ETV Bharat / state

NRC তালিকায় নামছুট গোর্খাদের খোঁজে অসম যাবে তৃণমূল - শিলিগুড়ি

কিছুদিন আগে অসমে NRC-র তালিকা প্রকাশ করেছে কেন্দ্র ৷ সেই তালিকায় নাম নেই গোর্খা সম্প্রদায়ের অনেকেরই ৷ পরিস্থিতি দেখতে অসমে যান বিনয় তামাং এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ৷ এবার একই ইশুতে অসমে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলে জানালেন গৌতমবাবু ৷

গৌতম দেব
author img

By

Published : Sep 17, 2019, 5:44 PM IST

শিলিগুড়ি, 17 সেপ্টেম্বর: NRC- তে যে সমস্ত গোর্খাদের নাম ওঠেনি, তাঁদের খোঁজে আসাম যাবে তৃণমূল নেতৃত্ব । আজ একথা জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷

কিছুদিন আগে অসমে NRC প্রকাশ হয়েছে ৷ সেই তালিকায় নাম নেই অসমে বসবাসকারী গোর্খা সম্প্রদায়ের অনেকের ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে যান মোর্চা নেতা বিনয় তামাং এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ৷ এবার একই ইশুতে অসমে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ এ কথা জানালেন গৌতমবাবু ৷

গৌতমবাবু বলেন, " NRC-এর জন্য পাহাড়ের প্রায় দেড় লাখ গোর্খার নাম বাদ গেছে ৷ এই পরিস্থিতিতে আমরা আন্দোলনে যাচ্ছি । কালিম্পঙে নাগরিক কনভেনশন হবে । দার্জিলিংয়ে আন্দোলন হবে ।"

তিনি আরও বলেন, "বাংলায় NRC চালু করতে দেব না । পাহাড়ে এনিয়ে আন্দোলন করতে কমিটি গঠন করেছি । পাহাড়ে দলের নেতা এল বি খাওয়াস ছাড়াও তিন বিশিষ্ট আইনজীবীকে কমিটিতে রাখা হয়েছে । এই কমিটি দ্রুত অসমে যাবে । সেখান NRC -তে নাম ওঠেনি এমন গোর্খাদের সঙ্গে কথাও বলা হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশে মিরিকে একাধিক উন্নয়নের কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে । নতুন নতুন স্পট খুঁজে পরিকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।"

শিলিগুড়ি, 17 সেপ্টেম্বর: NRC- তে যে সমস্ত গোর্খাদের নাম ওঠেনি, তাঁদের খোঁজে আসাম যাবে তৃণমূল নেতৃত্ব । আজ একথা জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷

কিছুদিন আগে অসমে NRC প্রকাশ হয়েছে ৷ সেই তালিকায় নাম নেই অসমে বসবাসকারী গোর্খা সম্প্রদায়ের অনেকের ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে যান মোর্চা নেতা বিনয় তামাং এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ৷ এবার একই ইশুতে অসমে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ এ কথা জানালেন গৌতমবাবু ৷

গৌতমবাবু বলেন, " NRC-এর জন্য পাহাড়ের প্রায় দেড় লাখ গোর্খার নাম বাদ গেছে ৷ এই পরিস্থিতিতে আমরা আন্দোলনে যাচ্ছি । কালিম্পঙে নাগরিক কনভেনশন হবে । দার্জিলিংয়ে আন্দোলন হবে ।"

তিনি আরও বলেন, "বাংলায় NRC চালু করতে দেব না । পাহাড়ে এনিয়ে আন্দোলন করতে কমিটি গঠন করেছি । পাহাড়ে দলের নেতা এল বি খাওয়াস ছাড়াও তিন বিশিষ্ট আইনজীবীকে কমিটিতে রাখা হয়েছে । এই কমিটি দ্রুত অসমে যাবে । সেখান NRC -তে নাম ওঠেনি এমন গোর্খাদের সঙ্গে কথাও বলা হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশে মিরিকে একাধিক উন্নয়নের কর্মকাণ্ড হাতে নেওয়া হচ্ছে । নতুন নতুন স্পট খুঁজে পরিকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।"

Intro:নামছুট গোর্খাদের খোঁজে আসাম যাবে তৃণমূল। ইতিমধ্যেই অসমে এন আর সি ছুট গোর্খাদের পরিস্থিতি দেখতে অসমে গিয়েছেন বিনয় তামাং এবং দার্জিলিং এর সংসদ রাজু বিস্তা। এবার একই ইস্যুতে অসমে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখবে তৃণমুল কংগ্রেসের প্রতিনিধি দল।


Body:মিরিকে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান এবং এর সি পরিস্থিতির জেরে পাহাড়ের প্রায় দেড় লাখ গোর্খা র নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে আমরা আন্দোলনে যাচ্ছি। কালিম্পঙে নাগরিক কনভেনশন হবে। দার্জিলিংয়ে আন্দোলন হবে।
এদিন মন্ত্রী গৌতম দেব বলেন বাংলায় এন আর সি চালু করতে দেব না। পাহাড়ে আন্দোলন করতে কমিটি গঠন করেছি। পাহাড়ে দলের নেতা এল বি খাওয়াস ছাড়াও তিন বিশিষ্ট আইনজীবীকে কমিটিতে রাখা হয়েছে। এই কমিটি দ্রুত অসমে যাবে। সেখানে এন আর সি তে নাম ওঠেনি এমন গোর্খাদের সাথে কথাও বলবে।

এদিন মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মিরিকে একাধিক উন্নয়নের কর্মকান্ড হাতে নেওয়া হচ্ছে। নতুন নতুন স্পট খুঁজে পরিকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.