ETV Bharat / state

Mutton-chicken-wine in Holi bumper lottery: 10 টাকায় জোড়া খাসি-মুরগি-বিদেশি মদ, হোলি বাম্পার লটারি শিলিগুড়িতে

দশ টাকার লটারিতে জোড়া খাসি থেকে দেশি মুরগি (mutton chicken wine in Holi bumper lottery)। এছাড়াও পুরস্কারে থাকছে বিদেশি মদ, ইলিশ মাছ । শিলিগুড়িতে হোলি বাম্পার লটারির পুরস্কারে রয়েছে অনেক চমক (Siliguri lottery)।

Siliguri people can win mutton, chicken, wine in Holi bumper lottery
10 টাকায় জোড়া খাসি-মুরগি-বিদেশি মদ, হোলি বাম্পার লটারি শিলিগুড়িতে
author img

By

Published : Mar 15, 2022, 12:27 PM IST

শিলিগুড়ি, 15 মার্চ: মাসের শেষে হোলির আনন্দে মেতে ওঠার আগেই পকেট কি হাত তুলে নিয়েছে ? কুছ পরোয়া নহি ৷ রংয়ের উৎসবের আগে শিলিগুড়ির (Siliguri lottery) মানুষকে স্বস্তি দিতে এক অভিনব লটারি বাজারে আনা হল (mutton chicken wine in Holi bumper lottery) ৷ মাত্র 10 টাকার সেই লটারিই হোলির দিনে আপনার সেলিব্রেশনের যাবতীয় ব্যবস্থা করে দিতে পারে ৷ কারণ লটারির পুরস্কারে রাখা হয়েছে সে রকমই অভিনবত্ব ৷

এখনও কাটেনি কোভিডের জের জিনিসপত্রের আকাশছোঁয়া দাম ৷ তার উপর আয়ের পথও সংকুচিত ৷ কমেছে ইপিএফ-এর সুদের হার, বাড়ছে ইএমআই ৷ সবমিলিয়ে মধ্যবিত্তের কাছে সময়টা বড়ই কঠিন ৷ মাথায় একরাশ চিন্তার মধ্যেই আবার সামনে রংয়ের উৎসব (Holi 2022) ৷ তবে টান রয়েছে পকেটে ৷ সে কথা মাথায় রেখেই হোলির আগে লটারিতে ভরসা রাখছেন শিলিগুড়ির মানুষ ৷ কারণ এই লটারির পুরস্কারে রয়েছে বিশেষ চমক ৷

হোলি বাম্পার লটারির 10 টাকার টিকিটের প্রথম পুরস্কার জোড়া খাসি ৷ বাজারে বর্তমানে খাসির মাংসের কেজি প্রতি দাম 800 টাকা ৷ উৎসবের দিনে সেটাই প্রায় হাজার ছাড়িয়ে যায় ৷ কাজেই 10 টাকার লটারি কিনে যদি জোড়া খাসি মেলে তাহলে এর থেকে ভালো আর কীই বা হতে পারে ৷ আর যদি প্রথম পুরস্কার না-পান, তাতেও কোনও ক্ষতি নেই ৷ পরপর রয়েছে এ রকমই আরও চমকপ্রদ কিছু পুরস্কার ৷ সেই তালিকায়, দেশি মুরগি, ইলিশ মাছ ছাড়াও রয়েছে বিদেশি মদের সম্ভার ৷

আরও পড়ুন: farm labour wins lottery: লটারি কেটে কোটিপতি ক্যানিংয়ের ক্ষেতমজুর

প্রথম ও দ্বিতীয় পুরস্কারে খাসি ছাড়াও, তৃতীয়, চতুর্থ থেকে সান্তনা পুরস্কার - সবেতেই চমক রয়েছে । যেমন তৃতীয় থেকে পঞ্চম আর সপ্তম পুরস্কার হিসেবে থাকছে বিদেশি মদ । ষষ্ঠ পুরস্কার ইলিশ মাছ । আর অষ্টম থেকে দশম দেশি মুরগি । 20 জনকে সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হবে একটা করে ব্রয়লার মুরগি ।

হোলির (Holi bumper lottery) নেশায় বুঁদ করার যাবতীয় সরঞ্জাম নিয়ে হাজির এই লটারি ৷ হোলির ঠিক দু‘দিন আগে মঙ্গলবার ওই লটারি খেলা হবে । গোলাপি রঙের লটারি পেতে এখন শিলিগুড়িতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই । শহরের সুরাপ্রেমীদের এখন পাখির চোখ এই লটারি । তবে লটারিতে পুরস্কার হিসেবে বিদেশি মদ শুনে ভ্রু কুঁচকেছেন অনেকে । কিন্তু লটারির আয়োজকরা যেন বলতে চেয়েছেন, "বুরা না মানো হোলি হ্যায় ।"

