ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি চা বলয় , জোর প্রস্তুতি শুরু বাগানগুলিতে - জোর প্রস্তুতি শুরু চা বাগানগুলিতে

লকডাউনের কারণে প্রচুর ক্ষতি হয়েছে চা শিল্পে । চা শিল্পের কর্তাদের দাবি , দু-মাসে সীমিত শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে প্রায় 2100 মিলিয়ন কেজি কম চা উৎপাদন হয়েছে । এর জেরে ক্ষতি প্রায় 2100 কোটি টাকা ছাড়াবে । তবে 100 শতাংশ কর্মী নিয়ে কাজ করলে ক্ষত অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে । পাশাপাশি বাড়বে কর্মসংস্থান । চা শ্রমিকদের আর অনাহারে দিন কাটাতে হবে না ।

Siliguri
শিলিগুড়ি
author img

By

Published : May 31, 2020, 1:35 PM IST

শিলিগুড়ি , 31 মে : মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী , আগামী 1 জুন থেকে চা বাগানে একশো শতাংশ শ্রমিক নিয়ে কাজ করা যাবে । মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন । আজ লকডাউনের 68 তম দিন । লকডাউনের এই এতগুলি দিনে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন শিল্পক্ষেত্র । বিশেষ করে চা শিল্প । লকডাউনে ক্ষতির মুখে পড়েছিল চা বাগানগুলি । অল্প সংখ্যক কর্মী নিয়ে কাজ করায় উৎপাদন কম হচ্ছিল । যার জেরে কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছিল । এরকম চলতে থাকলে আরও আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করেছিল চা বাগানগুলি । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে চা বাগানগুলি । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী , আগামী 1 জুন থেকে চা বাগানে একশো শতাংশ শ্রমিক নিয়ে কাজ করা যাবে । ফলে খুশি চা বাগানগুলি । চা বাগানগুলির দাবি , লকডাউনে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে এই উদ্যোগ । বাড়বে কর্মসংস্থান ।

লকডাউন চলাকালীন প্রথমেই বন্ধ হয়ে গিয়েছিল চা বাগান । পরে দুই ধাপে 25 এবং 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজের অনুমতি মেলে । এর জেরে একদিকে যেমন উৎপাদন কম হয়েছে । তেমনি কাজ হারিয়েছেন বহু চা শ্রমিক । এবার একশো শতাংশ শ্রমিক নিয়ে কাজ শুরুর ঘোষণা হতেই আজ সকাল থেকেই বিভিন্ন বাগানে উৎপাদন শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে পূর্ণমাত্রায় ।

বাগান কর্তৃপক্ষগুলির বক্তব্য , লকডাউনে চা পাতা তোলার কাজ করা যায়নি । ফলে অল্প শ্রমিক নিয়ে কাজ হলেও গড়ে 50 শতাংশ চা পাতা উৎপাদন হয়েছে । কাজ না থাকায় আরও সমস্যায় পড়েছেন চা শ্রমিকেরা । এবার ফের কাজ শুরু হবে । ফলে কাজ পাবেন শ্রমিকেরা । তাঁদের আর অনাহারে থাকতে হবে না । পাশাপাশি , চা বাগানগুলি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল , উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ।

সুকনা চা বাগানের ম্যানেজার ভাস্কর চক্রবর্তী জানান , মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অক্সিজেন জোগাবে চা শিল্পে । তিনি জানান , এখন চাহিদা থাকলেও উৎপাদন কম থাকায় অন্য বছরের তুলনায় বেশি দামও মিলছে । তিনি বলেন, এখন চা বিক্রি করে বেশি দাম পাচ্ছি । পুরো মাত্রায় গুণগত মানের চা উৎপাদন করা গেলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা যাবে ।

দাগাপুর চা বাগানের ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন , "এই ঘোষণায় আমরা খুশি । চা শিল্পে সামাজিক দুরত্ব মেনেই কাজ হয় । একশো শতাংশ শ্রমিক নিয়োগ করা গেলে শ্রমিকরাও সকলে মজুরি পাবে । আমরা প্রস্তুতি শুরু করেছি । 1 জুন থেকেই পুরোদমে কাজ শুরু হবে বিভিন্ন বাগানে । "

