ETV Bharat / state

GTA Election 2022 : মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং - তৃণমূল প্রার্থী বিনয় তামাং

জিটিএ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিনয় তামাং (GTA Election 2022)৷ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পাহাড়ে নির্বাচনে জয় নিয়ে আশাবাদী তিনি ৷

GTA Election 2022
মনোনয়ন জমা দিলেন বিনয় তামাং
author img

By

Published : Jun 2, 2022, 6:50 PM IST

দার্জিলিং, 2 জুন : বিনয় তামাংকে মুখ করেই পাহাড়ে জিটিএ নির্বাচনের ময়দানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার জিটিএ নির্বাচনে মনোনয়ন জমা দেন বিনয় তামাং (TMC Leader Binoy Tamang submitted his nomination in GTA Election)। তিনি-সহ আরও চারজন এদিন দার্জিলিং মহকুমা আসন থেকে মনোনয়ন জমা দেন । 2012 সালে শেষ জিটিএ নির্বাচনে দার্জিলিংয়ের ব্লুমফিল্ড রেশিহাট থেকে লড়েছিলেন । সেবার অবশ্য গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে লড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান । আর দ্বিতীয় জিটিএ নির্বাচনেও ওই পুরনো আসন থেকেই লড়াইয়ে নামলেন বিনয় তামাং । প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় নিয়ে আশাবাদী তিনি ৷

দার্জিলিং পৌরসভা নির্বাচনের মতো জিটিএ নির্বাচনেও দশটি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস । তবে কারও সঙ্গে কোনওরকম জোট বা আসন সমঝোতায় যাচ্ছে না শাসকদল । এককভাবেই ওই আসনগুলিতে লড়াই করবে তারা ।

আরও পড়ুন : GTA Election : শাসকদলের সঙ্গে জোট নয়, জিটিএ নির্বাচনে 'একলা চল' নীতি অনিত থাপার দলের

প্রায় দশ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন হতে চলেছে । গত জিটিএ নির্বাচনে বিমল গুরুং আর গোর্খা জনমুক্তি মোর্চার তৎকালীন সেকেন্ড ইন কমান্ড বিনয় তামাং হেভিওয়েট প্রার্থী হলেও এবার পাহাড়ের রাজনৈতিক সমীকরণ অনেকটাই আলাদা । আর এবার বিনয় তামাংয়ের রাজনৈতিক দলও আলাদা । মোর্চা জিটিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার বিরুদ্ধে রয়েছে একদা তার ছায়াসঙ্গী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । লড়াইয়ে থাকছে হামরো পার্টিও । এবার অন্তত জিটিএ নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

বিনয় তামাংকে শাসকদল এবারের নির্বাচনে মুখ করলেও আদতে অনিত থাপাদের সঙ্গে একটি নির্বাচন পরবর্তী সমঝোতা বা জোট হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে । জিটিএতে প্রশাসক থাকাকালীন চেয়ারম্যান হিসেবে বিনয় তামাং কাজ সামলেছেন । সেই সময়ে জিটিএ'র ভাইস চেয়ারম্যান ছিলেন অনিত থাপা । যার ফলে দু'জনের মধ্যে একটা ভাল বোঝাপড়া রয়েছে । আর সেটাকেই এবার হাতিয়ার করে জিটিএ'তে ক্ষমতায় টিকে থাকতে চাইছে শাসকদল । অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি একমাত্র 45টি আসনে লড়াইয়ে নেমেছে । আর মাত্র দশটি আসনে লড়াইয়ে নেমেছে ঘাসফুল ।

মনোনয়ন জমা দিয়ে জিটিএ নির্বাচনে তৃণমূল প্রার্থী বিনয় তামাং

আরও পড়ুন : GTA election Preparation: জিটিএ নির্বাচনের প্রস্তুতি শুরু, মুখ্য নির্বাচনী আধিকারিক দার্জিলিঙের জেলাশাসক

দলীয় সূত্রে খবর, যে দশটি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই আসনগুলিতে কিছুটা ব্যাকফুটে রয়েছে অনিত থাপা । সেসব জায়গায় বিনয় তামাংয়ের ভাল সমর্থক বা ভোট ব্যাংক রয়েছে । ফলে নির্বাচনের পরে জিটিএতে বোর্ড গড়ার ক্ষেত্রে আসন কম পরলেও সমর্থন করবে শাসকদল তা একপ্রকার পরিষ্কার । যদিও বিনয় তামাং বলেন, "আমি আমার পুরনো আসনেই লড়ছি । সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম । এবার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমি জয়ী হব । আমরা আঞ্চলিক ইস্যুগুলোতে কাজ করতে চাই ।"

এদিন বিনয় তামাংয়ের পাশাপাশি মনোনয়ন জমা দেন পনদম ভুটিয়া বস্তি থেকে প্রার্থী পাসাং ভুটিয়া, সদর 1 সমষ্টি থেকে দেবেন রাই, এনবি খাওয়াস ও দীনেশ গুরুং ।

