দার্জিলিং, ৩ এপ্রিল: লকডাউনের কারণে এবার বন্ধ ছিল টাইগার হিলের মন্দিরে রামনবমীর পুজো । তবে বন্ধ থাকেনি প্রসাদ বিতরণ । বাড়িতে পুজো করেই প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ । প্রসাদ পেয়ে খুশি এলাকার মানুষ ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশে জারি রয়েছে লকডাউন । গতকাল ছিল রামনবমী । প্রতিবছর দার্জিলিংয়ের টাইগারহিলের রাম মন্দিরে ধুমধাম করে পুজো হলেও এবারে পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ । ভক্তদের জমায়েত এড়াতে পুজো বন্ধ রাখে সিন্চেল ধাম কমিটি । কিন্তু থেমে থাকেনি প্রসাদ বিতরণ । বাড়িতে পুজো করে সেই প্রসাদ গতকাল শৈলশহরে বিতরণ করা হয় ।
প্রসাদ পেয়ে খুশি দার্জিলিংবাসী । তাঁদের কথায়, "লকডাউন জারি রেখে, এভাবেও যে পুজো করা যায় তা দেখে ভালো লাগছে । সরকারি নিয়ম মেনে ভিড় এড়াতে মন্দিরে বন্ধ ছিল পুজো । কিন্তু সমস্ত বিধি-নিষেধ মানার পরেও মন্দির কর্তৃপক্ষ এভাবে যে সবার মধ্যে প্রসাদ বিতরণ করল তা সত্যিই প্রশংসনীয় ।"