ETV Bharat / state

অনশনের দ্বিতীয় দিন; রক্তচাপ কমছে বিনয়ের - দার্জিলিং

রবিবার থেকে মোর্চার সভাপতি বিনয় তামাং আমরণ অনশন শুরু করেন । আজ ছিল সেই আন্দোলনের দ্বিতীয় দিন । ছ'ঘণ্টায় রক্তচাপ কমে হল 100 ৷ পালস 70 ৷ অনশনের দ্বিতীয় দিন এই অবস্থায় হয়েছে বিনয় তামাঙের ৷

বিনয় তামাং
author img

By

Published : Oct 7, 2019, 11:13 PM IST

দার্জিলিং, 7 অক্টোবর : ছ'ঘণ্টায় রক্তচাপ কমে হল 100 ৷ পালস 70 ৷ অনশনের দ্বিতীয় দিন এই অবস্থায় হয়েছে বিনয় তামাঙের ৷ দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ চা শ্রমিকদের বোনাসের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তিনি৷ এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে৷

চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে গতকাল থেকে মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং ৷ আজ GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা সহ দলীয় অন্যান্য নেতানেত্রীদেরও এই অনশন মঞ্চে দেখা গেছে ৷

চা শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে যুগ্ম ফোরামের ডাকা পাহাড় বনধ-রিলে অনশন হলেও পুজোয় মেলেনি বোনাস । পুজোর জন্য ফোরামের তরফে আন্দোলন কয়েকদিন স্থগিত রাখলেও বোনাসের আন্দোলন থেমে নেই । রবিবার থেকে মোর্চার সভাপতি বিনয় তামাং আমরণ অনশন শুরু করেন । আজ ছিল সেই আন্দোলনের দ্বিতীয় দিন ।

অনশন শুরুর প্রথম দিকেই বিনয় তামাঙ ঘোষণা করেন, চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস না মেলা পর্যন্ত প্রাণ গেলেও অনশন প্রত্যাহার করবেন না তিনি । তাঁর কিছু হলে দায়ী থাকবেন পাহাড়ের চা বাগান মালিকরা ।

দার্জিলিং, 7 অক্টোবর : ছ'ঘণ্টায় রক্তচাপ কমে হল 100 ৷ পালস 70 ৷ অনশনের দ্বিতীয় দিন এই অবস্থায় হয়েছে বিনয় তামাঙের ৷ দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক এস কুমারের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ চা শ্রমিকদের বোনাসের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তিনি৷ এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে৷

চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে গতকাল থেকে মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং ৷ আজ GTA-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা সহ দলীয় অন্যান্য নেতানেত্রীদেরও এই অনশন মঞ্চে দেখা গেছে ৷

চা শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে যুগ্ম ফোরামের ডাকা পাহাড় বনধ-রিলে অনশন হলেও পুজোয় মেলেনি বোনাস । পুজোর জন্য ফোরামের তরফে আন্দোলন কয়েকদিন স্থগিত রাখলেও বোনাসের আন্দোলন থেমে নেই । রবিবার থেকে মোর্চার সভাপতি বিনয় তামাং আমরণ অনশন শুরু করেন । আজ ছিল সেই আন্দোলনের দ্বিতীয় দিন ।

অনশন শুরুর প্রথম দিকেই বিনয় তামাঙ ঘোষণা করেন, চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস না মেলা পর্যন্ত প্রাণ গেলেও অনশন প্রত্যাহার করবেন না তিনি । তাঁর কিছু হলে দায়ী থাকবেন পাহাড়ের চা বাগান মালিকরা ।

Intro:বিনয় তামাঙয়ের আমরণ অনশনের দ্বিতীয় দিন, কমছে বিপি ও পালস, মঞ্চ ঘিরে অনুগামীরা

দার্জিলিং, ৭ অক্টোবর : ছয় ঘণ্টায় রক্তচাপ কমে হল ১০৪ থেকে ১০০। পালস ৭৯ থেকে কমে ৭০। এভাবেই অনশনের দ্বিতীয় দিন থেকেই স্বাস্থের অবনতি হচ্ছে বিনয় তামাঙয়ের ।
সোমবার মহাঅষ্টমীতে মোর্চার সভাপতি বিনয় তামাঙয়ের অনশনের দ্বিতীয় দিন । এদিন দুপুরে অনশনের ২২ ঘণ্টায় তাঁর রক্তচাপ ছিল ১০৪/৮০। এদিন বিকেলে ২৮ ঘণ্টায় রক্তচাপ দাঁড়ায় ১০০/৬০। দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসক ডা:এস কুমারের পর্যবেক্ষণে রয়েছেন তিনি । Body:
চা বাগান শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে রবিবার থেকে মোটরস্ট্যান্ডে আমরণ অনশন শুরু করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাঙ। সোমবার সকালে দেখা যায়, মোটরস্ট্যান্ডে শুয়ে রয়েছেন তিনি । সঙ্গে দেখা গেছে তাঁর বেশ কয়েকজন অনুগামীকেও। এদিন জিটিএ -এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা সহ দলীয় অন্যান্য নেতা -নেত্রীদেরও বিনয়ের অনশন মঞ্চে দেখা গেছে lConclusion:
চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে জয়েন্ট ফোরামের ডাকা পাহাড় বনধ -রিলে অনশন হলেও পুজোয় অধরাই থাকে বোনাস । পুজোর জন্য ফোরামের তরফে আন্দোলন কয়েকদিন স্থগিত রাখলেও বোনাসের আন্দোলন থেমে নেই । রবিবার থেকে মোর্চার সভাপতি বিনয় তামাঙ আমরণ অনশন শুরু করেন । সোমবার ছিল সেই আন্দোলনের দ্বিতীয় দিন । অনশন শুরুর প্রথম দিকেই বিনয় তামাঙ ঘোষণা করেন, চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস না মেলা পর্যন্ত প্রাণ গেলেও অনশন প্রত্যাহার করবেন না তিনি ।তাঁর প্রাণ গেলে বা স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবেন পাহাড়ের চা বাগান মালিকরা ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.