শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর: আন্দোলনরত কাওয়াখালি পোড়াঝাড় ভূমিহারাদের পাশে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। প্রয়োজনে উত্তরকন্যা অভিযানের হুমকি বিরোধী দলনেতার। শুক্রবার উত্তরবঙ্গে (North Bengal) এসে এমনটাই সুর শোনা গেল তাঁর গলায় ৷
এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে আলিপুরদুয়ার যাওয়ার পথে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালিতে অবস্থান আন্দোলনরত ভূমিহারাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ভূমিহারা মানুষরা। তাঁদের অভাব, অভিযোগ শুনে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি (Suvendu Adhikari Support Landless People)। আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনে তাঁর নেতৃত্বে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান হওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুন: আমি ছিলাম বলেই হেরো বিধায়ক মন্ত্রী হয়েছিল, চন্দ্রিমাকে কটাক্ষ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী বলেন, "আমি আপনাদের সমস্যার কথা আজ শুনলাম। সরকারের দ্বারা আক্রান্ত প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কর্তব্য আমার। আমি আপনাদের ডাকব। আর জমি অধিগ্রহণকারী হর্ষ নেওটিয়ার বিরুদ্ধে এই সরকার কিছু করবে না। কারণ হর্ষ নেওটিয়া মুখ্যমন্ত্রীর আঁকা ছবি লক্ষ লক্ষ টাকায় কিনেছেন। দুর্নীতির লোক এরা। এদের সঙ্গে চিটাগুড়ের সম্পর্ক মুখ্যমন্ত্রীর। এর আগে মুখ্যমন্ত্রী গ্রামের পর গ্রাম নিতে গিয়েছিলেন আমি আটকেছিলাম। আইনি সহায়তা তো বটেই প্রয়োজনে উত্তরকন্যায় অভিযান হবে।"
প্রসঙ্গত, শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ও পোড়াঝাড় এলাকায় উপনগরী তৈরি করার জন্য 2004 সালে 302 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন রাজ্য সরকার। সেই জমিগুলি শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষর দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। একইভাবে তিস্তা মহানন্দা প্রকল্পের অধীন ড্যাম তৈরির জন্য ওই সময়েই আরও 200 একর জমি বড়পথুরামজোত, দারাবক্স, রহমুজোত ও পোড়াঝাড় থেকে জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার।
আরও পড়ুন: শুভেন্দুকে কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার, আক্রান্ত তৃণমূলের মহিলা কর্মীরা
কৃষি জমি অধিগ্রহণের পর জমিদাতাদের একটি করে ফ্ল্যাট ও পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই জমি হর্ষ নেওটিয়াকে উপনগরী তৈরি করতে দিয়ে দেয় রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, 2004 সালে জমি অধিগ্রহণ করা হলেও এখনও প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য সরকার। জমি দিয়ে এখন সর্বশান্ত অনিচ্ছুক জমিদাতারা। বিগত নয় মাস ধরে জমি ফেরতের দাবিতে কাওয়াখালি পোড়াঝাড় ক্ষতিগ্রস্ত ভূমিরক্ষা সমিতি ও তিস্তা মহানন্দা ক্ষতিগ্রস্ত ভূমিরক্ষা কমিটি নামে মঞ্চ গড়ে আন্দোলন করে চলেছেন অনিচ্ছুক জমিদাতারা।