ETV Bharat / state

কোরোনা : শিলিগুড়িতে 24 ঘণ্টায় মৃত 6, জেলায় আক্রান্ত 62 - শিলিগুড়িতে কোরোনায় মৃত্যু

দার্জিলিং জেলায় 62 জন নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন । সংক্রমিতদের মধ্যে মাটিগাড়া ব্লকের আটজন, নকশালবাড়ি ব্লকের 20 জন, দার্জিলিং পৌর এলাকার পাঁচজন, খড়িবাড়ির দুজন, বিজনবাড়ি ও মিরিকের একজন করে এবং কার্শিয়াং মহকুমায় 10 জন সংক্রমিত রয়েছেন ।

কোভিড
Covid
author img

By

Published : Aug 9, 2020, 5:47 AM IST

শিলিগুড়ি, 9 অগাস্ট : কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যু অব্যাহত । শনিবার শিলিগুড়িতে মৃত্যু হয়েছে ছয়জন করোনা সংক্রমিতের ৷ প্রত্যেকেই শিলিগুড়িতে চিকিৎসাধীন ছিলেন ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, ছয়জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে কাওয়াখালির কোভিড হাসপাতালে ৷ দুজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, একজন মারা গিয়েছেন সেভক রোডের এক নার্সিংহোমে । মৃতদের মধ্যে তিনজন শিলিগুড়ি মহকুমার বাসিন্দা ছিলেন । বাকিরা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের বাসিন্দা । প্রত্যেকের দেহ স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হয়েছে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অর্থাৎ রিকুতে মৃত্যু হয়েছে শিলিগুড়ির পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধার এবং উত্তর দিনাজপুরের এক মহিলার । অন্যদিকে, মালবাজার মহকুমার এক মহিলা, শিলিগুড়ি পৌরনিগমের 34 নম্বর ওয়ার্ডের সুর্যসেন কলোনির এক প্রৌঢ় এবং নকশালবাড়ি ব্লকের এক বাসিন্দা কাওয়াখালি মাটিগাড়ার কোভিড হাসপাতালে মারা যান । সেবক রোডের একটি নার্সিংহোমে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার সারদাপল্লির এক বৃদ্ধার । শিলিগুড়ি সূর্যসেন কলোনির যে প্রৌঢ়র মৃত্যু হয়েছে তিনি দ্বিতীয়বার করোনা সংক্রমিত হয়ে মারা যান কাওয়াখালির কোভিড হাসপাতালে।

অন্যদিকে, দার্জিলিং জেলায় 62 জন নতুন করে সংক্রমিত হয়েছেন । সংক্রমিতদের মধ্যে মাটিগাড়া ব্লকের আটজন, নকশালবাড়ি ব্লকের 20 জন, দার্জিলিং পৌরসভায় পাঁচ জন, খড়িবাড়ি দুজন, বিজনবাড়ি ও মিরিকের একজন এবং কার্শিয়াং মহকুমায় 10 জন সংক্রমিত রয়েছেন । মাটিগাড়া ব্লকের সংক্রমিতদের মধ্যে চারজন BSF জওয়ান এবং নকশালবাড়ি ব্লকের মোট সংক্রমিতদের মধ্যে 15 জন জওয়ান রয়েছেন ।

শিলিগুড়ি পৌরনিগমের 23 জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন । তার মধ্যে দুজন পুলিশকর্মী রয়েছেন । এছাড়া 32 ও 46 নম্বরের তিনজন করে, 12 ও 44 নম্বরে দুজন করে, পাঁচ, আট, 14, 24, 28, 33 ও 38 নম্বরে একজন করে রয়েছেন । কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 41 জন ।

শিলিগুড়ি, 9 অগাস্ট : কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যু অব্যাহত । শনিবার শিলিগুড়িতে মৃত্যু হয়েছে ছয়জন করোনা সংক্রমিতের ৷ প্রত্যেকেই শিলিগুড়িতে চিকিৎসাধীন ছিলেন ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, ছয়জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে কাওয়াখালির কোভিড হাসপাতালে ৷ দুজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, একজন মারা গিয়েছেন সেভক রোডের এক নার্সিংহোমে । মৃতদের মধ্যে তিনজন শিলিগুড়ি মহকুমার বাসিন্দা ছিলেন । বাকিরা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের বাসিন্দা । প্রত্যেকের দেহ স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হয়েছে ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অর্থাৎ রিকুতে মৃত্যু হয়েছে শিলিগুড়ির পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধার এবং উত্তর দিনাজপুরের এক মহিলার । অন্যদিকে, মালবাজার মহকুমার এক মহিলা, শিলিগুড়ি পৌরনিগমের 34 নম্বর ওয়ার্ডের সুর্যসেন কলোনির এক প্রৌঢ় এবং নকশালবাড়ি ব্লকের এক বাসিন্দা কাওয়াখালি মাটিগাড়ার কোভিড হাসপাতালে মারা যান । সেবক রোডের একটি নার্সিংহোমে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার সারদাপল্লির এক বৃদ্ধার । শিলিগুড়ি সূর্যসেন কলোনির যে প্রৌঢ়র মৃত্যু হয়েছে তিনি দ্বিতীয়বার করোনা সংক্রমিত হয়ে মারা যান কাওয়াখালির কোভিড হাসপাতালে।

অন্যদিকে, দার্জিলিং জেলায় 62 জন নতুন করে সংক্রমিত হয়েছেন । সংক্রমিতদের মধ্যে মাটিগাড়া ব্লকের আটজন, নকশালবাড়ি ব্লকের 20 জন, দার্জিলিং পৌরসভায় পাঁচ জন, খড়িবাড়ি দুজন, বিজনবাড়ি ও মিরিকের একজন এবং কার্শিয়াং মহকুমায় 10 জন সংক্রমিত রয়েছেন । মাটিগাড়া ব্লকের সংক্রমিতদের মধ্যে চারজন BSF জওয়ান এবং নকশালবাড়ি ব্লকের মোট সংক্রমিতদের মধ্যে 15 জন জওয়ান রয়েছেন ।

শিলিগুড়ি পৌরনিগমের 23 জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন । তার মধ্যে দুজন পুলিশকর্মী রয়েছেন । এছাড়া 32 ও 46 নম্বরের তিনজন করে, 12 ও 44 নম্বরে দুজন করে, পাঁচ, আট, 14, 24, 28, 33 ও 38 নম্বরে একজন করে রয়েছেন । কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 41 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.