ETV Bharat / state

Road Accident in Siliguri: ঘন কুয়াশার জের, দার্জিলিঙের রাস্তায় পথ দুর্ঘটনার বলি দুই পর্যটক - Tourist car hits a truck at phansidewa

ঘন কুয়াশা প্রাণ কাড়ল বাদকুল্লার দুই পর্যটকের ৷ শনিবার ভোররাতে দার্জিলিঙের পথে ফাঁসিদেওয়ায় পর্যটকদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ সৈয়দাবাদ চা বাগানের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটি (Tourist car hits a truck at phansidewa)।

Road Accident in Siliguri
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি
author img

By

Published : Jan 7, 2023, 3:51 PM IST

Updated : Jan 7, 2023, 4:31 PM IST

দার্জিলিং, 7 জানুয়ারি: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাব ৷ দার্জিলিং যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি ৷ শনিবার ভোররাতে ফাঁসিদেওয়ার দুর্ঘটনায় প্রাণ হারালেন ভিন জেলার দুই পর্যটক (Several tourist died in a road accident due to heavy fog) ৷ আহত কমপক্ষে পাঁচ, তাদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক ৷ শনিবার ভোর তিনটে নাগাদ পর্যটকদের গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নদিয়ার বাদকুল্লার জনাকয়েক পর্যটক নিয়ে গাড়িটি শৈলরানির উদ্দেশে যাচ্ছিল (Tourists started their journey from Krishnagar) ৷ যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটিতেই বাদকুল্লা থেকে রওনা হয়েছিলেন পর্যটকরা ৷ জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের সৈয়দাবাদ চা বাগানের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ৷ বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশ জানিয়েছে মৃত দুই পর্যটকের নাম রানা চক্রবর্তী এবং গণেশ সরকার ৷ তারা দুজনেই নদিয়া জেলার বাসিন্দা। আহত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি অতনু ঘোষ, নীরঞ্জন সরকার, সুধীর সরকার, তমাল সরকার এবং অক্ষয় দাস। আহত অক্ষত দাস গাড়িটি চালাচ্ছিলেন ৷ দুর্ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের (জেলা পুলিশ) অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন, "ঘটনাটি ভোর তিনটে থেকে চারটের মধ্যে ঘটেছে। রাস্তার পাশে একটি ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল ৷ ট্রাকটির ব্যাক লাইটও জ্বলছিল। কিন্তু তা সত্ত্বেও ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান।"

আরও পড়ুন: বঙ্গে বজায় থাকবে শীতের মারকাটারি ইনিংস, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

বিধাননগর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায়। ঘটনার তদন্ত চলছে ৷ এক মৃতের পরিবারের আত্মীয় বলেন, "বাদকুল্লা থেকে দার্জিলিং ঘুরতে যাচ্ছিল ওরা। সেই সময় রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পিছনে গাড়িটি ধাক্কা মারে। কুয়াশার জন্য রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না, সেজন্য ওই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যেকের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।"

দার্জিলিং, 7 জানুয়ারি: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাব ৷ দার্জিলিং যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি ৷ শনিবার ভোররাতে ফাঁসিদেওয়ার দুর্ঘটনায় প্রাণ হারালেন ভিন জেলার দুই পর্যটক (Several tourist died in a road accident due to heavy fog) ৷ আহত কমপক্ষে পাঁচ, তাদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক ৷ শনিবার ভোর তিনটে নাগাদ পর্যটকদের গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নদিয়ার বাদকুল্লার জনাকয়েক পর্যটক নিয়ে গাড়িটি শৈলরানির উদ্দেশে যাচ্ছিল (Tourists started their journey from Krishnagar) ৷ যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটিতেই বাদকুল্লা থেকে রওনা হয়েছিলেন পর্যটকরা ৷ জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের সৈয়দাবাদ চা বাগানের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ৷ বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশ জানিয়েছে মৃত দুই পর্যটকের নাম রানা চক্রবর্তী এবং গণেশ সরকার ৷ তারা দুজনেই নদিয়া জেলার বাসিন্দা। আহত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি অতনু ঘোষ, নীরঞ্জন সরকার, সুধীর সরকার, তমাল সরকার এবং অক্ষয় দাস। আহত অক্ষত দাস গাড়িটি চালাচ্ছিলেন ৷ দুর্ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের (জেলা পুলিশ) অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন, "ঘটনাটি ভোর তিনটে থেকে চারটের মধ্যে ঘটেছে। রাস্তার পাশে একটি ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল ৷ ট্রাকটির ব্যাক লাইটও জ্বলছিল। কিন্তু তা সত্ত্বেও ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান।"

আরও পড়ুন: বঙ্গে বজায় থাকবে শীতের মারকাটারি ইনিংস, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

বিধাননগর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায়। ঘটনার তদন্ত চলছে ৷ এক মৃতের পরিবারের আত্মীয় বলেন, "বাদকুল্লা থেকে দার্জিলিং ঘুরতে যাচ্ছিল ওরা। সেই সময় রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পিছনে গাড়িটি ধাক্কা মারে। কুয়াশার জন্য রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না, সেজন্য ওই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যেকের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।"

Last Updated : Jan 7, 2023, 4:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.