দার্জিলিং, 24 অক্টোবর : দু'দিনের পশ্চিমবঙ্গ ও সিকিম সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আজ দার্জিলিঙের সুকনায় 33 নম্বর কর্পসের মুখ্য কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি । সেখানে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান তিনি ।
অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারত সবসময় প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক চায় । আমরা এর জন্য সবসময় চেষ্টা করে আসছি । কিন্তু বিভিন্ন সময়ে সীমান্তকে সুরক্ষিত রাখতে, অখণ্ডতা এবং সর্বজনীনতা রক্ষা করতে গিয়ে আমাদের জওয়ানদের বলিদান দিতে হয়েছে । "
রাজনাথ সিংয়ের কথায় আজও উঠে আসে গালওয়ান উপত্যকার ঘটনা । বলেন, "এবার গালওয়ানে আমাদের বিহার রেজিমেন্টের 20 জন জওয়ান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হন । আমাদের দেশ ও সীমান্ত আপনাদের জন্যই সুরক্ষিত ।"
প্রসঙ্গত, প্রতিরক্ষামন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই বছর সিকিমে ভারত-চিন সীমান্ত এলাকায় জওয়ানদের সঙ্গে দশেরা পালন করবেন রাজনাথ সিং । জওয়ানদের সঙ্গে অস্ত্রপুজোতেও অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী ।
বিগত প্রায় কয়েক মাস ধরে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে । কর্পস কমান্ডার স্তরে ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হওয়ার পরেও এখনও পর্যন্ত কোনও সমাধান আসেনি । এই পরিস্থিতিতে সিকিমে ভারত-চিন সীমান্তে জওয়ানদের সঙ্গে দশেরায় প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতি কূটনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।