ETV Bharat / state

Cattle Smuggling: গরুপাচারের অভিযোগে পুলিশকর্মী-সহ গ্রেফতার 6 - গরু পাচারের বিরুদ্ধে এসএসবির অভিযান

গরু পাচার করতে গিয়ে পুলিশকর্মী-সহ গ্রেফতার 6 অভিযুক্ত ৷ ইন্দো-নেপাল সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (Cattle Smuggling in Siliguri) ৷

Cattle Smuggling
ETV Bharat
author img

By

Published : Dec 8, 2022, 9:40 AM IST

দার্জিলিং, 8 ডিসেম্বর: গরুপাচার নিয়ে সরগরম রাজ্য থেকে রাজনীতি ৷ গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ এবার গরু পাচার কাণ্ডে নাম জড়াল এক পুলিশ আধিকারিকের । বুধাবার ইন্দো-নেপাল সীমান্তে গরুপাচারের ঘটনায় এক পুলিশ কর্মচারী-সহ গ্রেফতার 6। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুর্শিদ আলম, পাপ্পু কুমার, মিনটু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম, ফনি রায় (SSB operation on the charge of Cattle smuggling) ।

অভিযুক্তদের মধ্যে প্রথম চারজন তাহির, আলম, পাপ্পু ও মিনটু বিহারের বাসিন্দা । মহম্মদ রফিকুল অসমের মুড়িগাঁও এলাকার বাসিন্দা এবং আলিপুরদুয়ারের বাসিন্দা পুলিশ কর্মী ফনি রায় নকশালবাড়ি থানায় কর্মরত । গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় এসএসবির (সশস্ত্র সীমা বল) 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বাংলা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কোটি টাকার তক্ষক উদ্ধার বিহারে

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্তর বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালায় এস‌এসবির 41 নম্বর ব্যাটেলিয়নের রামধনজোত ও ভাতগাভবও হেট কোয়ার্টারের এসএসবির জওয়ানরা । এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে 32টি পশু উদ্ধার হয়। সেইসঙ্গে গাড়িতে থাকা ছয়জনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়েছে । পরবর্তীতে বৈধ নথি না থাকায় ছয় অভিযুকুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে পশুগুলিকে অসমে পাচার করার ছক কষেছিল পাচারকারীরা। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি কিভাবে ওই পুলিশ কর্মী পাচারের সঙ্গে জড়িয়ে পড়লেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷

দার্জিলিং, 8 ডিসেম্বর: গরুপাচার নিয়ে সরগরম রাজ্য থেকে রাজনীতি ৷ গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ এবার গরু পাচার কাণ্ডে নাম জড়াল এক পুলিশ আধিকারিকের । বুধাবার ইন্দো-নেপাল সীমান্তে গরুপাচারের ঘটনায় এক পুলিশ কর্মচারী-সহ গ্রেফতার 6। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মহম্মদ তাহির, মহম্মদ খুর্শিদ আলম, পাপ্পু কুমার, মিনটু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম, ফনি রায় (SSB operation on the charge of Cattle smuggling) ।

অভিযুক্তদের মধ্যে প্রথম চারজন তাহির, আলম, পাপ্পু ও মিনটু বিহারের বাসিন্দা । মহম্মদ রফিকুল অসমের মুড়িগাঁও এলাকার বাসিন্দা এবং আলিপুরদুয়ারের বাসিন্দা পুলিশ কর্মী ফনি রায় নকশালবাড়ি থানায় কর্মরত । গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি এলাকায় অভিযান চালায় এসএসবির (সশস্ত্র সীমা বল) 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বাংলা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কোটি টাকার তক্ষক উদ্ধার বিহারে

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্তর বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালায় এস‌এসবির 41 নম্বর ব্যাটেলিয়নের রামধনজোত ও ভাতগাভবও হেট কোয়ার্টারের এসএসবির জওয়ানরা । এরপর সন্দেহজনক একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে 32টি পশু উদ্ধার হয়। সেইসঙ্গে গাড়িতে থাকা ছয়জনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়েছে । পরবর্তীতে বৈধ নথি না থাকায় ছয় অভিযুকুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে পশুগুলিকে অসমে পাচার করার ছক কষেছিল পাচারকারীরা। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি কিভাবে ওই পুলিশ কর্মী পাচারের সঙ্গে জড়িয়ে পড়লেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.