ETV Bharat / state

TMC on Darjeeling Politics : পাহাড়ে এবার একলা চলো নীতি তৃণমূলের, সিদ্ধান্ত জেলা পর্যালোচনা বৈঠকে - পাহাড়ে এবার থেকে একলা চলো নীতি তৃণমূলের

দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) নির্বাচনের ফল নিয়ে শনিবার পর্যালোচনা বৈঠক করল তৃণমূল কংগ্রেস ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ৷ সেখানে সিদ্ধান্ত হয়েছে, পাহাড়ের পরবর্তী নির্বাচনগুলিতে তৃণমূল একাই লড়াই করবে (TMC Decides to go alone in next elections of Darjeeling) ৷

tmc-decides-to-go-alone-in-next-elections-of-darjeeling
TMC on Darjeeling Politics : পাহাড়ে এবার থেকে একলা চলো নীতি তৃণমূলের, সিদ্ধান্ত দার্জিলিংয়ের পর্যালোচনা বৈঠকে
author img

By

Published : Mar 5, 2022, 4:32 PM IST

শিলিগুড়ি, 5 মার্চ : পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সমঝোতা করতে চায় না তৃণমূল কংগ্রেস ৷ জিটিএ বা আর যে নির্বাচনগুলি হবে, সেখানে একাই লড়তে চায় বাংলার শাসকদল (TMC Decides to go alone in next elections of Darjeeling) ৷ শনিবার দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের (Darjeeling Hill TMC) তরফে পৌরসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক হয় ৷ সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ স্থানীয়স্তরে নেওয়া এই সিদ্ধান্ত দলের শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা পর্যবেক্ষক গৌতম দেব ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পাঠিয়েছেন হিল তৃণমূলের নেতারা ৷

সাম্প্রতিক দার্জিলিং পৌরভোটে জিতেছে হামরো পার্টি ৷ বোর্ড তারাই গড়তে চলেছে ৷ পৌর নির্বাচনে গোটা বাংলায় যখন ঘাসফুল ঝড় হল (TMCs Landslide Victory in Bengal Civic Polls 2022), তখন পাহাড়ে এত খারাপ ফল কেন ? গত বুধবার থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে রাজ্য রাজনীতির অলিন্দে ৷

তবে দার্জিলিং পৌরসভায় তৃণমূলের ফল খারাপ হয়নি বলেই স্থানীয় নেতৃত্বের মত ৷ শনিবার পর্যালোচনা বৈঠকের শেষে এমনই মত প্রকাশ করেছেন হিল তৃণমূলের নেতা বিনয় তামাং (Former GTA Chairman Binay Tamang) ৷ তিনি বলেন, "পাহাড়ে পৌরসভা নির্বাচনের পর 38 শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে । কিন্তু আমরা চাইলে 32টি ওয়ার্ডেই প্রার্থী দিতে পারতাম । কিন্তু নেতৃত্বদের নির্দেশমতো আমরা দশটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছি । দশটি ওয়ার্ডে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি । আমরা সবরকম নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, পাহাড়ের ভোটে এবার কারও সঙ্গে তৃণমূলের খোলাখুলি জোট হয়নি ৷ কিন্তু তৃণমূল যে 10টি আসনে প্রার্থী দিয়েছিল, সেই 10টি ছেড়ে বাকি 22টিতে লড়াই করে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janamukti Morcha Leader Bimal Gurung) ৷ রাজনৈতিক মহলের মতে, অলিখিত জোট ছিল মোর্চা ও তৃণমূলের মধ্যে ৷ সেই বিষয়টিই হয়তো পাহাড়ের মানুষ মেনে নিতে পারেননি ৷ যদিও বিনয়ের দাবি, পাহাড়ে তৃণমূলের জনপ্রিয়তা বাড়ছে ৷

পাহাড়ে এবার থেকে একলা চলো নীতি তৃণমূলের, সিদ্ধান্ত দার্জিলিংয়ের পর্যালোচনা বৈঠকে

তিনি বলেন, ‘‘পাহাড়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছে । সেজন্য নির্বাচনের আগে আর জোট বা আসন সমঝোতা নয় । নির্বাচনের পরে সেসব আলোচনা করা যেতে পারে । আসন সমঝোতা না করলে মানুষ বিভ্রান্ত হতেন না । ফল আরও ভাল হত । সেজন্য এখন থেকে একলা চলো নীতিই আমরা গ্রহণ করব ।’’

এদিনের পর্যালোচনা বৈঠকে বিনয় তামাং ছাড়াও দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শান্তা ছেত্রী, চেয়ারম্যান লালবাহাদুর রাই, প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

বৈঠকের পর অলোক চক্রবর্তী বলেন, ‘‘আগে পাহাড়ে তৃণমূল কংগ্রেসের ভিত শক্ত ছিল না । কিন্তু এখন পাহাড়ে যথেষ্ট শক্তি বেড়েছে । সেজন্য এবার থেকে আর নির্বাচনের আগে আসন সমঝোতা বা জোট নয় । সেরকম উল্লেখ করে রিপোর্ট সুব্রত বক্সি ও গৌতম দেবকে দেওয়া হল । আগামীতে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করা হবে ।"

আরও পড়ুন : Darjeeling Municipality Results 2022 : দার্জিলিংয়ে হামরো পার্টির উত্থানে পতন গুরুং সাম্রাজ্যের !

