রাজগঞ্জ, 11 জুলাই: গণনা কেন্দ্রে ফের ব্যালট পেপারে গরমিলের অভিযোগ ৷ এবার অভিযোগে সরব খোদ রাজ্যের শাসকদল তৃণমূল ৷ মঙ্গলবার ব্যালট পেপার উধাওয়ের এমনই গুরুতর অভিযোগ উঠেছে রাজগঞ্জের মহেন্দ্রনাথ হাইস্কুলে। আর সেই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
গণনাতেও একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৷ বেশ কয়েক জায়গায় ব্যালট পেপার কারচুপি এমনকী ব্যালট বাক্স নিয়েও অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ তেমনই অভিযোগ এবার এল শিলিগুড়ি থেকেও ৷ রাজগঞ্জের মহেন্দ্রনাথ হাইস্কুলে গণনা চলছে রাজগঞ্জ ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের । আর সেই গণনা কেন্দ্রেই ব্যালট পেপারে ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে । শুধু তাই নয়, গরমিলের পরও জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে সিপিএম প্রার্থীকে এমনটাও অভিযোগ তুলেছে তৃণমূল। রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের মান্তাপাড়া বুথের ঘটনা ।
অভিযোগ, মান্তাপাড়া বুথে মোট ভোট পড়েছে 1 হাজার 111টি । কিন্তু সেই জায়গায় 101টি ব্যালটের কোনও খোঁজও নেই বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী। শুধু তাই নয়, 400-এর বেশি ব্যালটে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর নেই বলেও অভিযোগ উঠেছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে গণ্য করা হবে। কিন্তু অভিযোগ, 400টির বেশি ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই না থাকার পরও সেগুলোকে বৈধ গণ্য করে সিপিএম প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: বাসন্তীতে বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠি, পুকুরে ঝাঁপ কর্মীদের
আর এই ঘটনার পরই গণনা কেন্দ্রে সাময়িক উত্তেজনাও তৈরি হয়। অভিযোগ করেন, মান্তাপাড়া বুথের 18/153-8/1 তৃণমূল কংগ্রেসের প্রার্থী খয়েরুদ্দিন মহম্মদ ও বিজেপি প্রার্থী সঞ্জয় বর্মন। একই অভিযোগ করেন কুকুরজান অঞ্চলের মান্তাপাড়া সংসদের 8/9 বুথের তৃণমুল প্রার্থী রঞ্জিতা রায় ও বিজেপি প্রার্থী কণিকা বর্মনও । অন্যদিকে, ব্যালট উধাওয়ের একই অভিযোগ করেছেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন রায় । ঘটনায় নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন পরাজিত তৃণমূল ও বিজেপি প্রার্থীরা ।