দার্জিলিং, 31 ডিসেম্বর: নতুন বছরে সুখবর । 10 মাস বন্ধ থাকার পর দার্জিলিঙে ফের চালু হল রোপওয়ে । কোরোনা পরিস্থিতির জেরে মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিষেবা । আনলক পর্যায়ে ধীরে ধীরে পাহাড়ের পর্যটন স্বাভাবিক ছন্দে ফিরলে দার্জিলিং-রঙ্গিত ভ্যালি রোপওয়ে চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সংস্থার প্রচার সচিব কৌশিক চট্টোপাধ্যায় বলেন, "কোরোনা আবহের জেরে দীর্ঘদিন থেকে পাহাড়ে রোপওয়ে পরিষেবা বন্ধ ছিল। পর্যটন স্বাভাবিক ছন্দে ফিরে আসায় ফের তা চালু করার অনুমতি মিলেছে।" গৌতম দেব বলেন, "নতুন বছরে পর্যটকদের জন্য সুখবর। রোপওয়ের মাধ্যমে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।"
দার্জিলিঙের চকবাজার থেকে তিন কিলোমিটার দূরে সিংমারি থেকে সিঙ্গলা পর্যন্ত রোপওয়েতে চড়তে পারবেন পর্যটকরা। 45 মিনিটের যাত্রাপথে পর্যটকরা 800 থেকে সাত হাজার ফুট উচ্চতা দিয়ে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন।
আরও পড়ুন: বছরের শেষ দিনে ফাঁকা সেন্ট পলস ক্যাথিড্রাল
1968 সালে প্রথম দেশের মধ্যে দার্জিলিং রোপওয়ে চালু হয়। সেই সময় মূলত চা পাতা আদানপ্রদানের জন্য ওই রোপওয়ে ব্যবহার করা হত। এখন 16টি গাড়িতে পর্যটকদের ঘোরানো হয়। মূলত আট কিলোমিটারের যাত্রাপথে রাম্মাম নদীর উপর দিয়ে সিংমারি থেকে সিঙ্গলা বাজার পর্যন্ত যাওয়া হয়। ওই যাত্রাপথে বারসনেবেগ ও সিঙ্গলা চা বাগানের উপর দিয়ে ওই রোপওয়ে গিয়েছে।