ETV Bharat / state

বাতিল রশিদে কর আদায়, বোরো অফিসে বিক্ষোভ তৃণমূলের - Siliguri TMC leaders show agitation

একবছর আগে বাতিল হয়ে যাওয়া রশিদে কর আদায় করছিলেন এক বোরো কর্মী ৷ ঘটনাটি সামনে আসার পরই গতকাল উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান বোরো চেয়ারম্যান ৷ কিন্তু, অভিযুক্ত কর্মী বাম সমর্থক হওয়ায় ব্যবস্থা নিচ্ছেন না পৌর বোর্ডের কর্তারা ৷ এই অভিযোগ আনেন পৌরনিগমের বিরোধী দলনেতা ৷

শিলিগুড়ি পৌরনিগম
শিলিগুড়ি পৌরনিগম
author img

By

Published : Feb 19, 2020, 10:47 PM IST

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : বাতিল রশিদে বাড়ি তৈরির অনুমতি পাশ করার জন্য কর হিসেবে টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা তৃণমূল ৷ পৌরনিগমে বিক্ষোভ দেখান তৃণমূলের কাউন্সিলর-সহ অন্য নেতারা ৷ অভিযোগ, বাম কর্মী সমর্থক বলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চাইছেন না বর্তমান পৌর বোর্ডের কর্তারা ৷

আজ দুপুরে দলীয় কাউন্সিলরদের নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের কমিশনারের ঘরে যান বিরোধী দলনেতা রঞ্জন সরকার ৷ তাঁর অভিযোগ, যে কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এর আগেও একই ধরনের কারচুপি ও টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত হয়ে বরখাস্ত হয়েছিলেন ওই কর্মী ৷ কিন্তু, তিনি বাম সমর্থক বলেই তাঁকে 'প্রাইজ় পোস্টিং' দিয়ে কর আদায়ের কাজে যুক্ত করা হয় ৷

পৌরনিগমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কাউন্সিলর-সহ অন্য নেতারা

অভিযুক্ত কর্মীকে আড়াল করার প্রশ্ন নেই বলেই জানান ডেপুটি মেয়র রামভজন মাহাত ৷ তিনি বলেন, "একটি অভিযোগ সামনে এসেছে ৷ ঘটনার জেরে গতকালই পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ বাকি তদন্ত পুলিশ করেছে ৷"

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : বাতিল রশিদে বাড়ি তৈরির অনুমতি পাশ করার জন্য কর হিসেবে টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা তৃণমূল ৷ পৌরনিগমে বিক্ষোভ দেখান তৃণমূলের কাউন্সিলর-সহ অন্য নেতারা ৷ অভিযোগ, বাম কর্মী সমর্থক বলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চাইছেন না বর্তমান পৌর বোর্ডের কর্তারা ৷

আজ দুপুরে দলীয় কাউন্সিলরদের নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের কমিশনারের ঘরে যান বিরোধী দলনেতা রঞ্জন সরকার ৷ তাঁর অভিযোগ, যে কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এর আগেও একই ধরনের কারচুপি ও টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত হয়ে বরখাস্ত হয়েছিলেন ওই কর্মী ৷ কিন্তু, তিনি বাম সমর্থক বলেই তাঁকে 'প্রাইজ় পোস্টিং' দিয়ে কর আদায়ের কাজে যুক্ত করা হয় ৷

পৌরনিগমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কাউন্সিলর-সহ অন্য নেতারা

অভিযুক্ত কর্মীকে আড়াল করার প্রশ্ন নেই বলেই জানান ডেপুটি মেয়র রামভজন মাহাত ৷ তিনি বলেন, "একটি অভিযোগ সামনে এসেছে ৷ ঘটনার জেরে গতকালই পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ বাকি তদন্ত পুলিশ করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.