ETV Bharat / state

Rubella Vaccine: মৃত্যুর পর এবার অসুস্থ এক পড়ুয়া, রুবেলার টিকা নিয়ে চাঞ্চল্য শিলিগুড়িতে - Rubella Vaccination in Siliguri

রুবেলা টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল এক স্কুল ছাত্রী ৷ সোমবার এক ছাত্রীর মৃত্যুর পর ফের এক ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য় ছড়িয়েছে শিলিগুড়িতে (Siliguri News)৷

ETV Bharat
অসুস্থ ছাত্রী
author img

By

Published : Jan 17, 2023, 5:54 PM IST

রুবেলা টিকা নিয়ে ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রতিক্রিয়া

শিলিগুড়ি, 17 জানুয়ারি: রুবেলার টিকা নিয়ে সোমবার রাজ্যে প্রথম মৃত্যু হয়েছে শিলিগুড়ির বাসিন্দা এক নাবালিকার ৷ এমনটাই অভিযোগ উঠেছিল । সেই ঘটনার পর এবার রুবেলার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল এক স্কুল ছাত্রী । এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে (Rubella Vaccination in Siliguri)। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুল ছাত্রীর নাম সুচরিতা মণ্ডল । সে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ৷

এক নাবালিকার মৃত্যুর পর ফের একজনের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় একদিকে আতঙ্কিত অভিভাবকমহল ৷ অন্যদিকে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষও । সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা সরকার । জানা যায়, স্কুলে টিকাকরণের 30 মিনিট পর বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে । তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যাম্বুলেন্স করে স্থানীয় বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠায় । পরে সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর ।

আরও পড়ুন : পথশিশু ও স্কুলছুটদের জন্য হাম ও রুবেলা টিকাকরণ অভিযান

এরপর মঙ্গলবার সকালে নির্দেশমতো হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে রুবেলার টিকাকরণ চলছিল । অন্য পড়ুয়াদের সঙ্গে টিকা নেয় সুচরিতাও । তার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে সে । সঙ্গে সঙ্গে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে ওই স্কুল ছাত্রী অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে । তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে । টিকা নেওয়ার পর আতঙ্কিত হয়ে পরার কারণে সে অসুস্থ হয়ে পড়ে ।

পরিবারের দাবি সকালে খাওয়া দাওয়া করে স্কুল গিয়েছিল সুচরিতা । পরে পরিবারের কাছে খবর যায় মেয়ে অসুস্থ হয়ে পড়েছে । যদিও ঘটনায় মুখ খুলতে চাননি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রশাসন । এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিক বলেন, "এখনও পর্যন্ত স্কুলের তরফে কিছু জানানো হয়নি । আমি খোঁজ নিয়ে দেখব । তবে চিন্তার কিছু নেই । পাশাপাশি অভিভাবকদের বলব আতঙ্কিত হওয়ার কিছু নেই । দু-একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে ।"

আরও পড়ুন : রুবেলার টিকা নিয়ে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ শিলিগুড়িতে

রুবেলা টিকা নিয়ে ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রতিক্রিয়া

শিলিগুড়ি, 17 জানুয়ারি: রুবেলার টিকা নিয়ে সোমবার রাজ্যে প্রথম মৃত্যু হয়েছে শিলিগুড়ির বাসিন্দা এক নাবালিকার ৷ এমনটাই অভিযোগ উঠেছিল । সেই ঘটনার পর এবার রুবেলার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল এক স্কুল ছাত্রী । এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে (Rubella Vaccination in Siliguri)। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুল ছাত্রীর নাম সুচরিতা মণ্ডল । সে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ৷

এক নাবালিকার মৃত্যুর পর ফের একজনের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় একদিকে আতঙ্কিত অভিভাবকমহল ৷ অন্যদিকে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষও । সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা সরকার । জানা যায়, স্কুলে টিকাকরণের 30 মিনিট পর বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে । তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যাম্বুলেন্স করে স্থানীয় বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠায় । পরে সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর ।

আরও পড়ুন : পথশিশু ও স্কুলছুটদের জন্য হাম ও রুবেলা টিকাকরণ অভিযান

এরপর মঙ্গলবার সকালে নির্দেশমতো হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে রুবেলার টিকাকরণ চলছিল । অন্য পড়ুয়াদের সঙ্গে টিকা নেয় সুচরিতাও । তার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে সে । সঙ্গে সঙ্গে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে ওই স্কুল ছাত্রী অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে । তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে । টিকা নেওয়ার পর আতঙ্কিত হয়ে পরার কারণে সে অসুস্থ হয়ে পড়ে ।

পরিবারের দাবি সকালে খাওয়া দাওয়া করে স্কুল গিয়েছিল সুচরিতা । পরে পরিবারের কাছে খবর যায় মেয়ে অসুস্থ হয়ে পড়েছে । যদিও ঘটনায় মুখ খুলতে চাননি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা প্রশাসন । এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিক বলেন, "এখনও পর্যন্ত স্কুলের তরফে কিছু জানানো হয়নি । আমি খোঁজ নিয়ে দেখব । তবে চিন্তার কিছু নেই । পাশাপাশি অভিভাবকদের বলব আতঙ্কিত হওয়ার কিছু নেই । দু-একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে ।"

আরও পড়ুন : রুবেলার টিকা নিয়ে স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ শিলিগুড়িতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.