ETV Bharat / state

Red Panda at Darjeeling Zoo: একইসঙ্গে ভূমিষ্ঠ হল 6টি লাল পান্ডা, দার্জিলিং চিড়িয়াখানার মুকুটে নয়া পালক ! - Six red panda born at Darjeeling Zoo

দার্জিলিং চিড়িয়াখানায় (Padmaja Naidu Himalayan Zoological Park) রেড পান্ডা অন্যতম আকর্ষণ। দেশ-বিদেশের পর্যটকরা পান্ডা দেখতেই ভিড় জমান সেখানে ৷ কারণ দেশের কোনও চিড়িয়াখানায় আর রেড পান্ডার দেখা মেলে না। দেশের সেরা চিড়িয়াখানার শিরোপা জেতার পর এবার দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের মাথায় নতুন মুকুট (Six red panda born at Darjeeling Zoo) । একসঙ্গে ছ'টি লাল পান্ডার শাবক জন্ম নিল সেখানে।

Red Panda Borns in Darjeeling Zoo
রেড পান্ডা
author img

By

Published : Sep 15, 2022, 6:00 PM IST

Updated : Sep 15, 2022, 6:08 PM IST

দার্জিলিং, 15 সেপ্টেম্বর: একসঙ্গে ছ'টি লাল পান্ডা শাবক জন্ম নিল দার্জিলিং চিড়িয়াখানায় (Padmaja Naidu Himalayan Zoological Park Gets New Achievement)। ফের নতুন নজির পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের। স্বভাবতই খুশির হাওয়া পাহাড়ের চিড়িয়াখানায়।

এর আগে কখনও একসঙ্গে ছ'টি রেড পান্ডা শাবকের জন্ম হয়নি এখানে (Record 6 Red Pandas Born Together) । চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "প্রত্যেকটি শাবক সুস্থ রয়েছে। তাদের চিকিৎসকরা দেখভাল করছেন। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে।"

পান্ডার সংখ্যা বৃদ্ধি করতে তোপকেদাড়ায় পৃথক রেড পান্ডার প্রজননের ব্যবস্থা করেছিল দার্জিলিং চিড়িয়াখানা (Darjeeling Zoo) কর্তৃপক্ষ। সেখানেই পান্ডারা শাবক প্রসব করে থাকে। সুনীতা, প্রসন্ন ও কর্মা নামে রেড পান্ডা পরিবারের ওই শাবক নিয়ে এখন মোট 29টি রেড পান্ডা রয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। তবে তাদের এখনও লিঙ্গ নির্ধারণ করা হয়নি। তিন মাস পরে ওই ছয় শাবকের লিঙ্গ নির্ধারণ করা হবে। ওই ছ'টি রেড পান্ডা ছাড়া যে বাকি 23টি পান্ডা রয়েছে তাদের মধ্যে ছ'টি পুরুষ ও সতেরোটি মহিলা পান্ডা রয়েছে।

19 বছর পর চলতি বছরেই চারটি পান্ডাকে তোপকেদাড়া জঙ্গলে ছাড়া হয়েছে। তাদের নাম হল স্মাইলি, শিফু, ইয়েশে ও নোয়েল। এছাড়াও পরবর্তীতে আরও তিনটি পান্ডা ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে তাদের জঙ্গলে ছাড়ার আগে খোলা এনক্লোজারে ছাড়া হয় যাতে তারা বাইরে জঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এর বাইরে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেও প্রচুর রেড পান্ডা ছাড়া হয়েছে।

একসঙ্গে ছয় রেডপান্ডা শাবকের জন্ম দার্জিলিং চিড়িয়াখানায়

আরও পড়ুন: দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা, চতুর্থ স্থানে আলিপুর

তাদের গতিবিধির ওপর নজরদারি চালানোর জন্য গলায় রেডিও কলার লাগানো হয়। পান্ডাদের প্রজনন আগামিদিনেও চলবে বলে স্পষ্ট জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাসবরাজ হোলেইয়াচি বলেন, "এখানে পান্ডা ছাড়াও স্নো-লেপার্ড, তিবেতিয়ান নেকড়ে, হিমালয়ান স্যালাম্যান্ডার-সহ আরও অনেক প্রাণীর প্রজনন করানো হয়। আর এবার ছ'টি রেড পান্ডার শাবকের জন্ম দিয়ে নতুন রেকর্ড করেছে। একই সঙ্গে এত শাবকের জন্ম আগে হয়নি।"

দার্জিলিং, 15 সেপ্টেম্বর: একসঙ্গে ছ'টি লাল পান্ডা শাবক জন্ম নিল দার্জিলিং চিড়িয়াখানায় (Padmaja Naidu Himalayan Zoological Park Gets New Achievement)। ফের নতুন নজির পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের। স্বভাবতই খুশির হাওয়া পাহাড়ের চিড়িয়াখানায়।

এর আগে কখনও একসঙ্গে ছ'টি রেড পান্ডা শাবকের জন্ম হয়নি এখানে (Record 6 Red Pandas Born Together) । চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "প্রত্যেকটি শাবক সুস্থ রয়েছে। তাদের চিকিৎসকরা দেখভাল করছেন। সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে।"

পান্ডার সংখ্যা বৃদ্ধি করতে তোপকেদাড়ায় পৃথক রেড পান্ডার প্রজননের ব্যবস্থা করেছিল দার্জিলিং চিড়িয়াখানা (Darjeeling Zoo) কর্তৃপক্ষ। সেখানেই পান্ডারা শাবক প্রসব করে থাকে। সুনীতা, প্রসন্ন ও কর্মা নামে রেড পান্ডা পরিবারের ওই শাবক নিয়ে এখন মোট 29টি রেড পান্ডা রয়েছে দার্জিলিং চিড়িয়াখানায়। তবে তাদের এখনও লিঙ্গ নির্ধারণ করা হয়নি। তিন মাস পরে ওই ছয় শাবকের লিঙ্গ নির্ধারণ করা হবে। ওই ছ'টি রেড পান্ডা ছাড়া যে বাকি 23টি পান্ডা রয়েছে তাদের মধ্যে ছ'টি পুরুষ ও সতেরোটি মহিলা পান্ডা রয়েছে।

19 বছর পর চলতি বছরেই চারটি পান্ডাকে তোপকেদাড়া জঙ্গলে ছাড়া হয়েছে। তাদের নাম হল স্মাইলি, শিফু, ইয়েশে ও নোয়েল। এছাড়াও পরবর্তীতে আরও তিনটি পান্ডা ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে তাদের জঙ্গলে ছাড়ার আগে খোলা এনক্লোজারে ছাড়া হয় যাতে তারা বাইরে জঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এর বাইরে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেও প্রচুর রেড পান্ডা ছাড়া হয়েছে।

একসঙ্গে ছয় রেডপান্ডা শাবকের জন্ম দার্জিলিং চিড়িয়াখানায়

আরও পড়ুন: দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা, চতুর্থ স্থানে আলিপুর

তাদের গতিবিধির ওপর নজরদারি চালানোর জন্য গলায় রেডিও কলার লাগানো হয়। পান্ডাদের প্রজনন আগামিদিনেও চলবে বলে স্পষ্ট জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাসবরাজ হোলেইয়াচি বলেন, "এখানে পান্ডা ছাড়াও স্নো-লেপার্ড, তিবেতিয়ান নেকড়ে, হিমালয়ান স্যালাম্যান্ডার-সহ আরও অনেক প্রাণীর প্রজনন করানো হয়। আর এবার ছ'টি রেড পান্ডার শাবকের জন্ম দিয়ে নতুন রেকর্ড করেছে। একই সঙ্গে এত শাবকের জন্ম আগে হয়নি।"

Last Updated : Sep 15, 2022, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.