আরও পড়ুন: Truck Driver wins Lottery : লটারি জিতে রানিগঞ্জের ট্রাকচালক কোটিপতি

শিলিগুড়ি, 15 মার্চ: মাসের শেষে হোলির আনন্দে মেতে ওঠার আগেই পকেট কি হাত তুলে নিয়েছে ? কুছ পরোয়া নহি ৷ রংয়ের উৎসবের আগে শিলিগুড়ির (Siliguri lottery) মানুষকে স্বস্তি দিতে এক অভিনব লটারি বাজারে আনা হল (mutton chicken wine in Holi bumper lottery) ৷ মাত্র 10 টাকার সেই লটারিই হোলির দিনে আপনার সেলিব্রেশনের যাবতীয় ব্যবস্থা করে দিতে পারে ৷ কারণ লটারির পুরস্কারে রাখা হয়েছে সে রকমই অভিনবত্ব ৷

এখনও কাটেনি কোভিডের জের জিনিসপত্রের আকাশছোঁয়া দাম ৷ তার উপর আয়ের পথও সংকুচিত ৷ কমেছে ইপিএফ-এর সুদের হার, বাড়ছে ইএমআই ৷ সবমিলিয়ে মধ্যবিত্তের কাছে সময়টা বড়ই কঠিন ৷ মাথায় একরাশ চিন্তার মধ্যেই আবার সামনে রংয়ের উৎসব (Holi 2022) ৷ তবে টান রয়েছে পকেটে ৷ সে কথা মাথায় রেখেই হোলির আগে লটারিতে ভরসা রাখছেন শিলিগুড়ির মানুষ ৷ কারণ এই লটারির পুরস্কারে রয়েছে বিশেষ চমক ৷

হোলি বাম্পার লটারির 10 টাকার টিকিটের প্রথম পুরস্কার জোড়া খাসি ৷ বাজারে বর্তমানে খাসির মাংসের কেজি প্রতি দাম 800 টাকা ৷ উৎসবের দিনে সেটাই প্রায় হাজার ছাড়িয়ে যায় ৷ কাজেই 10 টাকার লটারি কিনে যদি জোড়া খাসি মেলে তাহলে এর থেকে ভালো আর কীই বা হতে পারে ৷ আর যদি প্রথম পুরস্কার না-পান, তাতেও কোনও ক্ষতি নেই ৷ পরপর রয়েছে এ রকমই আরও চমকপ্রদ কিছু পুরস্কার ৷ সেই তালিকায়, দেশি মুরগি, ইলিশ মাছ ছাড়াও রয়েছে বিদেশি মদের সম্ভার ৷

আরও পড়ুন: farm labour wins lottery: লটারি কেটে কোটিপতি ক্যানিংয়ের ক্ষেতমজুর

প্রথম ও দ্বিতীয় পুরস্কারে খাসি ছাড়াও, তৃতীয়, চতুর্থ থেকে সান্তনা পুরস্কার - সবেতেই চমক রয়েছে । যেমন তৃতীয় থেকে পঞ্চম আর সপ্তম পুরস্কার হিসেবে থাকছে বিদেশি মদ । ষষ্ঠ পুরস্কার ইলিশ মাছ । আর অষ্টম থেকে দশম দেশি মুরগি । 20 জনকে সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হবে একটা করে ব্রয়লার মুরগি ।

হোলির (Holi bumper lottery) নেশায় বুঁদ করার যাবতীয় সরঞ্জাম নিয়ে হাজির এই লটারি ৷ হোলির ঠিক দু‘দিন আগে মঙ্গলবার ওই লটারি খেলা হবে । গোলাপি রঙের লটারি পেতে এখন শিলিগুড়িতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই । শহরের সুরাপ্রেমীদের এখন পাখির চোখ এই লটারি । তবে লটারিতে পুরস্কার হিসেবে বিদেশি মদ শুনে ভ্রু কুঁচকেছেন অনেকে । কিন্তু লটারির আয়োজকরা যেন বলতে চেয়েছেন, "বুরা না মানো হোলি হ্যায় ।"

আরও পড়ুন: Truck Driver wins Lottery : লটারি জিতে রানিগঞ্জের ট্রাকচালক কোটিপতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.