ETV Bharat / state

North Bengal Tourism : ডেল্টা ভ্যারিয়েন্টের থাবা, উদ্বেগের মাঝেই পুজোর মরসুমের প্রস্তুতি পর্যটন ব্যবসায়ীদের - north bengal tourism industry

পর্যটকদের করোনা টিকার দুটো ডোজ নেওয়া থাকলে পরীক্ষার প্রয়োজন পড়ছে না । করোনা পরীক্ষা এবং টিকা নেওয়ার প্রমাণপত্র মিললে তবেই পর্যটনকেন্দ্রগুলিতে প্রবেশের অনুমতি মিলছে ৷ আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷

North Bengal Tourism
North Bengal Tourism
author img

By

Published : Aug 2, 2021, 1:01 PM IST

দার্জিলিং, 2 অগস্ট : উত্তরবঙ্গে থাবা বসিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ইউকে স্ট্রেন । যার ফলে উদ্বেগে রয়েছে পর্যটনমহল । কল্যাণীর জিনোমিক্সের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে 16 জন করোনার সংক্রমিত রোগীর শরীরে ডেল্টা এবং ইউকে স্ট্রেনের খোঁজ মিলেছে । যার মধ্যে সাতজন দার্জিলিংয়ের জেলার বাসিন্দা । এই রিপোর্ট মে মাসের হলেও আতঙ্ক কমছে না উত্তরের পর্যটন মহলে । ডেল্টা এবং ইউকে স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা বেশি হওয়ায় উদ্বিগ্ন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা । একরাশ উদ্বেগের মাঝেই পুজোর মরসুমকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা ৷

নতুন স্ট্রেনের পাশাপাশি তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকেও মাথায় রাখতে হচ্ছে ৷ পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় ৷ তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর ৷ সংক্রমণ যাতে কোনওভাবেই পর্যটন শিল্পের উপর প্রভাব না ফেলে তার জন্য অতিরিক্ত অস্থায়ী পরীক্ষাকেন্দ্র বসিয়েছে স্বাস্থ্য দফতর । পর্যটকদের জন্য রাখা হয়েছে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা । দার্জিলিংয়ের সুখিয়াপোখরি, রোহিনী, রংপু, কার্শিয়াং, শুকনার মতো জায়গায় হচ্ছে পর্যটকদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট । পাশাপাশি কালিম্পং এবং সিকিম সীমান্ত মাল্লিতেও রয়েছে একই ব্যবস্থা ।

তবে পর্যটকদের করোনা টিকার দুটো ডোজ নেওয়া থাকলে পরীক্ষার প্রয়োজন পড়ছে না । করোনা পরীক্ষা এবং টিকা নেওয়ার প্রমাণপত্র মিললে তবেই পর্যটনকেন্দ্রগুলিতে প্রবেশের অনুমতি মিলছে ৷ আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷ কারণ পর্যটকরা নিজেদের সুরক্ষিত মনে না করলে বেড়াতে যাবে না ৷ তাই ডেল্টা এবং ইউকে স্ট্রেনের উদ্বেগ থাকলেও পুজোর মরসুমের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা ।

উদ্বেগের মাঝেই পুজোর মরসুমের প্রস্তুতি শুরু পর্যটন ব্যবসায়ীদের

আরও পড়ুন : জ্বালানির মূল্যবৃদ্ধি, খাঁড়ার ঘা উত্তরের পর্যটন শিল্পে

এই বিষয়ে হিমালায়ান হসপিটালিটি ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমরা যথেষ্ট আতঙ্কিত । করোনার নতুন স্ট্রেন যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে পর্যটনমহলে । তবে স্বাস্থ্যবিধি মেনে চললে সেরকম চিন্তার কিছু নেই ।"

সংস্থার আরেক সদস্য সাধন রায় বলেন, "আমরা যথেষ্ট আতঙ্কিত । তবে রাজ্য সরকারের তরফে জারি করা স্বাস্থ্য বিধি অনুযায়ী পর্যটকরা আসলে সেই অর্থে সংক্রমণের কোনওরকম সম্ভাবনা থাকবে না ।"

ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, "আমরা নতুন স্ট্রেন ধরা পড়ায় যথেষ্ট উদ্বিগ্ন । তবে স্বাস্থ্যবিধি লাগু করা নিয়েও যথেষ্ট কড়া ব্যবস্থা রয়েছে । পর্যটকদের জন্য ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে শুরু করে হোটেলে স্যানিটাইজেশন পর্যন্ত সবগুলোই পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে করা হচ্ছে । ফলে সেরকম চিন্তার কিছু নেই ।"

দার্জিলিং, 2 অগস্ট : উত্তরবঙ্গে থাবা বসিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ইউকে স্ট্রেন । যার ফলে উদ্বেগে রয়েছে পর্যটনমহল । কল্যাণীর জিনোমিক্সের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে 16 জন করোনার সংক্রমিত রোগীর শরীরে ডেল্টা এবং ইউকে স্ট্রেনের খোঁজ মিলেছে । যার মধ্যে সাতজন দার্জিলিংয়ের জেলার বাসিন্দা । এই রিপোর্ট মে মাসের হলেও আতঙ্ক কমছে না উত্তরের পর্যটন মহলে । ডেল্টা এবং ইউকে স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা বেশি হওয়ায় উদ্বিগ্ন পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা । একরাশ উদ্বেগের মাঝেই পুজোর মরসুমকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা ৷

নতুন স্ট্রেনের পাশাপাশি তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকেও মাথায় রাখতে হচ্ছে ৷ পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় ৷ তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর ৷ সংক্রমণ যাতে কোনওভাবেই পর্যটন শিল্পের উপর প্রভাব না ফেলে তার জন্য অতিরিক্ত অস্থায়ী পরীক্ষাকেন্দ্র বসিয়েছে স্বাস্থ্য দফতর । পর্যটকদের জন্য রাখা হয়েছে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা । দার্জিলিংয়ের সুখিয়াপোখরি, রোহিনী, রংপু, কার্শিয়াং, শুকনার মতো জায়গায় হচ্ছে পর্যটকদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট । পাশাপাশি কালিম্পং এবং সিকিম সীমান্ত মাল্লিতেও রয়েছে একই ব্যবস্থা ।

তবে পর্যটকদের করোনা টিকার দুটো ডোজ নেওয়া থাকলে পরীক্ষার প্রয়োজন পড়ছে না । করোনা পরীক্ষা এবং টিকা নেওয়ার প্রমাণপত্র মিললে তবেই পর্যটনকেন্দ্রগুলিতে প্রবেশের অনুমতি মিলছে ৷ আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷ কারণ পর্যটকরা নিজেদের সুরক্ষিত মনে না করলে বেড়াতে যাবে না ৷ তাই ডেল্টা এবং ইউকে স্ট্রেনের উদ্বেগ থাকলেও পুজোর মরসুমের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা ।

উদ্বেগের মাঝেই পুজোর মরসুমের প্রস্তুতি শুরু পর্যটন ব্যবসায়ীদের

আরও পড়ুন : জ্বালানির মূল্যবৃদ্ধি, খাঁড়ার ঘা উত্তরের পর্যটন শিল্পে

এই বিষয়ে হিমালায়ান হসপিটালিটি ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "আমরা যথেষ্ট আতঙ্কিত । করোনার নতুন স্ট্রেন যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে পর্যটনমহলে । তবে স্বাস্থ্যবিধি মেনে চললে সেরকম চিন্তার কিছু নেই ।"

সংস্থার আরেক সদস্য সাধন রায় বলেন, "আমরা যথেষ্ট আতঙ্কিত । তবে রাজ্য সরকারের তরফে জারি করা স্বাস্থ্য বিধি অনুযায়ী পর্যটকরা আসলে সেই অর্থে সংক্রমণের কোনওরকম সম্ভাবনা থাকবে না ।"

ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, "আমরা নতুন স্ট্রেন ধরা পড়ায় যথেষ্ট উদ্বিগ্ন । তবে স্বাস্থ্যবিধি লাগু করা নিয়েও যথেষ্ট কড়া ব্যবস্থা রয়েছে । পর্যটকদের জন্য ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে শুরু করে হোটেলে স্যানিটাইজেশন পর্যন্ত সবগুলোই পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে করা হচ্ছে । ফলে সেরকম চিন্তার কিছু নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.