শিলিগুড়ি, 4 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের সময় শাসকদলের গুন্ডাদের রুখতে ভগবানের দেওয়া ত্রিশুল, তরোয়াল হাতে তুলে নেওয়ার নিদান দিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে জামিনের মামলার শুনানি নিতে গিয়ে আদালত চত্ত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই কথা জানান তিনি । আর তাঁর ওই বিতর্কিত মন্তব্যর পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে । এর পালটা রাজু বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
2019 সালে শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার তরফে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পরার অভিযোগে মিছিল হয়েছিল। সেই মিছিলের পরে শিলিগুড়ি মহকুমাশাসকদের দফতর ঘেরাও এবং ব্যারিকেড ভেঙে বেশ কিছু সম্পত্তি নষ্ট করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল । মিছিলের পর পুলিশ কমিশনারেটের তরফে রাজু বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল । মূলত এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে সেইসব অভিযোগে জামিনের শুনানিতে উপস্থিত হয়েছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, রাজ্যের শাসকদল বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে চলেছে । 2019 সালের শান্তিপূর্ণ মিছিলের পরেও পুলিশ তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে । পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আবার অরাজকতার সৃষ্টি করবে বলে তিনি দাবি করেন । রাজ্য জুড়ে বোম, বন্দুক উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, "এবার তাদের আটকাতে গেলে ভগবানের দেওয়া অস্ত্র তুলে নিতে । বিশেষ করে মা বোনেদের বলব তরোয়াল, ত্রিশুল তুলে নিন ।"
পালটা রাজু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb) বলেন, "রাজু বন্দ্যোপাধ্যায় কে? কোথায় ছিল? এদের মতো উন্মাদ, পাগলদের কথার কোন উত্তর নেই ৷ এ ধরনের মন্তব্যও অপরাধ । আদালতে জামিন নিতে এসে যদি আরেকটা জামিনের ব্যবস্থা করে তবে ভালো ।"
আরও পড়ুন: পৃথক রাজ্যের ইস্যুতে দিল্লিতে বিজেপির মুখোমুখি বিমল গুরুং, অনন্ত মহারাজ