ETV Bharat / state

কোরোনা আতঙ্কে শিলিগুড়িতে বন্ধ হল SBI - Siliguri covid 19

কোরোনা আতঙ্কে এবারে বন্ধ হল শিলিগুড়ির স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয় । আগামী 7দিন ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

SBI will be closed for 7days in Siliguri
SBI will be closed for 7days in Siliguri
author img

By

Published : Jun 23, 2020, 7:39 PM IST

শিলিগুড়ি, 23জুন : স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখার কয়েকজন কর্মী কোরোনা আক্রান্ত । সেই কারণে আগামী সাতদিন স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক । শিলিগুড়ির ঘটনা ।

জানা গিয়েছে, শিলিগুড়ি স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখার কয়েকজন কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । কাজের সূ্ত্রে তাঁরা প্রধান কার্যালয়েও এসেছিল বলে জানা গিয়েছে । এরপরই কর্মীদের স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয় বন্ধের নির্দেশ দেন জেলাশাসক । আগামী সাতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে নোটিশ দিয়ে জানানো হয়। ব্যাঙ্ক বন্ধ থাকার সময় স্যানিটাইজেশনের কাজ করা হবে বলেও জানা গিয়েছে । তবে, যে সমস্ত ATM-গুলো ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে, সেগুলো খোলা থাকবে। এমনকী SBI কিয়স্কগুলোও খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বলা হয়, “ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে গ্রাহকদের সমস্যা হবে ঠিকই। কিন্তু, এছাড়া উপায় ছিল না । সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, শিলিগুড়িতে দিন দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 200 ছাড়িয়েছে।

শিলিগুড়ি, 23জুন : স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখার কয়েকজন কর্মী কোরোনা আক্রান্ত । সেই কারণে আগামী সাতদিন স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক । শিলিগুড়ির ঘটনা ।

জানা গিয়েছে, শিলিগুড়ি স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখার কয়েকজন কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । কাজের সূ্ত্রে তাঁরা প্রধান কার্যালয়েও এসেছিল বলে জানা গিয়েছে । এরপরই কর্মীদের স্টেট ব্যাঙ্কের প্রধান কার্যালয় বন্ধের নির্দেশ দেন জেলাশাসক । আগামী সাতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে নোটিশ দিয়ে জানানো হয়। ব্যাঙ্ক বন্ধ থাকার সময় স্যানিটাইজেশনের কাজ করা হবে বলেও জানা গিয়েছে । তবে, যে সমস্ত ATM-গুলো ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে, সেগুলো খোলা থাকবে। এমনকী SBI কিয়স্কগুলোও খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বলা হয়, “ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে গ্রাহকদের সমস্যা হবে ঠিকই। কিন্তু, এছাড়া উপায় ছিল না । সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, শিলিগুড়িতে দিন দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 200 ছাড়িয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.