শিলিগুড়ি, 12 ডিসেম্বর: উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যেতে বাধার মুখে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ 15 জন বিজেপি বিধায়ক। পালটা হাইকোর্টে যাওয়ার হুমকি বিরোধী দলনেতার। মঙ্গলবার শিলিগুড়িতে দলীয় কর্মসূচির পর দলীয় বিধায়কদের নিয়ে পরিষেবা খতিয়ে দেখতে উত্তরকন্যা যাওয়ার উদ্দেশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে যান উত্তরবঙ্গের সাত জেলার 15 জন বিধায়ক। আর তখনই পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপি বিধায়কদের।
উত্তরকন্যার বাইরে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় তাঁদের। আর বাধার মুখে পড়ার পর পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিরোধী দলনেতা। পরে পরিস্থিতি সামাল দিতে ময়দানে আসতে হয় খোদ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব তথা জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন।
এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, "আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। আর আমাদেরই সচিবালয়ে যেতে পুলিশ বাধা দিচ্ছে। আমরা কোনও স্মারকলিপি বা কর্মসূচি অথবা কোনও আধিকারিকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম না। শুধুমাত্র দেখতে চাইছিলাম মুখ্যমন্ত্রী যে বলেছিলেন 19টা দফতরের পরিষেবা এই সচিবালয় থেকে পাওয়া যায়। সেটা সত্যি না মিথ্যা তা দেখতে ৷ পা-চাটা পুলিশ আমাদের আটকাল। কিছু লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী।"
এরপরই তিনি বলেন, "জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আবেদন করে এরপর আমরা অনুমতি নিয়ে আসব। আর এই পুলিশ আমাদের বাপ বাপ করে স্যালুট করে ঢোকাবে।" এরপরই তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়ে দেন ৷ উল্লেখ্য, আজ শিলিগুড়িতে চা শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে কনভেনশনে একটি অনুষ্ঠানের আয়োজন ছিল বিজেপি'র ৷ অনুষ্ঠানের নাম ছিল 'উত্তর উত্তরণের খোঁজে'৷ তৃণমূলের 'দুর্নীতি'র অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্রীয় প্রকল্পে উত্তরবঙ্গের 'বঞ্চিত'-দের নিয়ে আজ কর্মসূচি নিয়েছিল পদ্ম শিবির।
আরও পড়ুন: