শিলিগুড়ি, 13 জানুয়ারি : উদ্ধার হল প্রাচীন দেবী মূর্তি ৷ শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে এই মূর্তি উদ্ধার করেছে স্পেশ্যাল অপারেশন গ্রুপ (Special Operation Group recovers Ancient idol in Siliguri) ৷ গ্রেফতার দু'জন ৷
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় । চা বাগানের ভিতরে এই প্রাচীন মূর্তি পাচার করার চক্র চলছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল অপারেশন গ্রুপ । উদ্ধার হয় মূর্তিটি । যার আনুমানিক বাজার মূল্য ছ'কোটি টাকা ।
আরও পড়ুন : Idols found in Malda : মালদায় মহানন্দার তীরে মিলল 800 বছরের পুরোনো জোড়া মূর্তি
এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা হল মহম্মদ ইসমাইল ওরফে বাপ্পা । সে রাজগঞ্জের ভুন্দারুগছের বাসিন্দা । আরেকজন অরূপ মণ্ডল, তার বাড়ি হলদিবাড়িতে । বাগডোগরা থানার পুলিশের সহযোগিতায় চা বাগানের ভিতর কেনাবেচার সময় অভিযানটি চালানো হয় । ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে । পাশাপাশি মূর্তিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।