ETV Bharat / state

যশে ক্ষতিগ্রস্ত পাহাড়, মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন দার্জিলিং জেলা প্রশাসনের

যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল দার্জিলিং জেলা প্রশাসন । সম্প্রতি যশের কারণে পাহাড়ে টানা বৃষ্টি হওয়ায় একাধিক জায়গায় ধস নেমেছে । যার ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ এবং গবাদি পশুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে জেলায় অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে । ক্ষতির পরিমাণ এবং ত্রাণ সংক্রান্ত বিষয়ে জেলাস্তর এবং ব্লকস্তরের টাস্কফোর্স গঠন করার উদ্যোগ নেওয়া হয় । পাশাপাশি প্রত্যেক ব্লকের বিডিওকে চেয়ারম্যান করে একটি টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে ।

author img

By

Published : May 31, 2021, 7:41 PM IST

যশে ক্ষতিগ্রস্ত পাহাড়, মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন  দার্জিলিং জেলা প্রশাসনের
যশে ক্ষতিগ্রস্ত পাহাড়, মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন দার্জিলিং জেলা প্রশাসনের

শিলিগুড়ি, ৩১ মে : যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল দার্জিলিং জেলা প্রশাসন । সম্প্রতি যশের কারণে পাহাড়ে টানা বৃষ্টি হওয়ায় একাধিক জায়গায় ধস নেমেছে । কার্শিয়াং, দার্জিলিং, মিরিক সহ কালিম্পংয়ের ফার্ন এলাকা ধসে বিধ্বস্ত ৷ ধসে ক্ষতি হয়েছে অন্তত পঞ্চাশটি বাড়ি । বাড়ির পাশাপাশি রাস্তা, বিদ্যুৎ সংযোগ এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি প্রচুর । প্রায় 62টি পরিবারকে নিকটবর্তী রেসকিউ সেন্টারে স্থানান্তরিত করেছে বিপর্যয় মোকাবিলা দল, জিটিএ কর্তৃপক্ষ । রেসকিউ সেন্টারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে জেলায় অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে । ইতিমধ্যে রাজ্যের তরফে যশে ক্ষতির পরিমাণ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে ।

৩ জুন থেকে রাজ্যের ‘দুয়ারে ত্রাণ কর্মসূচি’র মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সবরকম সাহায্য তুলে দেওয়া হবে । দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধ-বৃহস্পতি এবং শুক্রবার পাহাড়ে টানা বৃষ্টি হওয়ার ফলে কার্শিয়াং, মিরিক, ভেতাইবস্তি, ক্রিকেট বাজার, রংলি-রংলিয়ত, সুখিয়াপোখরি, বিজনবাড়ি, ২৯ মাইল সহ একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত । ঘরবাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে অন্তত দশ থেকে বারোটি গবাদি পশুর । এই বিষয়ক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে ।

যশে ক্ষতিগ্রস্ত পাহাড়, মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন দার্জিলিং জেলা প্রশাসনের

আরও পড়ুন...কংসাবতীর জলের তোড়ে ভাঙল ডেবরার বাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের

এরপরই ক্ষতির পরিমাণ এবং ত্রাণ সংক্রান্ত বিষয়ে জেলা স্তর এবং ব্লক স্তরের টাস্কফোর্স গঠন করার উদ্যোগ নেওয়া হয় । পুলিশ কমিশনার বা পুলিশ সুপার, দু‘জন অতিরিক্ত জেলাশাসক, ব্লকস্তরের আধিকারিক, প্রাণীসম্পদ বিকাশ দফতরের জেলা অধিকর্তা সহ মোট দশজনের সদস্য থাকবে ওই টাস্ক ফোর্সে । পাশাপাশি প্রত্যেক ব্লকের বিডিওকে চেয়ারম্যান করে একটি টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে ।

শিলিগুড়ি, ৩১ মে : যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করল দার্জিলিং জেলা প্রশাসন । সম্প্রতি যশের কারণে পাহাড়ে টানা বৃষ্টি হওয়ায় একাধিক জায়গায় ধস নেমেছে । কার্শিয়াং, দার্জিলিং, মিরিক সহ কালিম্পংয়ের ফার্ন এলাকা ধসে বিধ্বস্ত ৷ ধসে ক্ষতি হয়েছে অন্তত পঞ্চাশটি বাড়ি । বাড়ির পাশাপাশি রাস্তা, বিদ্যুৎ সংযোগ এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি প্রচুর । প্রায় 62টি পরিবারকে নিকটবর্তী রেসকিউ সেন্টারে স্থানান্তরিত করেছে বিপর্যয় মোকাবিলা দল, জিটিএ কর্তৃপক্ষ । রেসকিউ সেন্টারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে জেলায় অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে । ইতিমধ্যে রাজ্যের তরফে যশে ক্ষতির পরিমাণ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে ।

৩ জুন থেকে রাজ্যের ‘দুয়ারে ত্রাণ কর্মসূচি’র মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সবরকম সাহায্য তুলে দেওয়া হবে । দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধ-বৃহস্পতি এবং শুক্রবার পাহাড়ে টানা বৃষ্টি হওয়ার ফলে কার্শিয়াং, মিরিক, ভেতাইবস্তি, ক্রিকেট বাজার, রংলি-রংলিয়ত, সুখিয়াপোখরি, বিজনবাড়ি, ২৯ মাইল সহ একাধিক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত । ঘরবাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে অন্তত দশ থেকে বারোটি গবাদি পশুর । এই বিষয়ক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে ।

যশে ক্ষতিগ্রস্ত পাহাড়, মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন দার্জিলিং জেলা প্রশাসনের

আরও পড়ুন...কংসাবতীর জলের তোড়ে ভাঙল ডেবরার বাঁধ, যোগাযোগ বিচ্ছিন্ন 15 গ্রামের

এরপরই ক্ষতির পরিমাণ এবং ত্রাণ সংক্রান্ত বিষয়ে জেলা স্তর এবং ব্লক স্তরের টাস্কফোর্স গঠন করার উদ্যোগ নেওয়া হয় । পুলিশ কমিশনার বা পুলিশ সুপার, দু‘জন অতিরিক্ত জেলাশাসক, ব্লকস্তরের আধিকারিক, প্রাণীসম্পদ বিকাশ দফতরের জেলা অধিকর্তা সহ মোট দশজনের সদস্য থাকবে ওই টাস্ক ফোর্সে । পাশাপাশি প্রত্যেক ব্লকের বিডিওকে চেয়ারম্যান করে একটি টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.