শিলিগুড়ি, ১৬ মার্চ: দু'দিন নিখোঁজ থাকার পর শিলিগুড়িতে উদ্ধার নিরাপত্তারক্ষীর ক্ষতবিক্ষত দেহ ৷ সেই দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকার একটি মাঠ থেকে ওই নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপঙ্কর দাস। কোচবিহারের ফালাকাটা এলাকায় তার বাড়ি। একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন দীপঙ্কর ৷ ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের লক্ষ্মীজোত এলাকায় একটি ফাঁকা জমি দেখাশোনার কাজ করতেন তিনি। বুধবার মাঝরাতে ওই ফাঁকা জমি থেকেই তার রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করে শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ (NJP Police)।
আরও পড়ুন: চৈত্রের শুরুতে বাংলার দুয়ারে ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা হাওয়া অফিসের
পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ি না-ফেরায় দীপঙ্কর দাসকে বেশ কয়েকবার ফোন করে পরিবারের লোকজন। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের তরফে দাবি করা হয় ৷ মৃতের পরিবারের দাবি, এরপর কোনও সদুত্তর না-মেলায় তারা সংশ্লিষ্ট সিকিউরিটি এজেন্সির দফতরে ফোন করে। জানা গিয়েছে, সিকিউরিটি এজেন্সির সদস্যরা লক্ষ্মীজোতে দীপঙ্করের কর্মস্থলে যান। সেখানেই দীপঙ্কর দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তারা। তৎক্ষণাৎ ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। মৃতের ভাইঝি তিথি বোস জানান, কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না দীপঙ্করের। ফুলবাড়িতে একটা ফাঁকা জমিতে জলের কাজ চলছিল। ওই জমিটিই দেখাশোনা করতে। কেন এই ঘটনা ঘটল তার কোনও সদুত্তর দিতে পারছে না মৃতের পরিবারের লোকেরা ৷ গোটা ঘটনায় কার্যত হতবাক পরিবার। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার সুভেন্দ্রকুমার জানান, গোটা ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা।