দার্জিলিং, 22 মার্চ: পাহাড়কে ঘিরে বড় ভাবনা কেন্দ্রের ৷ কেন্দ্রীয় সরকার দার্জিলিং এবং কালিম্পং শহরের ডাম্পিং ইয়ার্ডে জমে থাকা বর্জ্য থেকে ফুলদানির মতো বস্তুু তৈরি সংক্রান্ত একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদন করেছে ৷ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, এই প্রকল্পটি জমে থাকা বর্জ্যের পৃথকীকরণ, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার, নির্মাণ এবং ধ্বংসযোগ্য বর্জ্যের ব্যবহার এবং বায়োডিগ্রেডেবল বর্জ্য প্রক্রিয়াকরণের মতো উন্নত প্রযুক্তি-সহ ল্যান্ডফিলগুলিকে যান্ত্রিকীকরণ করতে চায় (Project Proposal to Recycle Waste Accumulated in Dumping Yards) ।
সাংসদ আরও বলেন, "যান্ত্রিক বর্জ্য পৃথকীকরণ পৌরসভার ল্যান্ডফিল সাইটে শ্রমিকদের স্বাস্থ্যের ঝুঁকি কমিয়ে দেবে এবং বর্জ্য পৃথকীকরণে দক্ষতা বাড়াবে। ভারতীয় হিমালয় অঞ্চলে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উন্নতির জন্য সমন্বিত বৈজ্ঞানিক সমাধান নামের প্রকল্প প্রস্তাবের অনুমোদন চেয়ে 30 জানুয়ারি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে আমি চিঠি দিয়েছিলাম। আর এই দার্জিলিং এবং কালিম্পং পৌরসভার জন্য যে প্রকল্পের প্রস্তাব রয়েছে তা হিমাচল প্রদেশের পালামপুরে সিএসআইআর-ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজির তরুণ গোর্খা বিজ্ঞানী রক্ষক কুমার আচার্য তৈরি করেছেন ৷"
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিবেশবান্ধব করতে উদ্যোগী প্রশাসন
বিজেপির এই মুখপাত্র আরও জানিয়েছেন, তিনি প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য প্রথমে দু'টি নাগরিক সংস্থার চেয়ারম্যানের কাছে যান এবং তাঁরা উভয়েই এই ব্যাপারে সম্মতি দিয়েছেন। তাঁর চিঠির জবাবে, ভূপেন্দ্র যাদব গত 14 মার্চ জানিয়েছিলেন যে, প্রস্তাবটি হিমালয়ান স্টাডিজের জাতীয় মিশনের (NMHS) সামনে উপস্থাপন করা হয়েছিল এবং এর স্টিয়ারিং কমিটি এক বছরের মধ্যে একটি সাইট প্রদর্শন (দার্জিলিং)-সহ একটি প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা অনুমোদন করেছে। যা 1.49 কোটি টাকার বাজেট। "আমি আত্মবিশ্বাসী যে এই প্রকল্পের সাফল্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে আমাদের হিমালয় অঞ্চলের সমস্ত পৌরসভাগুলিতে প্রকল্পটি বাস্তবায়ন করতে উৎসাহিত করবে বলে সাংসদ জানান ৷