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

দার্জিলিং, 2 জুন : বিনয় তামাংকে মুখ করেই পাহাড়ে জিটিএ নির্বাচনের ময়দানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার জিটিএ নির্বাচনে মনোনয়ন জমা দেন বিনয় তামাং (TMC Leader Binoy Tamang submitted his nomination in GTA Election)। তিনি-সহ আরও চারজন এদিন দার্জিলিং মহকুমা আসন থেকে মনোনয়ন জমা দেন । 2012 সালে শেষ জিটিএ নির্বাচনে দার্জিলিংয়ের ব্লুমফিল্ড রেশিহাট থেকে লড়েছিলেন । সেবার অবশ্য গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে লড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান । আর দ্বিতীয় জিটিএ নির্বাচনেও ওই পুরনো আসন থেকেই লড়াইয়ে নামলেন বিনয় তামাং । প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় নিয়ে আশাবাদী তিনি ৷

দার্জিলিং পৌরসভা নির্বাচনের মতো জিটিএ নির্বাচনেও দশটি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস । তবে কারও সঙ্গে কোনওরকম জোট বা আসন সমঝোতায় যাচ্ছে না শাসকদল । এককভাবেই ওই আসনগুলিতে লড়াই করবে তারা ।

আরও পড়ুন : GTA Election : শাসকদলের সঙ্গে জোট নয়, জিটিএ নির্বাচনে 'একলা চল' নীতি অনিত থাপার দলের

প্রায় দশ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন হতে চলেছে । গত জিটিএ নির্বাচনে বিমল গুরুং আর গোর্খা জনমুক্তি মোর্চার তৎকালীন সেকেন্ড ইন কমান্ড বিনয় তামাং হেভিওয়েট প্রার্থী হলেও এবার পাহাড়ের রাজনৈতিক সমীকরণ অনেকটাই আলাদা । আর এবার বিনয় তামাংয়ের রাজনৈতিক দলও আলাদা । মোর্চা জিটিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার বিরুদ্ধে রয়েছে একদা তার ছায়াসঙ্গী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । লড়াইয়ে থাকছে হামরো পার্টিও । এবার অন্তত জিটিএ নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

বিনয় তামাংকে শাসকদল এবারের নির্বাচনে মুখ করলেও আদতে অনিত থাপাদের সঙ্গে একটি নির্বাচন পরবর্তী সমঝোতা বা জোট হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে । জিটিএতে প্রশাসক থাকাকালীন চেয়ারম্যান হিসেবে বিনয় তামাং কাজ সামলেছেন । সেই সময়ে জিটিএ'র ভাইস চেয়ারম্যান ছিলেন অনিত থাপা । যার ফলে দু'জনের মধ্যে একটা ভাল বোঝাপড়া রয়েছে । আর সেটাকেই এবার হাতিয়ার করে জিটিএ'তে ক্ষমতায় টিকে থাকতে চাইছে শাসকদল । অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি একমাত্র 45টি আসনে লড়াইয়ে নেমেছে । আর মাত্র দশটি আসনে লড়াইয়ে নেমেছে ঘাসফুল ।

মনোনয়ন জমা দিয়ে জিটিএ নির্বাচনে তৃণমূল প্রার্থী বিনয় তামাং

আরও পড়ুন : GTA election Preparation: জিটিএ নির্বাচনের প্রস্তুতি শুরু, মুখ্য নির্বাচনী আধিকারিক দার্জিলিঙের জেলাশাসক

দলীয় সূত্রে খবর, যে দশটি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে সেই আসনগুলিতে কিছুটা ব্যাকফুটে রয়েছে অনিত থাপা । সেসব জায়গায় বিনয় তামাংয়ের ভাল সমর্থক বা ভোট ব্যাংক রয়েছে । ফলে নির্বাচনের পরে জিটিএতে বোর্ড গড়ার ক্ষেত্রে আসন কম পরলেও সমর্থন করবে শাসকদল তা একপ্রকার পরিষ্কার । যদিও বিনয় তামাং বলেন, "আমি আমার পুরনো আসনেই লড়ছি । সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম । এবার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমি জয়ী হব । আমরা আঞ্চলিক ইস্যুগুলোতে কাজ করতে চাই ।"

এদিন বিনয় তামাংয়ের পাশাপাশি মনোনয়ন জমা দেন পনদম ভুটিয়া বস্তি থেকে প্রার্থী পাসাং ভুটিয়া, সদর 1 সমষ্টি থেকে দেবেন রাই, এনবি খাওয়াস ও দীনেশ গুরুং ।

আরও পড়ুন : Mamata Banerjee: জিটিএ নির্বাচনের ইঙ্গিত, পাহাড়ে শীঘ্রই লাগু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.