ETV Bharat / state

Richa Ghosh's Father Reacts: 'পাক বধে'র পর রিচাকে মাটিতে পা-রাখার পরামর্শ বাবার - রিচার বাবা মানবেন্দ্র ঘোষ

'পাক বধ' করে মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুটা জোরদারভাবে করেছে ভারতের মেয়েরা ৷ এই জয়ের নেপথ্যে ছিলেন বঙ্গতনয়া রিচা ঘোষ ৷ ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার রিচা শেষবেলায় জেমিমার সঙ্গে ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন। রিচার পারফরম্য়ান্সে খুশি হলেও মেয়েকে মাটিতে পা-রাখার পরামর্শ বাবার (Richa Ghosh's Father Manabendra Ghosh Reacts) ৷

মেয়ে রিচাকে আত্মহারা না হওয়ার পরামর্শ বাবার
Richa Ghosh Father Reacts
author img

By

Published : Feb 13, 2023, 6:40 PM IST

Updated : Feb 13, 2023, 7:58 PM IST

মেয়ে রিচাকে আত্মহারা না হওয়ার পরামর্শ বাবার

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: পাকিস্তানকে উড়িয়ে টি-20 ম্যাচে বাজিমাত হরমনপ্রীত বাহিনীর। আর পাকিস্তানের বিরুদ্ধে অভাবনীয় স্কোর করেছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। 20 বলে 31 রান করে অপরাজিত ছিলেন রিচা। পরপর তিন বলে তাঁর তিনটে চারই খেলার মোড় ঘুরিয়ে দেয়। আর রিচার এই সাফল্যে খুশিতে আত্মহারা পরিবার (Manabendra Ghosh Reacts on His Daughter Performance)।

অনূর্ধ্ব-19 বিশ্বকাপে জয় পাওয়ার পর এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখলো 'উইমেন ইন ব্লু'। তবে এখনই হাল ছেড়ে না-দিয়ে বিশ্বকাপের দিকে লক্ষ্য রাখার কথা জানালেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরশীল ভীত হল উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। টি-20 বিশ্বকাপে দলে জায়গা পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আগামী ম্যাচগুলোতে সাহস জোগাবে বলে মনে করছে ক্রীড়ামহল।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "এমন পারফরম্যান্সই আমরা সবাই চাই। একটা একটা করে ধাপ পেরোতে হবে। আনন্দ তো খুব হচ্ছে । কিন্তু মূল লক্ষ্য বিশ্বকাপ। ওটাই চাই। এইসব আনন্দ ভাষায় প্রকাশ করা মুশকিল। এখন অপেক্ষা করছি বিশ্বকাপ ঘরে আসার। আনন্দ থাকলেও একটু তো চিন্তা হবেই ।" খেলার পর মেয়ের সঙ্গে ফোনেও কথা হয়েছে মানবেন্দ্রবাবুর। ফোনে মেয়েকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। মনের মধ্যে একটা আলাদা টেনশন কাজ করে তাঁর যখন খেলা চলে। সেকারণেই মেয়ের কোনও খেলাই তিনি দেখেন না ৷ ম্যাচের শেষে ফলাফলটা জেনে নেন। এখনও অনেকটা পথচলা বাকি, তাই খুব বেশি উচ্ছ্বসিত হতে বাবা মানা করেছেন মেয়েকে।

আরও পড়ুন: দুরন্ত জেমিমার সঙ্গী বাংলার রিচা, 'পাক বধে' বিশ্বজয়ের অভিযান শুরু হরমনপ্রীতদের

অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এসে গিয়েছে কিন্তু এই বিশ্বকাপ আমাদের চাই। নিজেরাও আনন্দের বহিঃপ্রকাশ কম করছেন ৷ বিগত কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকার কারণে বাড়ি ফিরতে পারেননি রিচা। সে কারণে রিচার বাবার মন খানিকটা খারাপ রয়েছে ৷ তিনি জানান, মাঝেমধ্যেই মেয়ের জন্য় মন খারাপ হয়। বিশ্বকাপ শেষ হলে যাতে একটা দিনের জন্য হলেও রিচা বাড়ি ফিরতে পারে, সেইদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন তিনি। তবে তিনি রিচাকে আপাতত খেলার উপরেই ফোকাস রাখার পরামর্শ দিচ্ছেন মানবেন্দ্রবাবু।

মেয়ে রিচাকে আত্মহারা না হওয়ার পরামর্শ বাবার

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: পাকিস্তানকে উড়িয়ে টি-20 ম্যাচে বাজিমাত হরমনপ্রীত বাহিনীর। আর পাকিস্তানের বিরুদ্ধে অভাবনীয় স্কোর করেছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। 20 বলে 31 রান করে অপরাজিত ছিলেন রিচা। পরপর তিন বলে তাঁর তিনটে চারই খেলার মোড় ঘুরিয়ে দেয়। আর রিচার এই সাফল্যে খুশিতে আত্মহারা পরিবার (Manabendra Ghosh Reacts on His Daughter Performance)।

অনূর্ধ্ব-19 বিশ্বকাপে জয় পাওয়ার পর এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখলো 'উইমেন ইন ব্লু'। তবে এখনই হাল ছেড়ে না-দিয়ে বিশ্বকাপের দিকে লক্ষ্য রাখার কথা জানালেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরশীল ভীত হল উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। টি-20 বিশ্বকাপে দলে জায়গা পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আগামী ম্যাচগুলোতে সাহস জোগাবে বলে মনে করছে ক্রীড়ামহল।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "এমন পারফরম্যান্সই আমরা সবাই চাই। একটা একটা করে ধাপ পেরোতে হবে। আনন্দ তো খুব হচ্ছে । কিন্তু মূল লক্ষ্য বিশ্বকাপ। ওটাই চাই। এইসব আনন্দ ভাষায় প্রকাশ করা মুশকিল। এখন অপেক্ষা করছি বিশ্বকাপ ঘরে আসার। আনন্দ থাকলেও একটু তো চিন্তা হবেই ।" খেলার পর মেয়ের সঙ্গে ফোনেও কথা হয়েছে মানবেন্দ্রবাবুর। ফোনে মেয়েকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। মনের মধ্যে একটা আলাদা টেনশন কাজ করে তাঁর যখন খেলা চলে। সেকারণেই মেয়ের কোনও খেলাই তিনি দেখেন না ৷ ম্যাচের শেষে ফলাফলটা জেনে নেন। এখনও অনেকটা পথচলা বাকি, তাই খুব বেশি উচ্ছ্বসিত হতে বাবা মানা করেছেন মেয়েকে।

আরও পড়ুন: দুরন্ত জেমিমার সঙ্গী বাংলার রিচা, 'পাক বধে' বিশ্বজয়ের অভিযান শুরু হরমনপ্রীতদের

অনূর্ধ্ব-19 বিশ্বকাপ এসে গিয়েছে কিন্তু এই বিশ্বকাপ আমাদের চাই। নিজেরাও আনন্দের বহিঃপ্রকাশ কম করছেন ৷ বিগত কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকার কারণে বাড়ি ফিরতে পারেননি রিচা। সে কারণে রিচার বাবার মন খানিকটা খারাপ রয়েছে ৷ তিনি জানান, মাঝেমধ্যেই মেয়ের জন্য় মন খারাপ হয়। বিশ্বকাপ শেষ হলে যাতে একটা দিনের জন্য হলেও রিচা বাড়ি ফিরতে পারে, সেইদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন তিনি। তবে তিনি রিচাকে আপাতত খেলার উপরেই ফোকাস রাখার পরামর্শ দিচ্ছেন মানবেন্দ্রবাবু।

Last Updated : Feb 13, 2023, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.