ETV Bharat / state

Snake Venom Seized: বন দফতরের অভিযানে শিলিগুড়িতে উদ্ধার 30 কোটি মূল্যের সাপের বিষ - নেপাল

পাচারের আগে অভিযান চালিয়ে 31 নম্বর জাতীয় সড়ক থেকে ফের সাপের বিষ উদ্ধার করল বনদফতর (Snake Venom Seized) । ঘটনায় রীতিমতো শোরগোল শিলিগুড়িতে। এই নিয়ে তৃতীয়বার সাপের বিষ উদ্ধার করল বন দফতর (Forest Department)।

Snake Venom Seized
30 কোটির সাপের বিষ
author img

By

Published : Oct 16, 2022, 6:19 PM IST

Updated : Oct 16, 2022, 8:24 PM IST

দার্জিলিং, 16 অক্টোবর: শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার 31 নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার কোটি কোটি টাকার সাপের বিষ । গোপনসূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। শনিবার রাতে ঘোষপুকুর এলাকায় জাতীয় সড়কে হানা দিয়ে উদ্ধার করা হয় কাঁচের জার ভরতি আড়াই কেজি সাপের বিষ (Snake Venom Seized)। পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে।

বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সরাফত। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত খুরাই এলাকায়। বনদফতরের কাছে গোপন সূত্রে খবর ছিল এক ব্যক্তি মোটরবাইকে করে সাপের বিষ নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছে। সেইমতো বনদফতরের একটি টিম ঘোষপুকুর এলাকার জাতীয় সড়কে ঘাঁটি গাড়ে। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটর বাইকে করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বনদফতরের ওই দলের সদস্যরা তাকে আটক করে ।

তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল অংকের সাপের বিষ। বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই সাপের বিষের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক প্রায় 30 কোটি টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বনদফতর প্রাথমিকভাবে জানতে পেরেছে ফ্রান্স (France) থেকে ওই সাপের বিষ বাংলাদেশ (Bangladesh) হয়ে ভারতে প্রবেশ করেছে।

বন দফতরের অভিযানে শিলিগুড়িতে উদ্ধার 30 কোটি মূল্যের সাপের বিষ

আরও পড়ুন: জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়িতে 13 কোটির সাপের বিষ উদ্ধার

ওই ব্যক্তি এই সাপের বিষের জারটি নেপালে (Nepal) পাচার করা হচ্ছিল বলে খবর। নেপাল থেকে সেটি চিনে (China) পাচারের পরিকল্পনা ছিল । তবে বনদফতরের অভিযানে ওই পাচার ছক বানচাল হয়ে যায়। ঘটনায় ওই ব্যক্তির মোটর বাইক আটক করেছে বনদফতর। তবে এই পাচারের চক্রে কোনও আন্তর্জাতিক চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বনদফতর। রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "জারটিতে ফ্রান্সের ট্যাগ রয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত করা হবে।" প্রসঙ্গত 2021 সালের 10 সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে একইভাবে জারভরতি 13 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছিল বনদফতর।

দার্জিলিং, 16 অক্টোবর: শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার 31 নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার কোটি কোটি টাকার সাপের বিষ । গোপনসূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। শনিবার রাতে ঘোষপুকুর এলাকায় জাতীয় সড়কে হানা দিয়ে উদ্ধার করা হয় কাঁচের জার ভরতি আড়াই কেজি সাপের বিষ (Snake Venom Seized)। পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে।

বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সরাফত। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত খুরাই এলাকায়। বনদফতরের কাছে গোপন সূত্রে খবর ছিল এক ব্যক্তি মোটরবাইকে করে সাপের বিষ নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছে। সেইমতো বনদফতরের একটি টিম ঘোষপুকুর এলাকার জাতীয় সড়কে ঘাঁটি গাড়ে। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটর বাইকে করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বনদফতরের ওই দলের সদস্যরা তাকে আটক করে ।

তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল অংকের সাপের বিষ। বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই সাপের বিষের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক প্রায় 30 কোটি টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বনদফতর প্রাথমিকভাবে জানতে পেরেছে ফ্রান্স (France) থেকে ওই সাপের বিষ বাংলাদেশ (Bangladesh) হয়ে ভারতে প্রবেশ করেছে।

বন দফতরের অভিযানে শিলিগুড়িতে উদ্ধার 30 কোটি মূল্যের সাপের বিষ

আরও পড়ুন: জলপাইগুড়িতে বিলাসবহুল গাড়িতে 13 কোটির সাপের বিষ উদ্ধার

ওই ব্যক্তি এই সাপের বিষের জারটি নেপালে (Nepal) পাচার করা হচ্ছিল বলে খবর। নেপাল থেকে সেটি চিনে (China) পাচারের পরিকল্পনা ছিল । তবে বনদফতরের অভিযানে ওই পাচার ছক বানচাল হয়ে যায়। ঘটনায় ওই ব্যক্তির মোটর বাইক আটক করেছে বনদফতর। তবে এই পাচারের চক্রে কোনও আন্তর্জাতিক চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বনদফতর। রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "জারটিতে ফ্রান্সের ট্যাগ রয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত করা হবে।" প্রসঙ্গত 2021 সালের 10 সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে একইভাবে জারভরতি 13 কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছিল বনদফতর।

Last Updated : Oct 16, 2022, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.