শিলিগুড়ি, 5 মার্চ : পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে ভবিষ্যতে সমঝোতা করতে চায় না তৃণমূল কংগ্রেস ৷ জিটিএ বা আর যে নির্বাচনগুলি হবে, সেখানে একাই লড়তে চায় বাংলার শাসকদল (TMC Decides to go alone in next elections of Darjeeling) ৷ শনিবার দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের (Darjeeling Hill TMC) তরফে পৌরসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক হয় ৷ সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ স্থানীয়স্তরে নেওয়া এই সিদ্ধান্ত দলের শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা পর্যবেক্ষক গৌতম দেব ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পাঠিয়েছেন হিল তৃণমূলের নেতারা ৷

সাম্প্রতিক দার্জিলিং পৌরভোটে জিতেছে হামরো পার্টি ৷ বোর্ড তারাই গড়তে চলেছে ৷ পৌর নির্বাচনে গোটা বাংলায় যখন ঘাসফুল ঝড় হল (TMCs Landslide Victory in Bengal Civic Polls 2022), তখন পাহাড়ে এত খারাপ ফল কেন ? গত বুধবার থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে রাজ্য রাজনীতির অলিন্দে ৷

তবে দার্জিলিং পৌরসভায় তৃণমূলের ফল খারাপ হয়নি বলেই স্থানীয় নেতৃত্বের মত ৷ শনিবার পর্যালোচনা বৈঠকের শেষে এমনই মত প্রকাশ করেছেন হিল তৃণমূলের নেতা বিনয় তামাং (Former GTA Chairman Binay Tamang) ৷ তিনি বলেন, "পাহাড়ে পৌরসভা নির্বাচনের পর 38 শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে । কিন্তু আমরা চাইলে 32টি ওয়ার্ডেই প্রার্থী দিতে পারতাম । কিন্তু নেতৃত্বদের নির্দেশমতো আমরা দশটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছি । দশটি ওয়ার্ডে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি । আমরা সবরকম নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, পাহাড়ের ভোটে এবার কারও সঙ্গে তৃণমূলের খোলাখুলি জোট হয়নি ৷ কিন্তু তৃণমূল যে 10টি আসনে প্রার্থী দিয়েছিল, সেই 10টি ছেড়ে বাকি 22টিতে লড়াই করে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janamukti Morcha Leader Bimal Gurung) ৷ রাজনৈতিক মহলের মতে, অলিখিত জোট ছিল মোর্চা ও তৃণমূলের মধ্যে ৷ সেই বিষয়টিই হয়তো পাহাড়ের মানুষ মেনে নিতে পারেননি ৷ যদিও বিনয়ের দাবি, পাহাড়ে তৃণমূলের জনপ্রিয়তা বাড়ছে ৷

পাহাড়ে এবার থেকে একলা চলো নীতি তৃণমূলের, সিদ্ধান্ত দার্জিলিংয়ের পর্যালোচনা বৈঠকে

তিনি বলেন, ‘‘পাহাড়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছে । সেজন্য নির্বাচনের আগে আর জোট বা আসন সমঝোতা নয় । নির্বাচনের পরে সেসব আলোচনা করা যেতে পারে । আসন সমঝোতা না করলে মানুষ বিভ্রান্ত হতেন না । ফল আরও ভাল হত । সেজন্য এখন থেকে একলা চলো নীতিই আমরা গ্রহণ করব ।’’

এদিনের পর্যালোচনা বৈঠকে বিনয় তামাং ছাড়াও দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শান্তা ছেত্রী, চেয়ারম্যান লালবাহাদুর রাই, প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

বৈঠকের পর অলোক চক্রবর্তী বলেন, ‘‘আগে পাহাড়ে তৃণমূল কংগ্রেসের ভিত শক্ত ছিল না । কিন্তু এখন পাহাড়ে যথেষ্ট শক্তি বেড়েছে । সেজন্য এবার থেকে আর নির্বাচনের আগে আসন সমঝোতা বা জোট নয় । সেরকম উল্লেখ করে রিপোর্ট সুব্রত বক্সি ও গৌতম দেবকে দেওয়া হল । আগামীতে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করা হবে ।"

আরও পড়ুন : Darjeeling Municipality Results 2022 : দার্জিলিংয়ে হামরো পার্টির উত্থানে পতন গুরুং সাম্রাজ্যের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.