ETV Bharat / state

দিলীপ ঘোষকে নিগ্রহের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল, গ্রেপ্তার একাধিক

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে শিলিগুড়িতে BJP কর্মীদের মিছিল ৷ পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি ৷ গ্রেপ্তার একাধিক BJP সদস্য ৷

author img

By

Published : Aug 30, 2019, 9:18 PM IST

শিলিগুড়ি

শিলিগুড়ি, 30 আগস্ট : চায়ে পে চর্চায় গিয়ে উত্তর চব্বিশ পরগনার লেকটাউনে নিগৃহীত হন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপরই রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হন BJPর নেতা-কর্মীরা । আজ শিলিগুড়িতে রাজ্য সভাপতিকে নিগ্রহের প্রতিবাদে রাস্তায় নামে BJP নেতৃত্ব ৷ ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের ৷

BJP কর্মীদের মিছিল কিছুটা এগোতেই আটকে দেয় পুলিশ ৷ মিছিলে বাধা পড়তেই পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়৷ প্রায় 30 জন যুব মোর্চা সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । BJP নেতৃত্ব তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়৷ তাদের অভিযোগ, লেকটাউনে রাজ্য সভাপতির ওপর স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় । পুলিশ সেখানে সক্রিয়তা দেখায়নি ৷ উল্টো দিকে প্রতিবাদে নামতে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে ৷

একাধিক কর্মী গ্রেপ্তার হতেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন BJP নেতারা ৷ তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে সক্রিয় । যারা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয় না ।

শিলিগুড়ি, 30 আগস্ট : চায়ে পে চর্চায় গিয়ে উত্তর চব্বিশ পরগনার লেকটাউনে নিগৃহীত হন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপরই রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হন BJPর নেতা-কর্মীরা । আজ শিলিগুড়িতে রাজ্য সভাপতিকে নিগ্রহের প্রতিবাদে রাস্তায় নামে BJP নেতৃত্ব ৷ ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের ৷

BJP কর্মীদের মিছিল কিছুটা এগোতেই আটকে দেয় পুলিশ ৷ মিছিলে বাধা পড়তেই পুলিশের সঙ্গে BJP কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়৷ প্রায় 30 জন যুব মোর্চা সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । BJP নেতৃত্ব তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়৷ তাদের অভিযোগ, লেকটাউনে রাজ্য সভাপতির ওপর স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় । পুলিশ সেখানে সক্রিয়তা দেখায়নি ৷ উল্টো দিকে প্রতিবাদে নামতে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে ৷

একাধিক কর্মী গ্রেপ্তার হতেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন BJP নেতারা ৷ তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে সক্রিয় । যারা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয় না ।

Intro:দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দিতেই গ্রেপ্তার একাধিক বিজেপি যুব মোর্চা সদস্য!

শিলিগুড়ি, ৩০ আগস্টঃ চায়ে পে চর্চায় গিয়ে উত্তর চব্বিশ পরগনার লেকটাউনে শারিরীকভাবে নিগৃহীত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরেই রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হন বিজেপির নেতৃত্বরা। শিলিগুড়িতেও প্রতিবাদে সরব হন বিজেপির যুব নেতৃত্বরা। যদিও বিজেপির প্রতিবাদ মিছিল শুরু হতেই রনংদেহী মূর্তি ধারণ করে পথে নামে পুলিশ। মিছিলে বাঁধা পড়তেই শুরু হয় ধস্তাধস্তি। এরপরেই একে একে প্রায় ৩০ জন বিজেপির যুব মোর্চা সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। Body:যুব নেতৃত্বরা এদিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷ তাদের অভিযোগ, লেকটাউনে রাজ্য সভাপতির ওপর স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। যদিও পুলিশি ভূমিকা এক্কেবারেই নিষ্কৃয় ছিল। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ মিছিলে সামিল হয় তারা। যদিও পুলিশি বাধার মুখে পড়তে হয়। Conclusion:এদিনের ঘটনার জেরে ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির নেতৃত্বরা। তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে তৎপর। যদিও যারা অগ্রাসী মনোভাব নিয়ে চলছে তাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থায় নেয় না।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.