ETV Bharat / state

বিক্রি বাড়াতে রেশনে চা বিক্রির প্রস্তাব টি বোর্ডের - Tea in Ration

রাজস্থানের রেশনে বিক্রি করা হচ্ছে চা ৷ তাতে ভালোই সাড়া মিলছে ৷ এবার এরাজ্যে রেশনে চা বিক্রির প্রস্তাব দিল টি বোর্ড ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 12, 2019, 8:56 PM IST

শিলিগুড়ি, 12 অগাস্ট : রাজস্থান ও উত্তরপ্রদেশ যদি পারে তাহলে আমরা পারব না কেন ? CII আয়োজিত আলোচনা সভায় এসে প্রশ্নটা করেন টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান অরুণ রায় ৷ রেশনে চা বিক্রির প্রস্তাব দেন ৷ হাততালি দিয়ে ডেপুটি চেয়ারম্যানের পরামর্শকে স্বাগত জানালেন চা শিল্পের সঙ্গে যুক্ত সকলেই ৷

উত্তরবঙ্গের প্রধান অর্থকরী ফসল চা ৷ দার্জিলিঙের চা পৃথিবী বিখ্যাত ৷ সেই চা-কে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতেই এই প্রস্তাব ৷ ডেপুটি চেয়ারম্যান অরুণ রায় বলেন, "আমরা ঘুম থেকে উঠে চা খাই ৷ অতিথি এলে চা খাওয়াই ৷ তাই আমাদের রাজ্যের চা-কে সকলের কাছে তুলে ধরতে টি বোর্ড চেষ্টা চালাচ্ছে ৷ রেশনে চা বিক্রি করা নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবে টি বোর্ড ৷ রাজস্থানে রেশনে চা বিক্রি করে ভালো সাড়া মিলেছে ৷"

তিনি আরও বলেন, "শ্রীলঙ্কা ও মালয়েশিয়া থেকে চা এদেশে আসছে ৷ অথচ আমাদের দেশের চায়ের গুণমান ওই দেশের চায়ের থেকে অনেক ভালো ৷ তাই চা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা চেষ্টা করুন গুণগত মানের চা বিক্রি করতে ৷ তার জন্য দরকার ভালো প্যাকেজিং ৷ কিছু মানুষের মধ্যে মুনাফার লোভে খারাপ মানের চা বিক্রি করার মনোভাব আছে ৷ তা বন্ধ করতে হবে ৷"

শিলিগুড়ি, 12 অগাস্ট : রাজস্থান ও উত্তরপ্রদেশ যদি পারে তাহলে আমরা পারব না কেন ? CII আয়োজিত আলোচনা সভায় এসে প্রশ্নটা করেন টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান অরুণ রায় ৷ রেশনে চা বিক্রির প্রস্তাব দেন ৷ হাততালি দিয়ে ডেপুটি চেয়ারম্যানের পরামর্শকে স্বাগত জানালেন চা শিল্পের সঙ্গে যুক্ত সকলেই ৷

উত্তরবঙ্গের প্রধান অর্থকরী ফসল চা ৷ দার্জিলিঙের চা পৃথিবী বিখ্যাত ৷ সেই চা-কে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতেই এই প্রস্তাব ৷ ডেপুটি চেয়ারম্যান অরুণ রায় বলেন, "আমরা ঘুম থেকে উঠে চা খাই ৷ অতিথি এলে চা খাওয়াই ৷ তাই আমাদের রাজ্যের চা-কে সকলের কাছে তুলে ধরতে টি বোর্ড চেষ্টা চালাচ্ছে ৷ রেশনে চা বিক্রি করা নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবে টি বোর্ড ৷ রাজস্থানে রেশনে চা বিক্রি করে ভালো সাড়া মিলেছে ৷"

তিনি আরও বলেন, "শ্রীলঙ্কা ও মালয়েশিয়া থেকে চা এদেশে আসছে ৷ অথচ আমাদের দেশের চায়ের গুণমান ওই দেশের চায়ের থেকে অনেক ভালো ৷ তাই চা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা চেষ্টা করুন গুণগত মানের চা বিক্রি করতে ৷ তার জন্য দরকার ভালো প্যাকেজিং ৷ কিছু মানুষের মধ্যে মুনাফার লোভে খারাপ মানের চা বিক্রি করার মনোভাব আছে ৷ তা বন্ধ করতে হবে ৷"

Intro:যদি রাজস্থান ও উত্তরপ্রদেশ পারে তাহলে আমরা পারব না কেন? সিআইআই আয়োজিত আলোচনা সভায় এসে প্রশ্নটা ছুড়ে দিলেন টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান অরুণ রায়। হাততালি দিয়ে ডেপুটি চেয়ারম্যানের পরামর্শকে স্বাগত জানালেন চা শিল্পের সঙ্গে যুক্ত সকলেই।


Body:উত্তরবঙ্গে প্রধান অর্থকরী ফসল চা। দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। সেই চাকে আরো ভালোভাবে কিভাবে তুলে ধরা যায় সে প্রসঙ্গে টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান বলেন আমরা ঘুম থেকে উঠে চা খাই। অতিথি এলেও চা খাওয়াই। আমাদের রাজ্যের চাকে আরো তুলে ধরতে টি বোর্ড চেষ্টা চালাচ্ছে। তিনি আরো জানান, রেশনে চা বিক্রি করা নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবে টি বোর্ড। তিনি জানান রাজস্থানে রেশনে চা বিক্রি করে ভাল সাড়া মিলেছে।


Conclusion:এদিন শিলিগুড়িতে ডেপুটি চেয়ারম্যান বলেন শ্রীলংকা এবং মালয়েশিয়া থেকে চা এদেশে আসছে। অথচ আমাদের তৈরি চা ওই চায়ের চেয়ে গুণমান অনেক ভালো। চা শিল্পে যুক্ত প্রতিনিধিরা চেষ্টা করুন গুণগত মানের চা বিক্রি করতে। পাশাপাশি আরো ভালো প্যাকেজিং দরকার। মুনাফার লোভে খারাপ মানের চা বিক্রির কিছু প্রবণতা আছে। তা বন্ধ করতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.