ETV Bharat / state

চা শ্রমিকদের ডাকা বনধে স্তব্ধ পাহাড় - darjeeling protest news

চা বাগান শ্রমিকদের এই বনধ আজ সকাল থেকে সর্বসাধারণের বনধের আকার নিয়েছে ৷ দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা-বাগান শ্রমিকরা ৷ কিন্তু এই বছর আজ সকাল অবধিও মেলেনি তাঁদের পুজোর বোনাস ৷

darjeeling
author img

By

Published : Oct 4, 2019, 12:11 PM IST

Updated : Oct 4, 2019, 1:04 PM IST

দার্জিলিং, 4 অক্টোবর : চা বাগান শ্রমিকদের বোনাস 20 শতাংশ হতে হবে ৷ এই দাবিতে আজ সকাল থেকে পাহাড়ে শুরু হয়েছে বনধ ৷ বন্ধ চা-বাগানগুলি ৷ বন্ধ রয়েছে দোকান-বাজারও ৷ পরিবহন ব্যবস্থাও অচল ৷ তবে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল হচ্ছে ।

চা বাগান শ্রমিকদের এই বনধ আজ সকাল থেকে সর্বসাধারণের বনধের আকার নিয়েছে ৷ দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা-বাগান শ্রমিকরা ৷ কিন্তু এই বছর আজ সকাল অবধিও মেলেনি তাঁদের পুজোর বোনাস ৷ 20 শতাংশ বোনাসের দাবিতে কিছুদিন ধরেই দার্জালিঙে আন্দোলন চলছিল ৷ চা বাগান মালিক পক্ষ 15 শতাংশ অবধি বোনাস দিতে রাজি হয়েছিল ৷ শ্রমিকরা তাঁদের দাবি থেকে সরেননি ৷ গতকাল সাতটি ট্রেড ইউনিয়নের 14 জন নেতা দার্জিলিঙে মোটরস্ট্যান্ডে অনশন শুরু করেন । আজ চা বাগান অফিস ও কারখানার সামনে চা শ্রমিকদের রিলে অনশন চলছে ৷

photo
স্তব্ধ দার্জিলিং-র জনজীবন

চা শ্রমিকদের যৌথমঞ্চ জয়েন্ট ফোরামের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা এবং মোর্চার বিনয় তামাং, বিমল গুরুং, GNLF সভাপতি মন ঘিসিং । দার্জিলিং পাহাড়ে 87টি চা বাগানের মধ্যে 4টি চা বাগান অনেকদিন বন্ধ । বাকি 83 টি চা বাগানে কাজ চলছে । ওইসব চা বাগানের লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার পুজোর বোনাসের দিকে চেয়ে রয়েছে । এখনও মেলেনি বোনাস ৷

দার্জিলিং, 4 অক্টোবর : চা বাগান শ্রমিকদের বোনাস 20 শতাংশ হতে হবে ৷ এই দাবিতে আজ সকাল থেকে পাহাড়ে শুরু হয়েছে বনধ ৷ বন্ধ চা-বাগানগুলি ৷ বন্ধ রয়েছে দোকান-বাজারও ৷ পরিবহন ব্যবস্থাও অচল ৷ তবে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল হচ্ছে ।

চা বাগান শ্রমিকদের এই বনধ আজ সকাল থেকে সর্বসাধারণের বনধের আকার নিয়েছে ৷ দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছরই বোনাস পান চা-বাগান শ্রমিকরা ৷ কিন্তু এই বছর আজ সকাল অবধিও মেলেনি তাঁদের পুজোর বোনাস ৷ 20 শতাংশ বোনাসের দাবিতে কিছুদিন ধরেই দার্জালিঙে আন্দোলন চলছিল ৷ চা বাগান মালিক পক্ষ 15 শতাংশ অবধি বোনাস দিতে রাজি হয়েছিল ৷ শ্রমিকরা তাঁদের দাবি থেকে সরেননি ৷ গতকাল সাতটি ট্রেড ইউনিয়নের 14 জন নেতা দার্জিলিঙে মোটরস্ট্যান্ডে অনশন শুরু করেন । আজ চা বাগান অফিস ও কারখানার সামনে চা শ্রমিকদের রিলে অনশন চলছে ৷

