ETV Bharat / state

COVID আতঙ্ক : আনলক-1-এ কার্সিয়াংয়ে বন্ধ 95 শতাংশ দোকান

29 মে কার্সিয়াং ও সোনাদায় অন্তত চারজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলে । এরপরই কোরোনা সংক্রমণ রোধে 3 জুন থেকে 9 জুন পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত নেন অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসায়ীরা ।

shops closed amid coronavirus
Market Closed
author img

By

Published : Jun 4, 2020, 10:43 AM IST

কার্সিয়াং, 3 জুন : কোরোনা আতঙ্কের জেরে এবার অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ কার্সিয়াংয়ে । বন্ধ থাকবে 9 জুন পর্যন্ত । গোর্খা জনমুক্তি মোর্চার ব্যবসায়ী সংগঠনের তরফে বুধবার সবজি, ফল, মাছ, মাংসের মতো অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ রাখা হয় । বন্ধ ছিল অন্যান্য দোকানও। নামমাত্র কয়েকটি দোকান খোলা থাকলেও ঝাঁপ ছিল অর্ধেক নামানো ।

আনলক-1-এর তৃতীয় দিন থেকে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের সমস্যা বেড়েছে । দিনকয়েক আগেই কার্সিয়াংয়ে কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । আর তাতেই আতঙ্কিত স্থানীয়রা । ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক অজয় প্রধান বলেন, "এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয় । কোরোনা ভাইরাস মোকাবিলার অঙ্গ ।"

দু' মাসের বেশি সময় ধরে লকডাউনে COVID মুক্ত ছিল কার্সিয়াং । কিন্তু, 29 মে কার্সিয়াং ও সোনাদায় অন্তত চারজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলে । এরপরই বদলে যেতে থাকে কার্সিয়াংয়ের ছবিটা । কোরোনা সংক্রমণ রোধে অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসায়ীরা 3 জুন থেকে 9 জুন পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত নেন । যার জেরেই কার্সিয়াংয়ে বন্ধ 95 শতাংশ দোকান ।

কার্সিয়াং, 3 জুন : কোরোনা আতঙ্কের জেরে এবার অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ কার্সিয়াংয়ে । বন্ধ থাকবে 9 জুন পর্যন্ত । গোর্খা জনমুক্তি মোর্চার ব্যবসায়ী সংগঠনের তরফে বুধবার সবজি, ফল, মাছ, মাংসের মতো অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ রাখা হয় । বন্ধ ছিল অন্যান্য দোকানও। নামমাত্র কয়েকটি দোকান খোলা থাকলেও ঝাঁপ ছিল অর্ধেক নামানো ।

আনলক-1-এর তৃতীয় দিন থেকে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের সমস্যা বেড়েছে । দিনকয়েক আগেই কার্সিয়াংয়ে কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । আর তাতেই আতঙ্কিত স্থানীয়রা । ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক অজয় প্রধান বলেন, "এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয় । কোরোনা ভাইরাস মোকাবিলার অঙ্গ ।"

দু' মাসের বেশি সময় ধরে লকডাউনে COVID মুক্ত ছিল কার্সিয়াং । কিন্তু, 29 মে কার্সিয়াং ও সোনাদায় অন্তত চারজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলে । এরপরই বদলে যেতে থাকে কার্সিয়াংয়ের ছবিটা । কোরোনা সংক্রমণ রোধে অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসায়ীরা 3 জুন থেকে 9 জুন পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত নেন । যার জেরেই কার্সিয়াংয়ে বন্ধ 95 শতাংশ দোকান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.