ETV Bharat / state

স্বাধীনতা দিবসেই শিলিগুড়িতে চালু সেফ হোম; থাকবে টিভি, ওয়াইফাই

শিলিগুড়িতে এই সেফ হোম পরিদর্শনে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷ সঙ্গে ছিলেন জেলাশাসক এস পুন্যমবালম ৷

Safe Home will be start in Siliguri on Independence Day
স্বাধীনতা দিবসে শিলিগুড়িতে চালু হবে সেফ হোম
author img

By

Published : Aug 9, 2020, 9:59 PM IST

শিলিগুড়ি, 9 অগাস্ট : স্বাধীনতা দিবসে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে চালু হচ্ছে 70 শয্যাবিশিষ্ট সেফ হোম ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও থাকছে টিভি, ওয়াইফাই সহ একাধিক পরিষেবা ৷ চারিদিকে ত্রিপল ঢেকে ইন্ডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে এই সেফ হোম । এখানে থাকছে বাফার জ়োন । সেখানে থাকবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । প্রয়োজনে অক্সিজেন দেওয়ার জন্য মজুত থাকবে একাধিক অক্সিজেন সিলিন্ডার ।

পর্যটনমন্ত্রী কী বললেন, দেখুন ভিডিয়ো

আজ শিলিগুড়িতে এই সেফ হোম পরিদর্শনে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷ সঙ্গে ছিলেন জেলাশাসক এস পুন্যমবালম ৷ এপ্রসঙ্গে গৌতমবাবু বলেন, "এখানে 70টি শয্যা থাকছে । থাকছে ফ্যান, মোবাইল চার্জিং-এর ব্যবস্থা ৷ বিনোদনের জন্য টিভি এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহারের জন্য ফ্রি ওয়াইফাই থাকছে । এর পাশাপাশি দুটি শিফটে এখানে থাকছেন দু'জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী । এটি চালু হয়ে গেলে উপকৃত হবেন শহরের বাসিন্দারা । মূলত পুরুষ রোগীদের এখানে রাখা হবে । এর পাশাপাশি একই পরিবারের একাধিক পুরুষ ও মহিলা আক্রান্ত হলে তাঁদের একত্রে এখানে রাখা হবে । প্রস্তুতি পুনরায় খতিয়ে দেখে স্বাধীনতা দিবসে এটি চালু হয়ে যাবে। "

শিলিগুড়ি, 9 অগাস্ট : স্বাধীনতা দিবসে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে চালু হচ্ছে 70 শয্যাবিশিষ্ট সেফ হোম ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও থাকছে টিভি, ওয়াইফাই সহ একাধিক পরিষেবা ৷ চারিদিকে ত্রিপল ঢেকে ইন্ডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে এই সেফ হোম । এখানে থাকছে বাফার জ়োন । সেখানে থাকবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । প্রয়োজনে অক্সিজেন দেওয়ার জন্য মজুত থাকবে একাধিক অক্সিজেন সিলিন্ডার ।

পর্যটনমন্ত্রী কী বললেন, দেখুন ভিডিয়ো

আজ শিলিগুড়িতে এই সেফ হোম পরিদর্শনে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ৷ সঙ্গে ছিলেন জেলাশাসক এস পুন্যমবালম ৷ এপ্রসঙ্গে গৌতমবাবু বলেন, "এখানে 70টি শয্যা থাকছে । থাকছে ফ্যান, মোবাইল চার্জিং-এর ব্যবস্থা ৷ বিনোদনের জন্য টিভি এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহারের জন্য ফ্রি ওয়াইফাই থাকছে । এর পাশাপাশি দুটি শিফটে এখানে থাকছেন দু'জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী । এটি চালু হয়ে গেলে উপকৃত হবেন শহরের বাসিন্দারা । মূলত পুরুষ রোগীদের এখানে রাখা হবে । এর পাশাপাশি একই পরিবারের একাধিক পুরুষ ও মহিলা আক্রান্ত হলে তাঁদের একত্রে এখানে রাখা হবে । প্রস্তুতি পুনরায় খতিয়ে দেখে স্বাধীনতা দিবসে এটি চালু হয়ে যাবে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.