ETV Bharat / state

Siliguri Corona: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত 3 বছরের শিশু, নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে - Siliguri Corona

করোনায় সংক্রমিত হল এক তিন বছরের শিশু । শিশুটির সংক্রমিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে (Siliguri Corona) ।

Siliguri Corona
করোনায় আক্রান্ত শিশু
author img

By

Published : Dec 27, 2022, 12:18 PM IST

Updated : Dec 27, 2022, 12:34 PM IST

করোনায় আক্রান্ত শিশু

শিলিগুড়ি, 27 ডিসেম্বর: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত হল বছর তিনেকের একটি শিশু। শিশুটির সংক্রমিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে (Siliguri Corona) । নড়েচড়ে বসেছে প্রশাসন । এর একদিন আগে রাজ্যে আসা এক বিদেশির শরীরেও হানা দিয়েছিল মারণ ভাইরাস ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটি শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাসারির বাসিন্দা । বৃহস্পতিবার ওই শিশুটির শারীরিক পরিস্থিতির অবনতি হয় । সেই সময় তাকে প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করায় শিশুটির পরিবার । সেখানে তার র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট পজিটিভ আসে । এরপরই নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করে । জেলা হাসপাতালে শুক্রবার শিশুটির ফের র‍্যাপিড এন্টিজেন (Rapid Antigen) ও আরটিপিসিআর পরীক্ষা হয় । র‍্যাপিড এন্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসে । এরপর শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে শিশুটি মেডিক্যালের কোভিড ব্লক 2-এর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন । যদিও শিশুটির কোথাও যায়নি । তাও কীভাবে শিশুটি সংক্রমিত হল তার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর । পাশাপাশি শিশু ও তার প্রতিবেশীদের অন্তত পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি শিশুটির রক্ত ও লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: গয়ায় করোনা আক্রান্ত বিদেশির সংখ্যা বেড়ে 11

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "করোনা কমে যাওয়ায় কোভিড ব্লকের কিছু শয্যা অন্যান্য ওয়ার্ডে ব্যবহার করা হয়েছিল । সেগুলোকে প্রয়োজনে আবার ব্যবহার করা হবে । পাশাপাশি কোভিড ব্লক 2 প্রস্তুত রয়েছে । অক্সিজেন পর্যাপ্ত রয়েছে । শিশুটির চিকিৎসা চলছে । তাকে কোভিড ব্লকের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

করোনায় আক্রান্ত শিশু

শিলিগুড়ি, 27 ডিসেম্বর: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত হল বছর তিনেকের একটি শিশু। শিশুটির সংক্রমিত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে (Siliguri Corona) । নড়েচড়ে বসেছে প্রশাসন । এর একদিন আগে রাজ্যে আসা এক বিদেশির শরীরেও হানা দিয়েছিল মারণ ভাইরাস ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটি শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাসারির বাসিন্দা । বৃহস্পতিবার ওই শিশুটির শারীরিক পরিস্থিতির অবনতি হয় । সেই সময় তাকে প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করায় শিশুটির পরিবার । সেখানে তার র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট পজিটিভ আসে । এরপরই নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করে । জেলা হাসপাতালে শুক্রবার শিশুটির ফের র‍্যাপিড এন্টিজেন (Rapid Antigen) ও আরটিপিসিআর পরীক্ষা হয় । র‍্যাপিড এন্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসে । এরপর শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে শিশুটি মেডিক্যালের কোভিড ব্লক 2-এর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন । যদিও শিশুটির কোথাও যায়নি । তাও কীভাবে শিশুটি সংক্রমিত হল তার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর । পাশাপাশি শিশু ও তার প্রতিবেশীদের অন্তত পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি শিশুটির রক্ত ও লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: গয়ায় করোনা আক্রান্ত বিদেশির সংখ্যা বেড়ে 11

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "করোনা কমে যাওয়ায় কোভিড ব্লকের কিছু শয্যা অন্যান্য ওয়ার্ডে ব্যবহার করা হয়েছিল । সেগুলোকে প্রয়োজনে আবার ব্যবহার করা হবে । পাশাপাশি কোভিড ব্লক 2 প্রস্তুত রয়েছে । অক্সিজেন পর্যাপ্ত রয়েছে । শিশুটির চিকিৎসা চলছে । তাকে কোভিড ব্লকের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।

Last Updated : Dec 27, 2022, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.