ETV Bharat / state

রাজুকে কালো পতাকা, বিনয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ - Binoy Tamang

আজ দার্জিলিংয়ের সাংসদ তাকভারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় প্রায় পঞ্চাশজন যুবক সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় । BJP সাংসদ রাজু বিস্তের অভিযোগ, গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠীর উস্কানিতে কিছু যুবক মদ খেয়ে এই কাণ্ড ঘটিয়েছে ৷ তাঁকে হেনস্থা করতেই এই কাজ করা হয়েছে ৷

রাজুকে কালো পতাকা, বিনয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ
author img

By

Published : Sep 9, 2019, 4:39 PM IST

Updated : Sep 9, 2019, 6:04 PM IST

দার্জিলিং, 9 সেপ্টেম্বর : দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে ঘিরে বিক্ষোভ ৷ আজ তাকভারে যাওয়ার পথে বিক্ষোভে আটকে পড়েন তিনি ৷ প্রায় দু'ঘণ্টা রাস্তায় আটকে থাকেন ৷ স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

আজ দার্জিলিংয়ের সাংসদ তাকভারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় প্রায় পঞ্চাশ জন মদ্যপ যুবক BJP সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় । কালো পতাকা হাতে নিয়ে সাংসদের রাস্তা আটকানো হয় ৷ তাঁদের কারও কারও হাতে বিয়ারের বোতল ছিল বলেও অভিযোগ ৷ কিন্তু বিক্ষোভের কারণ জানা যায়নি ৷

সাংসদের অভিযোগ, বিনয় তামাং গোষ্ঠীর উস্কানিতে কিছু মদ্যপ যুবক এই কাণ্ড ঘটিয়েছে ৷ তাঁকে হেনস্থা করতেই এই কাজ করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

মোর্চার বিনয়পন্থী স্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি, সাংসদের মন্তব্য দুর্ভাগ্যজনক ৷ তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তা পূরণ করতে না পারায় স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে ৷

দার্জিলিং, 9 সেপ্টেম্বর : দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে ঘিরে বিক্ষোভ ৷ আজ তাকভারে যাওয়ার পথে বিক্ষোভে আটকে পড়েন তিনি ৷ প্রায় দু'ঘণ্টা রাস্তায় আটকে থাকেন ৷ স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

আজ দার্জিলিংয়ের সাংসদ তাকভারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় প্রায় পঞ্চাশ জন মদ্যপ যুবক BJP সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় । কালো পতাকা হাতে নিয়ে সাংসদের রাস্তা আটকানো হয় ৷ তাঁদের কারও কারও হাতে বিয়ারের বোতল ছিল বলেও অভিযোগ ৷ কিন্তু বিক্ষোভের কারণ জানা যায়নি ৷

সাংসদের অভিযোগ, বিনয় তামাং গোষ্ঠীর উস্কানিতে কিছু মদ্যপ যুবক এই কাণ্ড ঘটিয়েছে ৷ তাঁকে হেনস্থা করতেই এই কাজ করা হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

মোর্চার বিনয়পন্থী স্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি, সাংসদের মন্তব্য দুর্ভাগ্যজনক ৷ তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তা পূরণ করতে না পারায় স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে ৷

Intro:তাকভারে যাওয়ার পথে এলাকার বাসিন্দাদের বিক্ষোভে আটকে পড়লেন বিজেপির দার্জিলিংয়ের সংসদ রাজু বিস্তা। প্রায় দু ঘন্টা রাস্তায় আটকে পড়েন তিনি। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও বিক্ষোভ সরাতে উদ্যোগ নেন নি প্রশাসন।


Body:রাজু বিস্ট জানান আজ তাকভারে যাচ্ছিলেন তিনি। সেখানে জন্য পঞ্চাশ মদ্যপ যুবক তার গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন। কি দাবি, কেন বিক্ষোভ কিছুই বলেন নি তারা। কালো পতাকা নিয়ে রাস্তা আটকে দেন বিক্ষোভকারীরা। রাজুর আরো অভিযোগ, বিনয় তামাং গোষ্ঠীর উসকানিতে কিছু মদ্যপ যুবক এই কান্ড ঘটিয়েছে। তাদের কারো কারো হাতে বিয়ারের বোতল ছিল। তাকে হেনস্থা করতেই এই কান্ড ঘটানো হয়েছে বলে জানান তিনি। দুপুর অবধি অবরোধ না সরায় এলাকায় আটকে রয়েছেন সংসদ। অন্যদিকে এ প্রসঙ্গে বিনয়পন্থী মোর্চার স্থানীয় নেতারা জানান সংসদের মন্তব্য দুর্ভাগ্যজনক। নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ। তা পূরণ হয়নি। তাই স্থানীয়রা বিক্ষোভ দেখিয়ে থাকতে পারেন।


Conclusion:
Last Updated : Sep 9, 2019, 6:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.