photo
স্তব্ধ দার্জিলিং-র জনজীবন

চা শ্রমিকদের যৌথমঞ্চ জয়েন্ট ফোরামের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা এবং মোর্চার বিনয় তামাং, বিমল গুরুং, GNLF সভাপতি মন ঘিসিং । দার্জিলিং পাহাড়ে 87টি চা বাগানের মধ্যে 4টি চা বাগান অনেকদিন বন্ধ । বাকি 83 টি চা বাগানে কাজ চলছে । ওইসব চা বাগানের লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার পুজোর বোনাসের দিকে চেয়ে রয়েছে । এখনও মেলেনি বোনাস ৷

Intro:২০ শতাংশ বোনাসের দাবিতে পাহাড় বনধে ব্যাপক সাড়া, বন্ধ দোকান-বাজার, যান চলাচলও


দার্জিলিং, ৪ আক্টোবর : চা বাগান শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে দার্জিলিং পাহাড় বনধ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে । পাহাড়ের চা বাগানগুলি তো বটেই । বনধ রয়েছে দোকান-বাজার । চলছে না বেসরকারি বাস থেকে ছোট গাড়িও । চা বাগান শ্রমিকদের এই বনধ এদিন সকাল থেকে কার্যত সাধারণ বনধের চেহারা নিয়েছে । তবে সকাল ন' টা পর্যন্ত বনধের সমর্থনে শহরে পিকেটিং দেখা যায়নি । তবে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল চলছে । এটি বনধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে । Body:বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর শুক্রবার ষষ্ঠী। এই উৎসব উপলক্ষ্যে প্রতি বছরেই চা শ্রমিকরা পুজোর বোনাস পান । এবছর পুজো শুরু হয়ে গেলেও এখনও মেলেনি বোনাস । ২০ শতাংশ বোনাসের দাবিতে বেশকিছুদিন থেকেই দার্জিলিং পাহাড়ে আন্দোলন চলছে । কিন্তু চা বাগান মালিক পক্ষ ১৫ শতাংশ পর্যন্ত বোনাস দিতে রাজি হয়েছিল । কিন্তু তাতে বরফ গলেনি । বৃহস্পতিবার সাতটি ট্রেড ইউনিয়নের ১৪ জন নেতা দার্জিলিংয়ে মোটরস্ট্যান্ডে অনশন করেন । শুক্রবারও চা শ্রমিকদের রিলে অনশন চলছে চা বাগান অফিস ও কারখানার সামনে । চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা থেকে শুরু করে মোর্চার বিনয় তামাঙ, মোর্চার বিমল গুরুঙ, জিএনএলএফ সভাপতি মন ঘিসিঙ। ফোরামের তরফে সমন পাঠক, অমর লামা, লক্ষণ প্রধানরা জানিয়েছেন, এদিন সকাল থেকে বনধে ভাল সাড়া মিলেছে । স্বতঃস্ফূর্তভাবে মানুষ চা বাগান শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ।
Conclusion:দার্জিলিং পাহাড়ে ৮৭ টি চা বাগান থাকলেও চারটি চা বাগান অনেকদিন ধরেই বন্ধ । বাকি ৮৩ টি চা বাগান চালু রয়েছে । ওইসব চা বাগানের লক্ষাধিক শ্রমিক ও তাঁদের পরিবার পুজোর বোনাসের দিকে চেয়ে রয়েছে । বোনাস না মিললে তাঁদের পুজোর আনন্দ ফিকে । কিন্তু এখনও অধরা বোনাস ।
Last Updated : Oct 4, 2019, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.