ন হতে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই তা মানতে চাইছেন না । এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ।"

নেপাল সীমান্ত পরিদর্শনে পর্যটন মন্ত্রী গৌতম দেব

তিনি আরও বলেন, "সীমান্তে স্ক্রিনিং চলছে । জ্বর নিয়ে যাঁরা এদেশে আসছিলেন, সীমান্তে স্ক্রিনিং করে তাদের ফেরত পাঠিয়ে সেদেশে জনবিচ্ছিন্ন থাকতে বলা হয়েছে । শিলিগুড়ি উত্তর-পূর্বের প্রবেশদ্বার । ফলে এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার । বহু মানুষ দেশের নানা প্রান্ত থেকে আসছেন । বিদেশ থেকেও নাগরিকরা শিলিগুড়িতে ফিরছেন । ফলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানতেই হবে ।"

শিলিগুড়ি, 21 মার্চ : জ্বর নিয়ে ভারতে আসার সময় নেপাল সীমান্ত থেকে ফেরত পাঠানো হল বিদেশি নাগরিকদের । আজ ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান, এই মুহুর্তে স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলতেই হবে ।

গৌতম দেব বলেন, "নেপাল সীমান্ত পরিদর্শন করেছি । যাঁরা স্ক্রিনিং করছেন, তাঁদের হাতে গ্লাভ্স ছিল না । তাঁদের গ্লাভস পরে স্ক্রিনিং করতে বলা হয়েছে । আমরা সব দিক খতিয়ে দেখছি । যাঁদের জনবিচ্ছিন্ন হতে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই তা মানতে চাইছেন না । এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ।"

নেপাল সীমান্ত পরিদর্শনে পর্যটন মন্ত্রী গৌতম দেব

তিনি আরও বলেন, "সীমান্তে স্ক্রিনিং চলছে । জ্বর নিয়ে যাঁরা এদেশে আসছিলেন, সীমান্তে স্ক্রিনিং করে তাদের ফেরত পাঠিয়ে সেদেশে জনবিচ্ছিন্ন থাকতে বলা হয়েছে । শিলিগুড়ি উত্তর-পূর্বের প্রবেশদ্বার । ফলে এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার । বহু মানুষ দেশের নানা প্রান্ত থেকে আসছেন । বিদেশ থেকেও নাগরিকরা শিলিগুড়িতে ফিরছেন । ফলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানতেই হবে ।"

Last Updated : Mar 21, 2020, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.