ETV Bharat / state

উত্তরকাশীর ঘটনা দেখে সেভক-রংপো রেল প্রকল্পে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা - উত্তরকাশী

Sevok-Rangpo Rail Project: উত্তরকাশীর ঘটনার পর সেভক-রংপো রেল প্রকল্প নিয়ে নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ ও ইরকন ৷ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অরিতিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ এই নিয়ে শুক্রবার উচ্চপর্যায়ের একটি বৈঠকও হয় ৷

Sevok-Rangpo Rail Project
Sevok-Rangpo Rail Project
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 6:46 PM IST

Updated : Nov 25, 2023, 8:47 AM IST

শিলিগুড়ি, 24 নভেম্বর: উত্তরকাশী টানেল বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সেভক রংপো রেল প্রকল্পের টানেলে কর্মরত শ্রমিকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ও সুরক্ষার উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ । উত্তরকাশীর ঘটনার পরই শুক্রবার শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন সেভক রংপো রেল প্রকল্পের বরাত প্রাপ্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনসট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড বা ইরকন ও উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা ।

বৈঠকের পর সেভক রংপোর চার নম্বর টানেলে যে কাজ চলছে, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান ইরকনের আধিকারিকরা । প্রসঙ্গত, সেভক রংপো প্রকল্পে আটজন শ্রমিক টানেলের কাজের সময় ধসে চাপা পরে মারা যান । ওই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিবেশবিদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । সেই উদ্বেগের কথা প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠিও দেন তাঁরা ।

Sevok-Rangpo Rail Project
সেভক-রংপো রেল প্রকল্প

উত্তরকাশীর ব্রহ্মতাল যমুনেত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ায় আটকে পড়ে কর্মরত 41 জন শ্রমিক । তাঁদের মধ্যে তিন জন বাংলার শ্রমিকও রয়েছেন । দু’জন হুগলির এবং এক জন উত্তরবঙ্গের কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে । সেই ঘটনার 12 দিন পেরিয়ে গিয়েছে । এখনও উদ্ধার করা যায়নি সুড়ঙ্গের ভিতর আটকে পড়া শ্রমিকদের । সেই ঘটনার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ ।

Sevok-Rangpo Rail Project
সেভক-রংপো রেল প্রকল্প

সূত্রের খবর, এ দিন টানেলে শ্রমিকদের অতিরিক্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠক । উত্তরকাশীর মতো ঘটনার যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আলোচনা হয়েছে । তবে উত্তরকাশীর থেকে অনেক বেশি সুরক্ষা ব্যবস্থা বজায় রেখেই টানেলের কাজ চলছে বলে জানা গিয়েছে ।

ইরকনের প্রজেক্ট ডিরেক্টর মহেন্দর সিং বলেন, "উত্তরকাশীর ঘটনার পর এ দিন আমরা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছি । সেই বৈঠকে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে । টানেলের কাজের সময় বেশ কিছু প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে । তবে টানেলের জন্য খনন কাজ প্রায় শেষ । ফলে সেভাবে ঝুঁকির কোনও আশঙ্কা নেই ।"

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "সেবক রংপো রেল প্রকল্পের কাজ ঠিকই চলছে । সেখানে চিন্তার কিছু নেই । শ্রমিক ও পরিবেশ দু’দিকেই নজর রাখা হয়েছে ।"

জানা গিয়েছে, টানেলে যেকোনও ধরনের কাজের সময় ভিডিওগ্রাফি থাকছে । বিশেষ করে টানেলে খনন কাজের সময় টানেলের এক পাশে রাখা হবে এসকেপ রুটের ব্যবস্থা । এতে টানেলে কাজের সময় ধস পড়লেও এসকেপ রুট ব্যবহার করে বাইরে বেরিয়ে আসার সুযোগ থাকবে শ্রমিকদের । এছাড়াও বাড়ানো হবে নজরদারি, ওয়াকিটকির সংখ্যা । টানেলে খনন কাজের আগে অথবা টানেলে যেকোনও রকম কাজের আগে ও কাজের সময় ধসে পড়ার কোনও আশঙ্কা রয়েছে কি না, সেটাও প্রতিদিন ঘনঘন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. সিল্কিয়ারা টানেলে শুরু হবে ড্রিলিং, 'আজ সন্ধ্যায় কাজ শেষ হয়ে যাবে', আশাবাদী উদ্ধারকারী দল
  2. উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
  3. ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, 24 নভেম্বর: উত্তরকাশী টানেল বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সেভক রংপো রেল প্রকল্পের টানেলে কর্মরত শ্রমিকদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ও সুরক্ষার উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ । উত্তরকাশীর ঘটনার পরই শুক্রবার শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন সেভক রংপো রেল প্রকল্পের বরাত প্রাপ্ত সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনসট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড বা ইরকন ও উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা ।

