শিলিগুড়ি, 26 মার্চ : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘ফাঁকিবাজ’ চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর । মাসের পর মাস বেতন নেন অথচ পরিষেবা দেন না ৷ বহুদিন ধরেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছিল । এবার সেইসমস্ত চিকিৎসকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Swasthya Bhawan stops the salary of remiss doctors)।
তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসকরাই রয়েছেন যাঁরা হাসপাতালে আসেন না, কোনও পরিষেবা দেন না । কিন্তু সময়মত বেতন পেয়ে যাচ্ছেন । এই খবর আমার কাছে আসতেই তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে । তবে, শুধু বেতন বন্ধ করে সমস্যার সমাধান হবে না । তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য দফতরকে জানাব । তাঁদের পরিবর্তে নতুন চিকিৎসক নিয়োগের আবেদন করব স্বাস্থ্য ভবনে ।’’
মাঝেমধ্যেই চিকিৎসকদের গাফিলতির বিষয়টি প্রকাশ্যে এলেও নিজেদের প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতেন তাঁরা । শুধু তাই নয়, মোটা টাকা বেতন পেলেও অনেক চিকিৎসকই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে প্র্যাকটিস করছেন ৷ কেউ কেউ কলকাতাতেও কাজ করছেন । এতে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলির পরিষেবা বিঘ্নিত হচ্ছিল ।
আরও পড়ুন : শিলিগুড়ি শহরকে জঞ্জালমুক্ত করতে চালু নাইট সার্ভিস, জানালেন মেয়র
গৌতম দেব বলেন, ‘‘এরকম সাতজন চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়বে । তাঁদের তথ্য স্বাস্থ্য ভবনে পাঠানো হবে ।’’ হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার বিষয়ে তিনি বলেন, ‘‘বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকগুলো রোগীশূন্য রয়েছে ৷ ফলে সেখানে থাকা 242টি অতিরিক্ত শয্যা অন্য বিভাগের রোগীদের জন্য ব্যবহার করা হবে । ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আরও 50টি শয্যা বাড়ানো হবে। যার জন্য 23 কোটি টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য ভবন ৷ পাশাপাশি হাসপাতালে দালালচক্র রুখতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেজন্য গোটা হাসপাতালে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে । নিরাপত্তার কথা মাথায় রেখে বাইরের কোনও গাড়ি রাতে ভেতরে ঢুকতে দেওয়া হবে না ।’’