চা শিল্পের কর্তাদের দাবি , গত দু-মাসে সীমিত শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে প্রায় 2100 মিলিয়ন কেজি কম চা উৎপাদন হয়েছে । এর জেরে ক্ষতি প্রায় 2100 কোটি টাকা ছাড়াবে । তবে রাজ্য সরকারের নতুন ঘোষণা কিছুটা হলেও ক্ষতে প্রলেপ লাগাতে সাহায্য করবে ।

শিলিগুড়ি , 31 মে : মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী , আগামী 1 জুন থেকে চা বাগানে একশো শতাংশ শ্রমিক নিয়ে কাজ করা যাবে । মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন । আজ লকডাউনের 68 তম দিন । লকডাউনের এই এতগুলি দিনে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন শিল্পক্ষেত্র । বিশেষ করে চা শিল্প । লকডাউনে ক্ষতির মুখে পড়েছিল চা বাগানগুলি । অল্প সংখ্যক কর্মী নিয়ে কাজ করায় উৎপাদন কম হচ্ছিল । যার জেরে কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছিল । এরকম চলতে থাকলে আরও আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করেছিল চা বাগানগুলি । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে চা বাগানগুলি । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী , আগামী 1 জুন থেকে চা বাগানে একশো শতাংশ শ্রমিক নিয়ে কাজ করা যাবে । ফলে খুশি চা বাগানগুলি । চা বাগানগুলির দাবি , লকডাউনে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে এই উদ্যোগ । বাড়বে কর্মসংস্থান ।

লকডাউন চলাকালীন প্রথমেই বন্ধ হয়ে গিয়েছিল চা বাগান । পরে দুই ধাপে 25 এবং 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজের অনুমতি মেলে । এর জেরে একদিকে যেমন উৎপাদন কম হয়েছে । তেমনি কাজ হারিয়েছেন বহু চা শ্রমিক । এবার একশো শতাংশ শ্রমিক নিয়ে কাজ শুরুর ঘোষণা হতেই আজ সকাল থেকেই বিভিন্ন বাগানে উৎপাদন শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে পূর্ণমাত্রায় ।

বাগান কর্তৃপক্ষগুলির বক্তব্য , লকডাউনে চা পাতা তোলার কাজ করা যায়নি । ফলে অল্প শ্রমিক নিয়ে কাজ হলেও গড়ে 50 শতাংশ চা পাতা উৎপাদন হয়েছে । কাজ না থাকায় আরও সমস্যায় পড়েছেন চা শ্রমিকেরা । এবার ফের কাজ শুরু হবে । ফলে কাজ পাবেন শ্রমিকেরা । তাঁদের আর অনাহারে থাকতে হবে না । পাশাপাশি , চা বাগানগুলি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল , উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ।

সুকনা চা বাগানের ম্যানেজার ভাস্কর চক্রবর্তী জানান , মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অক্সিজেন জোগাবে চা শিল্পে । তিনি জানান , এখন চাহিদা থাকলেও উৎপাদন কম থাকায় অন্য বছরের তুলনায় বেশি দামও মিলছে । তিনি বলেন, এখন চা বিক্রি করে বেশি দাম পাচ্ছি । পুরো মাত্রায় গুণগত মানের চা উৎপাদন করা গেলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা যাবে ।

দাগাপুর চা বাগানের ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন , "এই ঘোষণায় আমরা খুশি । চা শিল্পে সামাজিক দুরত্ব মেনেই কাজ হয় । একশো শতাংশ শ্রমিক নিয়োগ করা গেলে শ্রমিকরাও সকলে মজুরি পাবে । আমরা প্রস্তুতি শুরু করেছি । 1 জুন থেকেই পুরোদমে কাজ শুরু হবে বিভিন্ন বাগানে । "

চা শিল্পের কর্তাদের দাবি , গত দু-মাসে সীমিত শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে প্রায় 2100 মিলিয়ন কেজি কম চা উৎপাদন হয়েছে । এর জেরে ক্ষতি প্রায় 2100 কোটি টাকা ছাড়াবে । তবে রাজ্য সরকারের নতুন ঘোষণা কিছুটা হলেও ক্ষতে প্রলেপ লাগাতে সাহায্য করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.