বৈঠকের পর সেভক রংপোর চার নম্বর টানেলে যে কাজ চলছে, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান ইরকনের আধিকারিকরা । প্রসঙ্গত, সেভক রংপো প্রকল্পে আটজন শ্রমিক টানেলের কাজের সময় ধসে চাপা পরে মারা যান । ওই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিবেশবিদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । সেই উদ্বেগের কথা প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠিও দেন তাঁরা ।

Sevok-Rangpo Rail Project
সেভক-রংপো রেল প্রকল্প

উত্তরকাশীর ব্রহ্মতাল যমুনেত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ায় আটকে পড়ে কর্মরত 41 জন শ্রমিক । তাঁদের মধ্যে তিন জন বাংলার শ্রমিকও রয়েছেন । দু’জন হুগলির এবং এক জন উত্তরবঙ্গের কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে । সেই ঘটনার 12 দিন পেরিয়ে গিয়েছে । এখনও উদ্ধার করা যায়নি সুড়ঙ্গের ভিতর আটকে পড়া শ্রমিকদের । সেই ঘটনার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ ।

Sevok-Rangpo Rail Project
সেভক-রংপো রেল প্রকল্প

সূত্রের খবর, এ দিন টানেলে শ্রমিকদের অতিরিক্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠক । উত্তরকাশীর মতো ঘটনার যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আলোচনা হয়েছে । তবে উত্তরকাশীর থেকে অনেক বেশি সুরক্ষা ব্যবস্থা বজায় রেখেই টানেলের কাজ চলছে বলে জানা গিয়েছে ।

ইরকনের প্রজেক্ট ডিরেক্টর মহেন্দর সিং বলেন, "উত্তরকাশীর ঘটনার পর এ দিন আমরা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছি । সেই বৈঠকে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে । টানেলের কাজের সময় বেশ কিছু প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে । তবে টানেলের জন্য খনন কাজ প্রায় শেষ । ফলে সেভাবে ঝুঁকির কোনও আশঙ্কা নেই ।"

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "সেবক রংপো রেল প্রকল্পের কাজ ঠিকই চলছে । সেখানে চিন্তার কিছু নেই । শ্রমিক ও পরিবেশ দু’দিকেই নজর রাখা হয়েছে ।"

জানা গিয়েছে, টানেলে যেকোনও ধরনের কাজের সময় ভিডিওগ্রাফি থাকছে । বিশেষ করে টানেলে খনন কাজের সময় টানেলের এক পাশে রাখা হবে এসকেপ রুটের ব্যবস্থা । এতে টানেলে কাজের সময় ধস পড়লেও এসকেপ রুট ব্যবহার করে বাইরে বেরিয়ে আসার সুযোগ থাকবে শ্রমিকদের । এছাড়াও বাড়ানো হবে নজরদারি, ওয়াকিটকির সংখ্যা । টানেলে খনন কাজের আগে অথবা টানেলে যেকোনও রকম কাজের আগে ও কাজের সময় ধসে পড়ার কোনও আশঙ্কা রয়েছে কি না, সেটাও প্রতিদিন ঘনঘন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. সিল্কিয়ারা টানেলে শুরু হবে ড্রিলিং, 'আজ সন্ধ্যায় কাজ শেষ হয়ে যাবে', আশাবাদী উদ্ধারকারী দল
  2. উত্তরকাশী সিল্কিয়ার টানেল অপারেশন বিশ্বের দীর্ঘতম মানব উদ্ধার অভিযানগুলির অন্যতম
  3. ধাপে ধাপে চলছে কাজ, 'জটিলতা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার সম্ভব,' আশ্বাস মুখ্যমন্ত্রীর
Last Updated : Nov 25, 2023, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.