দার্জিলিং, 7 অক্টোবর : ছ'ঘণ্টায় রক্তচাপ কমে হল 100 ৷ পালস 70 ৷ অনশনের দ্বিতীয় দিন এই অবস্থায় হয়েছে বিনয় তামাঙের ৷ দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ চা শ্রমিকদের বোনাসের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তিনি৷ এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে৷
চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে গতকাল থেকে মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং ৷ আজ GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা সহ দলীয় অন্যান্য নেতানেত্রীদেরও এই অনশন মঞ্চে দেখা গেছে ৷
চা শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে যুগ্ম ফোরামের ডাকা পাহাড় বনধ-রিলে অনশন হলেও পুজোয় মেলেনি বোনাস । পুজোর জন্য ফোরামের তরফে আন্দোলন কয়েকদিন স্থগিত রাখলেও বোনাসের আন্দোলন থেমে নেই । রবিবার থেকে মোর্চার সভাপতি বিনয় তামাং আমরণ অনশন শুরু করেন । আজ ছিল সেই আন্দোলনের দ্বিতীয় দিন ।
অনশন শুরুর প্রথম দিকেই বিনয় তামাঙ ঘোষণা করেন, চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস না মেলা পর্যন্ত প্রাণ গেলেও অনশন প্রত্যাহার করবেন না তিনি । তাঁর কিছু হলে দায়ী থাকবেন পাহাড়ের চা বাগান মালিকরা ।