ETV Bharat / state

দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ - Zoological Park

Darjeeling Zoological Park: পর্যটকদের জন্য নতুন বছরে আরও অন্যরকম হতে চলেছে দার্জিলিং জুওলজিকাল পার্ক ৷ এবার চিড়িয়াখানায় আনা হয়েছে দুই সাইবেরিয়ান বাঘ ৷

Etv Bharat
দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ান বাঘ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 6:54 AM IST

Updated : Dec 11, 2023, 8:21 AM IST

দার্জিলিং, 11 ডিসেম্বর: দার্জিলিং সফর এখন থেকে আরও চমকপদ হতে চলেছে ৷ স্থানীয় চিডিয়াখানায় পর্যটকদের স্বাগত জানাতে উপস্থিত লারা ও আকামাস ৷ নতুন বছর শুরুর আগেই এই দুই সাইবেরিয়ান টাইগার দম্পতিকে পেয়ে উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন দফতর। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে এসে পৌঁছেছে সুদূর ইউরোপের দুই অতিথি। সাইপ্রাসের পাফোস চিড়িয়াখানা থেকে রবিবার রাতে এসে পৌঁছেছে এই সাইবেরিয়ান টাইগার দম্পতি।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "সাইপ্রাসের পাফোস চিড়িয়াখানা থেকে ওই দুই সাইবেরিয়ান বাঘকে আনা হয়েছে। দু'জনই সম্পূর্ণ সুস্থ। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নজরদারি ও অতিরিক্ত দেখভালের নির্দেশ দেওয়া হয়েছে।" দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "লারা ও আকামাস শনিবার বিশেষ বিমানে কলকাতা পৌঁছয়। সেখান থেকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে।"

জানা গিয়েছে, লারা ও আকামাসকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাদের জন্য আট পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে টিম তৈরি হয়েছিল। রবিবার রাতে তাদের চিড়িয়াখানার নাইট শেল্টারে রাখা হয়েছে। আগামী এক মাস তাদের কোয়ারান্টাইনেই থাকতে হবে। দুজনের জন্য থাকছে বিশেষ ডায়েট। চলবে ভিটামিন। সব ঠিক থাকলে ইংরেজি নতুন বছরে পর্যটকদের জন্য তাদের প্রকাশ্যে আনা হবে। সাইবেরিয়ান টাইগারের পরিবর্তে দুটি রেড পান্ডাকে পাঠানো হয়েছে ইউরোপের ওই চিডিয়াখানায়। একটির বয়স 6 বছর ও অন্যটির বয়স 1.5 বছর।

দার্জিলিং চিড়িয়াখানায় বর্তমানে 9টি পুরুষ এবং 15টি মহিলা রেড পান্ডা আছে। এই চিড়িয়াখানাতেই একমাত্র রেড পান্ডার প্রজননের ব্যবস্থা রয়েছে। এক যুগের বেশি সময় পর এই দম্পতিই ভারতের 'একমাত্র' সাইবেরিয়ান টাইগার হতে চলেছে। এর আগে নৈনিতালের চিড়িয়াখানায় থাকা শেষ সাইবেরিয়ান বাঘটির মৃত্যু হয়েছিল 2011 সালে। এছাড়া দার্জিলিং চিড়িয়াখানাতে একটি সাইবেরিয়ান বাঘ ছিল, তার নাম ছিল 'প্যাটি'। তার মৃত্যু হয়েছিল 2007 সালে। অন্যদিকে, এই ডিসেম্বর মাসেই বেঙ্গল সাফারি পার্কে সিংহ দম্পত্তির আসার কথা থাকলেও প্রক্রিয়াগত কারণে তা এক মাস পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে, ইংরেজি নতুন বছরের অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বেঙ্গল সাফারি পার্কে আগমণ হবে সিংহ-দম্পত্তির।

আরও পড়ুন:

1. বন দফতরের পাতা জাল ছেঁড়া, কুলতলিতে বাঘের পায়ের ছাপে আতংক

2. সাধারণ সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে রূপান্তর, তাক লাগাল রাজকোটের নবম শ্রেণির ছাত্র

3. বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি দিলেন মালা রায়

দার্জিলিং, 11 ডিসেম্বর: দার্জিলিং সফর এখন থেকে আরও চমকপদ হতে চলেছে ৷ স্থানীয় চিডিয়াখানায় পর্যটকদের স্বাগত জানাতে উপস্থিত লারা ও আকামাস ৷ নতুন বছর শুরুর আগেই এই দুই সাইবেরিয়ান টাইগার দম্পতিকে পেয়ে উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন দফতর। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে এসে পৌঁছেছে সুদূর ইউরোপের দুই অতিথি। সাইপ্রাসের পাফোস চিড়িয়াখানা থেকে রবিবার রাতে এসে পৌঁছেছে এই সাইবেরিয়ান টাইগার দম্পতি।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "সাইপ্রাসের পাফোস চিড়িয়াখানা থেকে ওই দুই সাইবেরিয়ান বাঘকে আনা হয়েছে। দু'জনই সম্পূর্ণ সুস্থ। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নজরদারি ও অতিরিক্ত দেখভালের নির্দেশ দেওয়া হয়েছে।" দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "লারা ও আকামাস শনিবার বিশেষ বিমানে কলকাতা পৌঁছয়। সেখান থেকে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে।"

জানা গিয়েছে, লারা ও আকামাসকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাদের জন্য আট পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে টিম তৈরি হয়েছিল। রবিবার রাতে তাদের চিড়িয়াখানার নাইট শেল্টারে রাখা হয়েছে। আগামী এক মাস তাদের কোয়ারান্টাইনেই থাকতে হবে। দুজনের জন্য থাকছে বিশেষ ডায়েট। চলবে ভিটামিন। সব ঠিক থাকলে ইংরেজি নতুন বছরে পর্যটকদের জন্য তাদের প্রকাশ্যে আনা হবে। সাইবেরিয়ান টাইগারের পরিবর্তে দুটি রেড পান্ডাকে পাঠানো হয়েছে ইউরোপের ওই চিডিয়াখানায়। একটির বয়স 6 বছর ও অন্যটির বয়স 1.5 বছর।

দার্জিলিং চিড়িয়াখানায় বর্তমানে 9টি পুরুষ এবং 15টি মহিলা রেড পান্ডা আছে। এই চিড়িয়াখানাতেই একমাত্র রেড পান্ডার প্রজননের ব্যবস্থা রয়েছে। এক যুগের বেশি সময় পর এই দম্পতিই ভারতের 'একমাত্র' সাইবেরিয়ান টাইগার হতে চলেছে। এর আগে নৈনিতালের চিড়িয়াখানায় থাকা শেষ সাইবেরিয়ান বাঘটির মৃত্যু হয়েছিল 2011 সালে। এছাড়া দার্জিলিং চিড়িয়াখানাতে একটি সাইবেরিয়ান বাঘ ছিল, তার নাম ছিল 'প্যাটি'। তার মৃত্যু হয়েছিল 2007 সালে। অন্যদিকে, এই ডিসেম্বর মাসেই বেঙ্গল সাফারি পার্কে সিংহ দম্পত্তির আসার কথা থাকলেও প্রক্রিয়াগত কারণে তা এক মাস পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে, ইংরেজি নতুন বছরের অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বেঙ্গল সাফারি পার্কে আগমণ হবে সিংহ-দম্পত্তির।

আরও পড়ুন:

1. বন দফতরের পাতা জাল ছেঁড়া, কুলতলিতে বাঘের পায়ের ছাপে আতংক

2. সাধারণ সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে রূপান্তর, তাক লাগাল রাজকোটের নবম শ্রেণির ছাত্র

3. বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য চিড়িখানায় প্রায় কোটি টাকার ব্যাটারিচালিত গাড়ি দিলেন মালা রায়

Last Updated : Dec 11, 2023, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.